Monoyara Tv

Monoyara Tv "হকের পথে বাতেলের বিরুদ্ধে এগিয়ে চলা"
"MONOYARA TV"
(1)

হকের পথে বাতেলের বিরুদ্ধে এগিয়ে চলা "Monoyara Tv" / YouTube Channel, page, Blogger
www.youtube.com/c/Monoyaratv

30/10/2025

প্রাণাধিক প্রিয়নবীর প্রতি তাজিম সহ সালাতু সালাম -
#সালাতু_সালাম #প্রিয়নবী #আল্লামা_ইমাম_হায়াত #সৈয়দ_আল্লামা_সাইফুর_রহমান_নিজামী #সুন্নী_আন্দোলন

30/10/2025

প্রিয়নবীর পক্ষে থাকার শপথ -
#প্রিয়নবী #নবী #রাসুল #শপথ #সুন্নী_আন্দোলন

29/10/2025

ব্যাংক জনগণের সম্পদ জনগণের টাকায় ব্যাংক চলে -

বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ও মানবতার রাজনীতির প্রবক্তা সৈয়দ আল্লামা ইমাম হায়াত।
#আল্লামা_ইমাম_হায়াত

29/10/2025

ইনসানিয়াতের আয়োজন সব মানুষের প্রয়োজন #আল্লামা_ইমাম_হায়াত

জনাব Abdul khaleque,আমি আল্লাহতাআলার কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লামা ইমাম হায়াতের নাম আই ডি কার্ডে আবু হায়াত । সংক্...
29/10/2025

জনাব Abdul khaleque,

আমি আল্লাহতাআলার কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লামা ইমাম হায়াতের নাম আই ডি কার্ডে আবু হায়াত । সংক্ষেপে আমরা ইমাম হায়াত ডাকি। কারন উনি এ যুগে প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ঈমান দ্বীন খেলাফত জীবন ও মানবতার রাষ্ট্র এবং মানবতার রাজনীতির পূণরুজ্জীবনের ইমাম।

আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি মিথ্যা বলেছেন, আপনার সাধ্য থাকলে আই ডি কার্ড দেখান। আমি দেখাতে পারবো। হকের ইমামের বিরুদ্ধে মিথ্যাচার ঈমান ধ্বংসাত্মক এবং মোয়াবিয়া এজিদের চরিত্র।

এ যুগে সত্যের প্রমাণিত একমাত্র কেন্দ্র আল্লামা ইমাম হায়াত।

এ যুগে ঈমানী অস্তিত্ব ও মানবিক অস্তিত্ব রক্ষায় জ্ঞানের একমাত্র প্রমাণিত কেন্দ্র তিনি।

তাঁকে ছাড়া এ যুগে ঈমান- দ্বীন- জীবন- খেলাফত ও ইনসানিয়াত বুঝাও অসম্ভব।

তাঁর বাইরে এ যুগে ঈমানের দিশা নাই, তাঁর বাইরে এযুগে ইসলামের আসল ও পূর্ণাঙ্গ ধারা নাই।

তাঁর বাইরে সব বাতিল থেকে মুক্তির কোনো দিশা নাই।
তাঁর বাইরে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রের কোনো দিশা নেই।

তাঁকে বাদ দিয়ে এযুগে কলেমা পড়েও কলেমার চেতনা কলেমার আত্মিক ও রাজনৈতিক ধারা খুঁজে পাওয়ার উপায় নাই।

অসিলা হিসেবে তাঁকে ছাড়া এ যুগে ঈমান অসম্ভব, কারন তাঁর বাইরে ঈমানের সংজ্ঞা এখন নাই, যদি থাকতো ঈমানের বিপরীত বাতিল মতবাদ সমর্থন করেও কেউ ঈমানদার দাবি করতে পারতেন না।

ইমাম হায়াতের দিশার বাইরে মানবজীবনের সংজ্ঞাও নেই, তাই জীবনের সত্য বুঝে মানুষ দাবিও তাঁকে ছাড়া অসম্ভব।

এ যুগে মিথ্যার আঁধারে সত্যের আলো ইমাম হায়াত।
এ যুগে তিনি সত্যের উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ও হিদায়াতের ছায়া এবং বন্ধন।

এ যুগে শাহাদাতে কারবালার আমানত একমাত্র তিনিই পূণরুজ্জীবিত করে তুলে ধরে ইসলামের আসল ধারা ফিরিয়ে এনেছেন। সৌদিআরব বাতিল নামকরণ অবৈধ ও বাতিল ঘোষণা করে কেবলাভূমি আল আরব নাম তিনিই পূণরুজ্জীবিত করেছেন।

বস্তুবাদি চেতনার নাস্তিক্যবাদি আঁধার থেকে মুক্ত করে কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনার আলোকধারা একমাত্র তিনিই এ যুগে আবার প্রজ্জ্বলিত করেছেন।

ইমাম হায়াতের বাইরে বস্তুবাদি মতবাদ ও বস্তুবাদি জাতীয়তাবাদ থেকে মুক্তির আর কোনো কন্ঠ দুনিয়ায় কেউ দেখাতে পারবেন না।

তাঁর বিরোধীতা ঈমান দ্বীন খেলাফত জীবন ও মানবতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার নামান্তর। তাঁর বিরোধিতা শাণে রেসালাতের বিরুদ্ধে এবং আহলে রাসুল আলাইহিমুস সালামগণের বিরুদ্ধে কুফরি অবস্থান হবে।

আমরা চ্যালেঞ্জ করছি তিনিই এ যুগে ইসলাম ও মানবতার অবিকল্প ইমাম যাঁকে ছাড়া সব বাতিল থেকে মুক্ত ঈমানী অস্তিত্ব ও বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবসত্তার কোনো দিশা দুনিয়ার কোথাও নেই, তাঁকে ছাড়া বর্তমান সময়ে আসল ইসলাম নাই, তাঁকে ছাড়া মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত তথা ঈমানী জীবন ও মানবতার অস্তিত্ব রক্ষার কোনো দিশা নাই।

=====================
আল্লামা আরেফ সারতাজ,
আল্লামা শেখ রায়হান রাহবার,
আল্লামা জাকের আহসান,
আল্লামা হাফেজ ইলিয়াস শাহ্,
আল্লামা রেজাউল কাউসার।

World sunni movement ,
World humanity revolution .

29/10/2025

জীবন জগৎ কে নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক শক্তির পর রাজনৈতিক শক্তি -

বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ও মানবতার রাজনীতির প্রবক্তা সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

#আল্লামা_ইমাম_হায়াত

28/10/2025

প্রিয়নবীর প্রেমের নামেই আমাদের জীবন -

বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ও মানবতার রাজনীতির প্রবক্তা সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

#আল্লামা_ইমাম_হায়াত

28/10/2025

বিশ্বস্ত কুকুর চোর তাড়াই #আল্লামা_ইমাম_হায়াত

27/10/2025

আহলে বাইতের দুশমন কাফের

বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ও মানবতার রাজনীতির প্রবক্তা সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

#আল্লামা_ইমাম_হায়াত #ইনসানিয়াত_বিপ্লব

27/10/2025

সব মানুষের প্রতি ইনসানিয়াত বিপ্লবের আবেদন -

বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ও মানবতার রাজনীতির প্রবক্তা সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

#ইনসানিয়াত_বিপ্লব #আল্লামা_ইমাম_হায়াত

27/10/2025

সুষ্ঠু নির্বাচন চাইলে সব দলের সব মানুষের নাগরিকত্ব স্বীকার করতে হবে -

বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ও মানবতার রাজনীতির প্রবক্তা সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

#আল্লামা_ইমাম_হায়াত #ইনসানিয়াত_বিপ্লব

যুক্তরাজ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি নিবন্ধন পেয়েছে -   #বিসমিল্লাহির_রাহমানির_রাহিম​ আলহামদু...
27/10/2025

যুক্তরাজ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি নিবন্ধন পেয়েছে -

#বিসমিল্লাহির_রাহমানির_রাহিম

আলহামদুলিল্লাহ ওয়াস্‌সালাতু ওয়াস্‌সালামু আ’লা হাবীবিল্লাহি ও ইলাহিল কারীম।

​আজ যুক্তরাজ্যে 'ইনসানিয়াত বিপ্লব'-এর ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হলো!

​আমাদের প্রাণের ইমাম, আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত 'ইনসানিয়াত বিপ্লব' এখন যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো।

​অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, 'World Humanity Revolution UK' (ইনসানিয়াত বিপ্লব ইউকে) আজ থেকে যুক্তরাজ্যে রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি নিবন্ধন লাভ করেছে। 🎉

​এই ঐতিহাসিক নিবন্ধনের ফলে, আজ থেকে ইনসানিয়াত বিপ্লব অফিসিয়ালি ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সকল প্রকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ইনসানিয়াত ও মানবতার বার্তা এখন থেকে ব্রিটিশ রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ।

​এটি শুধু একটি দলের নিবন্ধন নয়, বরং তা হলো:
​জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার।

​সত্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ার প্রতিজ্ঞা।

​বৈশ্বিক মানবতা বিপ্লবের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ।

​যুক্তরাজ্যের মাটি থেকে শুরু হোক বিশ্বজুড়ে ইনসানিয়াতের বিজয়। আমাদের ইমাম আল্লামা ইমাম হায়াত-এর দেখানো পথে মানব সেবার মাধ্যমে ইনসাফপূর্ণ পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।

​ইনসানিয়াত বিপ্লব: মানবতার মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

​ধন্যবাদ ওয়া সালাম। 🌹
​ #ইনসানিয়াত_বিপ্লব #আল্লামা_ইমাম_হায়াত

Address

Nurercala , Vatara , Dhaka/
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Monoyara Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monoyara Tv:

Share

ঈমান দ্বীন ইসলামের সত্যের সঠিক পথের আলোচনা পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ।

আমাদের সাথে আমাদের পাশেই থাকুন ঈমান দ্বীন ইসলামের সত্যের সঠিক দিক নির্দেশনা মূল্যক আলোচনা প্রতিদিন শুনুন নিজেদের জীবন কে আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ায় ছাল্লাম এর জন্য উৎসর্গীত করুন ।