নীল আকাশে লিখবো আমি তোমায় ভালোবাসি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নীল আকাশে লিখবো আমি তোমায় ভালোবাসি

নীল আকাশে লিখবো আমি তোমায় ভালোবাসি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নীল আকাশে লিখবো আমি তোমায় ভালোবাসি, Magazine, Dhaka.

এক নারীকে ভালোবেসেই ধ্বংস হয়ে যায় পুরুষেরা।
06/04/2025

এক নারীকে ভালোবেসেই ধ্বংস হয়ে যায় পুরুষেরা।

😔
11/03/2025

😔

21/12/2024

দীর্ঘতম রাতে একটাই প্রার্থনা, খারাপ দিন গুলো আর দীর্ঘ না হোক।

(1.37AM)

05/11/2024

না'রীকে খুশি করতে ফুচকা চকলেট, আইসক্রিম, শাড়ি, চুড়ি, ফুল কত কিছুই দিতে হয়,
অথচ পু'রুষকে দেখুন কত সহজ সরল, মে'য়ে দেখলেই খুশি হয়ে যায়।

21/09/2024

আজ ২১ সেপ্টেম্বর, ভালোবাসা ও বন্ধুত্ব দিবস।
১৯৫০-এর দশকে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে দিনটির চল শুরু হয়। ধারণাটি ছিল ড. র‍্যামন আর্টেমিও ব্রাচো নামের একজন চিকিৎসকের। তিনি বিশ্বাস করতেন, সমাজে সুখ ও শান্তি প্রতিষ্ঠায় এই দিবস দারুণ ভূমিকা রাখতে পারে। ব্রাচোর বিবেচনায়, প্রেম-ভালোবাসা-বন্ধুত্ব—এসব আর নেহাত দুজন নর-নারীর ভেতর সীমাবদ্ধ থাকে না। হয়ে ওঠে সামাজিক ও সর্বজনীন। পরিবার, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকা সবার সঙ্গেই সম্পর্কগুলো হয়ে উঠুক ভালোবাসায় সিক্ত বন্ধুত্বময়।

06/09/2024
জীবনসঙ্গী ডঃ ইউনুস স্যারের মত হওয়া উচিত । স্যার এক সাক্ষাৎকারে বলেছিলেন তার বউ তাকে ছাড়া কাউকে চিনে না। সবাইকে ভুলে গেছে...
12/08/2024

জীবনসঙ্গী ডঃ ইউনুস স্যারের মত হওয়া উচিত ।

স্যার এক সাক্ষাৎকারে বলেছিলেন তার বউ তাকে ছাড়া কাউকে চিনে না। সবাইকে ভুলে গেছে কিন্তু তাকে ভুলে নাই। তার সব কিছু ডঃ ইউনুস স্যার করে দেন, খাওয়া থেকে শুরু করে দেখাশোনা সব কিছু কারণ তার বউ অচল প্রায় অবস্থায় । তবুও তিনি বলছেন, সে আমার কাছে এখনো বাচ্চা, এখনো অভিমান করে আমাকে ছাড়া কিছু খায় না, ঘুমায় না,আমাকে না পেলে কিছু করতে চায় না। আমার কাছে সে এখনো আগের মতই কিশোরী।
তিনি আরও বলেন আমি তাকে ছাড়া থাকতে পারিনা, তাকে রেখে দূরে যেতে পারিনা, সে আমাকে ছাড়া থাকতে পারে না। সে আমার কাছে অনেক কিছু।

এমন ভালবাসা সবার ভাগ্যে থাকেনা।

তিনজন সিঙ্গেল মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে 😁🤪🤓
09/07/2024

তিনজন সিঙ্গেল মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে 😁🤪🤓

কাপিল শর্মা শো তে, ক্যাটরিনাকে জিজ্ঞাসা করসে যে ভিকি কি আপনাকে সারপ্রাইজ দেয় কখনো কখনো?ক্যাটরিনা বললো, ম্মম অতো না। বাট ...
20/06/2024

কাপিল শর্মা শো তে, ক্যাটরিনাকে জিজ্ঞাসা করসে যে ভিকি কি আপনাকে সারপ্রাইজ দেয় কখনো কখনো?

ক্যাটরিনা বললো, ম্মম অতো না। বাট আম স্লোলি টিচিং হিম। আমি ওরে ধীরে ধীরে শিখাচ্ছি যে দিওয়ালি, অ্যানিভার্সারি এসব প্রোগ্রামে গিফট দিতে হয়। এমনে ওমনে সারপ্রাইজ দিতে হয়।

মানে অবাক লাগে ভাবলে, ক্যাটরিনারে পাইয়াও বেডামানুষ বেডামানুষ ই৷ আমগো এলাকার রাজু থেকে শুরু করে ভিকি কৌশাল অব্দি কেউই ধারনা রাখেনা যে একটা মাইয়ারে কিভাবে স্পেশাল ফিল করানো লাগে। দুই একটা ভিডু ফেসবুকে মাঝেমাঝে দেখি ওরা এলিয়েন গোত্রের বেডামানুষ। এতোদিন আমার দুঃখ ছিল আমার এক্সরা কিছু জানেনা। কিন্তু এখন আর নাই, কারন ভিকি কৌশাল যেদিকে ক্যাটরিনারে পাওনের পরেও তারে শিখানি লাগে তাইলে বুঝতে হবে বেডামানুষ মাত্রেই এসব জানেনা।

এরপরেও আমরা ওদের দ্বারা পটে যাই, কান্নাকাটি করি ওদের জন্য ফাইনালি ওদের বিয়া করে নিজেদের জীবন ধংস করে দেই.... 🙃
©

সব ঠিক আছে কিন্তু হৃদয় উনি কে? 🤔
19/06/2024

সব ঠিক আছে কিন্তু হৃদয় উনি কে? 🤔

16/06/2024

ঈদ মোবারক 🌙🐑

“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”♥

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when নীল আকাশে লিখবো আমি তোমায় ভালোবাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

ভালবাসা।

ভালবাসা। ভালবাসা।