17/08/2025
রিপন মিয়ার একটা পডকাস্ট দেখলাম। তার গল্প শুনে মনের ভেতর কোথাও একটা কেমন যেন নড়ে উঠলো। তার অতীত, তার ভাবনা-চিন্তা – সবকিছু যেন একেবারে জীবন থেকে তুলে আনা বাস্তব একটা সিনেমার মতো।
রিপন মিয়াও ভালোবেসে ছ্যাঁকা খেয়েছে। কিন্তু সেই ছ্যাঁকাটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছে! ওই ব্যথা থেকেই তার ভেতরে এক অদ্ভুত জেদ জন্ম নেয় – “একজন চলে গেছে ঠিক আছে, কিন্তু যেন আর ১০ জন আমার কাজের জন্য আমাকে খুঁজে…”
আর সেই জেদ থেকেই শুরু হয় তার পথচলা। মন উজাড় করে ভিডিও বানানো…
সম্মান নিয়ে যখন কথা বলে, রিপন মিয়ার চোখে-মুখে এক ধরনের প্রশান্তি থাকে। সে বলে –
“আমার তো লেখাপড়া নাই ভাই। কিন্তু এখন কোথাও গেলে মানুষ যে আমাকে সম্মান দেয় – এই সম্মানটাই আমার সব! এটা আমি টাকা দিয়ে কিনতে পারবো না। সম্মান, ইজ্জত, ভালোবাসা – এগুলা টাকা দিয়া কেনা যায় না, টাকা দিয়া মাপা যায় না!”
রিপন মিয়া চায়ের প্রেমে পড়া মানুষ।
সে বিশ্বাস করে – চায়ের এক কাপই শরীর-মনকে অন্যরকম শক্তি দেয়!
আর তার কাছে পরিবারের থেকে বড় কিছু নেই। সবাই মিলে একসাথে খাওয়া – তার কাছে এইটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ।
আর শেষে সে যে কথাটা বললো, সেটা সত্যি মন ছুঁয়ে যায় –
“বউরে শুধু ‘বউ’ হিসাবেই দেখলে চলবে না। বউ মানে সবকিছু – এইডাই বউ, এইডাই বন্ধু, এইডাই সব!”
এতো সহজ সরল, আন্তরিক আর ম্যাচিউর একজন মানুষ – রিপন মিয়া।
তার কথাগুলো শুনে মনে হয়, এই রকম মানুষগুলোর জন্যই এখনও পৃথিবীটা এত সুন্দর ❤️