Md Sohel Rana

Md Sohel Rana সবাই ভালো,আমিই খারাপ।

মাঝেমধ্যে মনে হয়, এ দেশের আইন ব্যবস্থাকেই 'আইনের' আওতায় আনা উচিত ।। 🙂
01/09/2025

মাঝেমধ্যে মনে হয়, এ দেশের আইন ব্যবস্থাকেই 'আইনের' আওতায় আনা উচিত ।। 🙂

এটা মেয়েদের ফোন চার্জ দেয়ার জায়গা। ছেলেদের টা কমেন্টে। 🤭
28/08/2025

এটা মেয়েদের ফোন চার্জ দেয়ার জায়গা। ছেলেদের টা কমেন্টে। 🤭

28/08/2025

আম্মু তোমার আব্বুকে কল দিলে কি আমার সাথে দেখা করতে আসবে না??


ভিডিও সংগৃহীত আইডি লিংক ://www.facebook.com/share/1BrK4rMjEy/

19/08/2025

বৃষ্টি বিলাস

র‍্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের ডিসি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ...
18/08/2025

র‍্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের ডিসি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও মেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/ পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রিপন মিয়ার একটা পডকাস্ট দেখলাম। তার গল্প শুনে মনের ভেতর কোথাও একটা কেমন যেন নড়ে উঠলো। তার অতীত, তার ভাবনা-চিন্তা – সবকিছ...
17/08/2025

রিপন মিয়ার একটা পডকাস্ট দেখলাম। তার গল্প শুনে মনের ভেতর কোথাও একটা কেমন যেন নড়ে উঠলো। তার অতীত, তার ভাবনা-চিন্তা – সবকিছু যেন একেবারে জীবন থেকে তুলে আনা বাস্তব একটা সিনেমার মতো।

রিপন মিয়াও ভালোবেসে ছ্যাঁকা খেয়েছে। কিন্তু সেই ছ্যাঁকাটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছে! ওই ব্যথা থেকেই তার ভেতরে এক অদ্ভুত জেদ জন্ম নেয় – “একজন চলে গেছে ঠিক আছে, কিন্তু যেন আর ১০ জন আমার কাজের জন্য আমাকে খুঁজে…”
আর সেই জেদ থেকেই শুরু হয় তার পথচলা। মন উজাড় করে ভিডিও বানানো…

সম্মান নিয়ে যখন কথা বলে, রিপন মিয়ার চোখে-মুখে এক ধরনের প্রশান্তি থাকে। সে বলে –
“আমার তো লেখাপড়া নাই ভাই। কিন্তু এখন কোথাও গেলে মানুষ যে আমাকে সম্মান দেয় – এই সম্মানটাই আমার সব! এটা আমি টাকা দিয়ে কিনতে পারবো না। সম্মান, ইজ্জত, ভালোবাসা – এগুলা টাকা দিয়া কেনা যায় না, টাকা দিয়া মাপা যায় না!”

রিপন মিয়া চায়ের প্রেমে পড়া মানুষ।

সে বিশ্বাস করে – চায়ের এক কাপই শরীর-মনকে অন্যরকম শক্তি দেয়!
আর তার কাছে পরিবারের থেকে বড় কিছু নেই। সবাই মিলে একসাথে খাওয়া – তার কাছে এইটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ।

আর শেষে সে যে কথাটা বললো, সেটা সত্যি মন ছুঁয়ে যায় –
“বউরে শুধু ‘বউ’ হিসাবেই দেখলে চলবে না। বউ মানে সবকিছু – এইডাই বউ, এইডাই বন্ধু, এইডাই সব!”

এতো সহজ সরল, আন্তরিক আর ম্যাচিউর একজন মানুষ – রিপন মিয়া।
তার কথাগুলো শুনে মনে হয়, এই রকম মানুষগুলোর জন্যই এখনও পৃথিবীটা এত সুন্দর ❤️

17/08/2025

বৃষ্টি 💧🫧

ফাহিম ভাইয়ের সাথে দেখা হলেই কেমন যেনো একটা না একটা খাওয়ার জিনিসের প্রতি নেশা উঠে,আজকেও তাই হলো, চলে আসলাম বাসায় যাওয়ার স...
16/08/2025

ফাহিম ভাইয়ের সাথে দেখা হলেই কেমন যেনো একটা না একটা খাওয়ার জিনিসের প্রতি নেশা উঠে,আজকেও তাই হলো, চলে আসলাম বাসায় যাওয়ার সময় সাহেব আলি মামার চায়ের দোকানে নাজিরাবাজার।

আপনার সন্তানকে কর্ম শেখান, নইলে বড় হয়ে, তেল মেরে নেতাকে দ্বিতীয় বাপ বানাবে।😎🙄
15/08/2025

আপনার সন্তানকে কর্ম শেখান, নইলে বড় হয়ে, তেল মেরে নেতাকে দ্বিতীয় বাপ বানাবে।😎🙄

Address

Dhaka

Telephone

+8801883892382

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sohel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category