16/06/2024
১০০ কিংবা ১০০০ নয়, সাইটেশন সংখ্যা ছড়ালো ৭০,০০০! বলছি একজন বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষকের কথাই। তিনি বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর সাবেক শিক্ষার্থী ও মালয়েশিয়ার Sunway University এর Distinguished প্রফেসর সাইদুর রহমান। বিশ্বের টপ ১% গবেষকদের মধ্যে তিনি একজন।
•••
সাইদুর রহমানের ছেলেবেলা কাটে ময়মনসিংহে। ময়মনসিংহের Agricultural University College থেকে কলেজের গন্ডি পেড়িয়ে ভর্তি হন বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ১৯৯৭ সালে ব্যাচেলর সম্পন্ন করার পর সাইদুর রহমান চলে যান মালয়েশিয়ার University of Malaya এ। সেখানেই Energy, Environment এর ওপর মাস্টার্স ও Energy এর ওপর নিজের পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। কর্মজীবনে ২০১৫ পর্যন্ত University of Malay এ প্রফেসর হিসেবে কাজ করেন। বর্তমানে সাইদুর রহমান Sunway University এর প্রফেসর ও Research Center for Nano-Materials and Energy Technology (RCNMET) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
•••
সাইদুর রহমানকে ২০১১-২০১৪; টানা ৪ বছরের জন্য Highest Accumulation Citation Award দেয় University of Malaya । এছাড়া ২০১৪ থেকে টানা কয়েক বছর Reuters/ Clarivate analytics তাকে টপ ১% গবেষক ও তার গবেষণা ক্ষেত্রের সবচেয়ে বেশি সাইটেড ডকুমেন্ট লেখক হিসেবে পুরষ্কৃত করেছে। আর সম্প্রতি Institute for Educational Research and Publication (IFERP) তাকে মালয়েশিয়ার “Most Cited Researcher in Malaysia” হিসেবে স্বীকৃতি দিয়েছে। গবেষণাজীবনে এই গবেষক ৫০০ এর বেশি জার্নাল পেপার প্রকাশ করেন, যার বেশির ভাগই স্থান পায় বিশ্বের টপ রেংকিং জার্নালগুলোতে। Principal Investigator (PI) হিসেবে ২৫ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) এরও বেশি অঙ্কের ফান্ডিং কালেক্ট ও ম্যানেজ করেন এই গবেষক।
©Short Stories