শেকড়-Root

শেকড়-Root A Bangladeshi counter-cultural outlet for news, opinion and entertainment.

06/09/2024

BRAC and their agenda in Bangladesh.

প্রস্তাবিত দাবিসমূহ—১। ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ২...
03/07/2024

প্রস্তাবিত দাবিসমূহ—

১। ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

২। ১৮' এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

৩। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

৪। দূর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

#শেকড়

ভারতের বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস দিতে চাচ্ছে বাংলাদেশে। আপনি খুশি নাকি নারাজ? #শেকড়
02/07/2024

ভারতের বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস দিতে চাচ্ছে বাংলাদেশে। আপনি খুশি নাকি নারাজ?

#শেকড়

❝আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেয়ার কথা বলছিযে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানি ল...
01/07/2024

❝আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেয়ার কথা বলছি
যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানি লেবাস
অর্ধপৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে
ফোরাত কূলের কোনো অনাহারী কুকুরের আহার্য চিন্তায়।
উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম।❞

আমরা কী এমন শিক্ষাব্যবস্থাই চেয়েছি? #শেকড়
25/06/2024

আমরা কী এমন শিক্ষাব্যবস্থাই চেয়েছি?

#শেকড়

"ফেলানির লা-শ ছিন্নভিন্ন করে আসছে ট্রেন" নেটিজেনদের মাঝে আলোচিত তাজ ই তাইয়্যেবার আঁকা ছবি। #শেকড়
25/06/2024

"ফেলানির লা-শ ছিন্নভিন্ন করে আসছে ট্রেন" নেটিজেনদের মাঝে আলোচিত তাজ ই তাইয়্যেবার আঁকা ছবি।

#শেকড়

 #শেকড়
25/06/2024

#শেকড়

বি-কৃত মতবাদের বি-রুদ্ধে সোচ্চার হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীগণ। #শেকড়
23/06/2024

বি-কৃত মতবাদের বি-রুদ্ধে সোচ্চার হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীগণ।

#শেকড়

ব্যক্তিগত উদ্যোগ দিয়ে একটি রাষ্ট্র বেশী দূর আগায় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ব্যক্তিগত উদ্যোগগুলো কাজে লাগিয়ে শক্তিশালী ...
23/06/2024

ব্যক্তিগত উদ্যোগ দিয়ে একটি রাষ্ট্র বেশী দূর আগায় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ব্যক্তিগত উদ্যোগগুলো কাজে লাগিয়ে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরী করা।

#শেকড়

ভেঙে পড়ছে বাংলাদেশের পরিবার ব্যবস্থা...
21/06/2024

ভেঙে পড়ছে বাংলাদেশের পরিবার ব্যবস্থা...

১০০ কিংবা ১০০০ নয়, সাইটেশন সংখ্যা ছড়ালো ৭০,০০০! বলছি একজন বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষকের কথাই। তিনি বুয়েটের মেকানিকাল ইঞ্জ...
16/06/2024

১০০ কিংবা ১০০০ নয়, সাইটেশন সংখ্যা ছড়ালো ৭০,০০০! বলছি একজন বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষকের কথাই। তিনি বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর সাবেক শিক্ষার্থী ও মালয়েশিয়ার Sunway University এর Distinguished প্রফেসর সাইদুর রহমান। বিশ্বের টপ ১% গবেষকদের মধ্যে তিনি একজন।

•••

সাইদুর রহমানের ছেলেবেলা কাটে ময়মনসিংহে। ময়মনসিংহের Agricultural University College থেকে কলেজের গন্ডি পেড়িয়ে ভর্তি হন বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ১৯৯৭ সালে ব্যাচেলর সম্পন্ন করার পর সাইদুর রহমান চলে যান মালয়েশিয়ার University of Malaya এ। সেখানেই Energy, Environment এর ওপর মাস্টার্স ও Energy এর ওপর নিজের পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। কর্মজীবনে ২০১৫ পর্যন্ত University of Malay এ প্রফেসর হিসেবে কাজ করেন। বর্তমানে সাইদুর রহমান Sunway University এর প্রফেসর ও Research Center for Nano-Materials and Energy Technology (RCNMET) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

•••

সাইদুর রহমানকে ২০১১-২০১৪; টানা ৪ বছরের জন্য Highest Accumulation Citation Award দেয় University of Malaya । এছাড়া ২০১৪ থেকে টানা কয়েক বছর Reuters/ Clarivate analytics তাকে টপ ১% গবেষক ও তার গবেষণা ক্ষেত্রের সবচেয়ে বেশি সাইটেড ডকুমেন্ট লেখক হিসেবে পুরষ্কৃত করেছে। আর সম্প্রতি Institute for Educational Research and Publication (IFERP) তাকে মালয়েশিয়ার “Most Cited Researcher in Malaysia” হিসেবে স্বীকৃতি দিয়েছে। গবেষণাজীবনে এই গবেষক ৫০০ এর বেশি জার্নাল পেপার প্রকাশ করেন, যার বেশির ভাগই স্থান পায় বিশ্বের টপ রেংকিং জার্নালগুলোতে। Principal Investigator (PI) হিসেবে ২৫ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) এরও বেশি অঙ্কের ফান্ডিং কালেক্ট ও ম্যানেজ করেন এই গবেষক।
©Short Stories

মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অহিদ রাশেদ বলেন,  "দেশের মোট জনসংখ্যা ০...
09/06/2024

মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অহিদ রাশেদ বলেন, "দেশের মোট জনসংখ্যা ০.৩৪% মুক্তিযোদ্ধার পরিবার৷ এই ০.৩৪% এর জন্য ৩০% কোটা মোটেও কাম্য ও যৌক্তিক নয়। এছাড়া বাংলাদেশের সর্বোচ্চ চাকরিতে কোটা এভোয়েড করা উচিৎ, যেকোনো ধরণের কোটায় হোক না কেন। কারণ কোটা ন্যায্যতা ও সমতাকে ডিসকারেজ করে!"

বিচার বিভাগ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেই কোটা বিরোধী আন্দোলনে অংশ নেন মুক্তিযোদ্ধার সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অহিদ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেকড়-Root posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category