08/04/2025
ফিলিস্তিন — একটি ভূখণ্ড নয়, এটি একটি বেদনার নাম। যেখানে প্রতিদিন শিশুরা খুন হয়, মায়েরা হারায় সন্তান, আর আকাশে শুধু বোমার শব্দ। এই ভিডিওটি তাদের জন্য, যারা নির্যাতনের শিকার হয়েও হার মানেনি। যারা চোখে স্বপ্ন বোনে স্বাধীনতার, ন্যায়ের।
আমরা যারা দূরে বসে আছি, আমাদের দায়বদ্ধতা শুধু কাঁদা নয়, সত্যকে ছড়িয়ে দেওয়া। ফিলিস্তিনের পাশে থাকুন, মানবতার পাশে থাকুন।