05/08/2025
৭১ vs ২৪ নাকি ৭১+২৪ ?
১৯৭১-এর মুক্তিযুদ্ধ আমরা অনেকেই দেখিনি, কিন্তু সেই আত্মত্যাগের চেতনায় আমরা বেড়ে উঠেছি। আর ৩৬ জুলাই—সেটা আমরা দেখেছি, অনুভব করেছি, মাঠে ছিলাম।
এই শর্ট ফিল্মটি ৭১ এবং ২৪-এর সম্মিলিত শক্তিকে তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস। আমাদের বিশ্বাস, নতুন বাংলাদেশ মানে ইতিহাসকে সম্মান করে ভবিষ্যতের দিকে এগিয়ে
এই ফিল্মটা সেই সম্মিলিত শক্তির গল্প।
সব শহীদের আত্মত্যাগ আমাদের কাছে সমান।
যদি আপনি বিশ্বাস করেন, বাংলাদেশ মানে তার ইতিহাস আর ভবিষ্যৎ একসাথে ধারণ করা—
তাহলে অনুরোধ, এই নির্মাণটা ছড়িয়ে দিন।
দিন শেষে, আমরা যেন শুধু বাংলাদেশের পক্ষে থাকি।
এইটুকুই চাওয়া।
ধন্যবাদ সবাইকে 🇧🇩