অনুপ্রাণন প্রকাশন

অনুপ্রাণন প্রকাশন অবাণিজ্যিক গ্রন্থ প্রকাশনী সংস্থা।

অনুপ্রাণন প্রকাশন, নবীন ও নতুন সৃজনশীল লেখকদের সাহিত্যকর্ম প্রকাশের নিমিত্তে গঠিত একটি অবাণিজ্যিক প্রকাশনী সংস্থা।
যোগাযোগঃ বি/৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, কাঁটাবন (এলিফেন্ট রোড) ঢাকা।
টেলিফোনঃ ০১৭৬৬৬৮৪৪৩৬ এবং ০১৯১৯ ৫২০৪৭৩
বিকাশ একাউন্টঃ ০১৭১১ ৫৯২৮৯১ এবং
০১৬১৯ ৮০৯২৩৫
ই-মেইল- [email protected]
ওয়েব- www.anupranon.com

আজ থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী নজরুল জয়ন্তী বইমেলা। বইমেলায় অনুপ্রাণনের স্টলে আপনাদের আমন্ত্রণ জানাই। স্থান : নজরুল বি...
25/05/2025

আজ থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী নজরুল জয়ন্তী বইমেলা।
বইমেলায় অনুপ্রাণনের স্টলে আপনাদের আমন্ত্রণ জানাই।
স্থান : নজরুল বিশ্ববিদ্যালয়। ত্রিশাল। ময়মনসিংহ।
সময়- সকাল ৯ টা থেকে রাত ৮ টা।
তারিখ- ২৫ ও ২৬ মে, ২০২৫।

অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৫ (তরুণ লেখক বিভাগ) সংক্রান্ত ঘোষণার দ্বিতীয় অনুস্মারক, ২১ মে, ২০২৫- অনুপ্রাণন পাণ্ড...
21/05/2025

অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৫ (তরুণ লেখক বিভাগ) সংক্রান্ত ঘোষণার দ্বিতীয় অনুস্মারক, ২১ মে, ২০২৫-

অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৫ (তরুণ লেখক বিভাগ) সংক্রান্ত ঘোষণা :
‘সৃষ্টিতে অনুপ্রাণিত’ স্লোগান ধারণ করে ‘অনুপ্রাণন প্রকাশন’ প্রতিষ্ঠার শুরু থেকেই তরুণ লেখকদের পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছর সৃষ্টিশীল, সম্ভাবনাময় ও প্রতিভাবান নবীন লেখকদের প্রাধান্য দিয়ে বই প্রকাশ করছে অনুপ্রাণন।

২০২৩ ও ২০২৪ এর পর চলমান ধারাবাহিকতায় ২০২৬ সালের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে চলতি ২০২৫ সনে তরুণদের বই প্রকাশ করার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ পরিকল্পনা।

প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ১৫ জন তরুণের একটি করে মোট ১৫টি বই ২০২৫ সালে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব ৪০ বয়সের তরুণ কবি-সাহিত্যিকদের মধ্যে থেকে নিম্নলিখিত শর্তের অধীনে পাণ্ডুলিপি জমা দিতে অনুরোধ করা হচ্ছে–

১. শুধু বাংলাদেশের নাগরিক, অনূর্ধ্ব ৪০ বয়সের তরুণ ও তরুণীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অতএব, পাণ্ডুলিপির সাথে নাগরিকত্ব ও বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে।

২. মৌলিক, সৃজনশীল, মননশীল এবং সাহিত্যগুণ ও মানসম্পন্ন পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য গৃহীত হবে।

৩. যে সকল তরুণ অথবা তরুণীর বই ইতোপূর্বে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

৪. পাণ্ডুলিপি সাহিত্যের নিম্নলিখিত তিন ধরনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেমন :
ক. কবিতা, খ. ছোটোগল্প ও গ. উপন্যাস।

৫. অনুপ্রাণন থেকে গঠিত বিশেষ জুরি বোর্ড প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো যাচাই ও বাছাইয়ের মাধ্যমে ৬টি কাব্যগ্রন্থ, ৬টি গল্পগ্রন্থ ও ৩টি উপন্যাস অনুপ্রাণন থেকে এ-বছর অর্থাৎ ২০২৫ সালে প্রকাশের জন্য বাছাই করবেন ।

৬. প্রতিযোগিতায় বিজয়ী ১৫টি পাণ্ডুলিপি অনুপ্রাণন প্রকাশনের নিজ খরচে ছাপা হবে এবং বিজয়ী ১৫ জন লেখককে অনুপ্রাণিত করার জন্য আনুষ্ঠানিকভাবে সনদপত্র, উপহার সামগ্রী ও অর্থমূল্যের চেক পুরষ্কার হিসেবে প্রদান করা হবে।

৭. প্রাপ্ত পাণ্ডুলিপির সংখ্যা প্রকাশ করা হলেও সবক্ষেত্রে শুধু বিজয়ী পাণ্ডুলিপির তালিকা প্রকাশ করা হবে। জুরি বোর্ড কর্তৃক অমনোনীত পাণ্ডুলিপির লেখককে প্রতিযোগিতার ফলাফল ব্যক্তিগত ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।

৮. পাণ্ডুলিপি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে ইমেইলে। ইমেইলের সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে, "অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা- ২০২৫।"

৯. পাণ্ডুলিপির সঙ্গে সংক্ষিপ্ত লেখক পরিচিতি ও সচল মুঠোফোন নম্বর যুক্ত করতে হবে।

১০. পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ : ৩০ জুন, ২০২৫।

আবু ম ইউসুফ
অনুপ্রাণন প্রকাশন
[email protected]
১৫ মার্চ, ২০২৫

বই প্রকাশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি-অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক পিয়ারা বেগমের গল্পের বই শেষ অধ্যায়।  ...
18/05/2025

বই প্রকাশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি-

অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক পিয়ারা বেগমের গল্পের বই শেষ অধ্যায়।

২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়ে এবং কাঁটাবন ও বাংলাবাজারস্থ বিক্রয়কেন্দ্রে ও দেশব্যাপী অনুপ্রাণনের পরিবেশক ‘নির্বাচিত’এর বিক্রয় কেন্দ্রগুলো থেকে। আর ঘরে বসে ২৫% ছাড় মূল্যে বইটি পেতে চাইলে অর্ডার করুন অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের এই লিংক থেকে-
https://anupranon.com/product/শেষ-অধ্যায়-পিয়ারা-বেগম/

অনুপ্রাণনের প্রধান কার্যালয়ের ঠিকানা- স্যুট নং- ৯০৩, রোজ ভিউ প্লাজা, ১৮৫ বীর উত্তম সি. আর. দত্ত রোড, হাতিরপুল, ঢাকা- ১২০৫।

অনুপ্রাণন বই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের ঠিকানা-
কাঁটাবন শাখা- বি ৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
বাংলাবাজার শাখা- ৩৮/২ খ, মান্নান মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০।

অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেইজের লিংক-
https://www.facebook.com/AnupranonProkashon

অনুপ্রাণন প্রকাশনের সাথে যোগাযোগ করার ফোন নম্বর- ০১৭৬৬৬৮৪৪৩৬ (হোয়াটসঅ্যাপ)।
অনুপ্রাণন প্রকাশনের ব্যক্তিগত বিকাশ একাউন্ট নম্বর- ০১৬১৯৮০৯২৩৫ এবং ০১৭১১৫৯২৮৯১।
অনুপ্রাণন প্রকাশনের মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর- ০১৭০৮৫২০৪৬৮।

অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ১টি কবিতা ও ১টি গল্পের বই- ১. কবি ও সম্পাদক আবু মকসুদের কবিতার বই একদিন ফেরার পথ জ...
16/05/2025

অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ১টি কবিতা ও ১টি গল্পের বই-

১. কবি ও সম্পাদক আবু মকসুদের কবিতার বই একদিন ফেরার পথ জেগে উঠবে।

এই বইয়ে প্রকাশিত কবিতাগুলো শুধু পড়ার জন্য নয়, থমকে দাঁড়াবার জন্য। মনে রাখার জন্য। এবং শেষে একবার হলেও বলার জন্য—হ্যাঁ, আমিও সেই ফেরার পথের যাত্রী। ‘একদিন ফেরার পথ জেগে উঠবে’— জেগে উঠবে আমাদের ভেতরের নিভে যাওয়া আলো, যেখানে অপেক্ষা করে আছে ফেরা, পরিশুদ্ধ হয়ে।

বইটির মুদ্রিত মূল্য ৳ ২৪০/-।

২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়ে এবং কাঁটাবন ও বাংলাবাজারস্থ বিক্রয়কেন্দ্রে ও দেশব্যাপী অনুপ্রাণনের পরিবেশক ‘নির্বাচিত’এর বিক্রয় কেন্দ্রগুলো থেকে। আর ঘরে বসে ২৫% ছাড় মূল্যে বইটি পেতে চাইলে অর্ডার করুন অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের এই লিংক থেকে-
https://anupranon.com/product/একদিন-ফেরার-পথ-জেগে-উঠবে-আ/

২. কথাসাহিত্যিক জিল্লুর রহমান শুভ্রের গল্পের বই ঘোড়ামুখী।

বেশুমার গল্প ছাপা হচ্ছে। দু’চারটে গল্প ছাড়া অধিকাংশ গল্পই বায়বীয় পদার্থের মতো হাওয়া হয়ে যাচ্ছে; কিন্তু কেন? কেন গল্পগুলো অমরত্বের পথে হাঁটছে না? কারণ, সরল বয়ান এবং একই প্রেক্ষাপটের চর্বিত চয়ন। কিন্তু এই গল্পগ্রন্থে জিল্লুর রহমান শুভ্র প্রিজমের মতো নানাবিধ আলো ফেলে গল্পগুলোকে নানা ঢংয়ে বিন্যাস করেছেন। বাস্তবতার সঙ্গে পরাবাস্তবতা ও শ্বাশত আবেগের মিশেল ঘটানো গল্পগুলো পাঠকদের মনস্তত্বের ভূগোলে জেগে ওঠে কুয়াশাবৃত হিমশৈলের মতো; যা একদিকে চিত্তাকর্ষক অন্যদিকে প্রপঞ্চময়।

২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়ে এবং কাঁটাবন ও বাংলাবাজারস্থ বিক্রয়কেন্দ্রে ও দেশব্যাপী অনুপ্রাণনের পরিবেশক ‘নির্বাচিত’এর বিক্রয় কেন্দ্রগুলো থেকে। আর ঘরে বসে ২৫% ছাড় মূল্যে বইটি পেতে চাইলে অর্ডার করুন অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের এই লিংক থেকে-
https://anupranon.com/product/ঘোড়ামুখী-জিল্লুর-রহমান/

অনুপ্রাণনের প্রধান কার্যালয়ের ঠিকানা- স্যুট নং- ৯০৩, রোজ ভিউ প্লাজা, ১৮৫ বীর উত্তম সি. আর. দত্ত রোড, হাতিরপুল, ঢাকা- ১২০৫।

অনুপ্রাণন বই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের ঠিকানা-
কাঁটাবন শাখা- বি ৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
বাংলাবাজার শাখা- ৩৮/২ খ, মান্নান মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০।

অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেইজের লিংক-
https://www.facebook.com/Anupranan185https://www.facebook.com/AnupranonProkashon

অনুপ্রাণন প্রকাশনের সাথে যোগাযোগ করার ফোন নম্বর- ০১৭৬৬৬৮৪৪৩৬ (হোয়াটসঅ্যাপ)।
অনুপ্রাণন প্রকাশনের ব্যক্তিগত বিকাশ একাউন্ট নম্বর- ০১৬১৯৮০৯২৩৫ এবং ০১৭১১৫৯২৮৯১।
অনুপ্রাণন প্রকাশনের মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর- ০১৭০৮৫২০৪৬৮।

অনুপ্রাণন প্রকাশন থেকে বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান বিজ্ঞপ্তির ১ম অনুস্মারক, ২ মে ২০২৫- ‘সৃষ্টিতে অনুপ্রাণিত’ স্লো...
02/05/2025

অনুপ্রাণন প্রকাশন থেকে বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান বিজ্ঞপ্তির ১ম অনুস্মারক, ২ মে ২০২৫-

‘সৃষ্টিতে অনুপ্রাণিত’ স্লোগান ধারণ করে অনুপ্রাণন প্রকাশন প্রতি বছর জ্ঞান ও সৃজনশীল বিভাগে সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের মৌলিক, সৃজনশীল, মননশীল, সাহিত্যগুণ ও মানসম্পন্ন বই প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালেও অনুপ্রাণন কবি-সাহিত্যিকদের কাছ থেকে নিচে উল্লিখিত জ্ঞান ও সৃজনশীল বিষয়ে পাণ্ডুলিপি আহ্বান করছে-

১. শিল্প, ২. সংস্কৃতি, ৩. দর্শন, ৪. রাজনীতি, ৫. অর্থনীতি, ৫. সমাজতত্ত্ব, ৬. রাষ্ট্রবিজ্ঞান, ৭. বিজ্ঞান, ৮. কল্পবিজ্ঞান, ৯. ইতিহাস ও ঐতিহ্য, ১০. ভ্রমণ, ১১. কবিতা, ১২. উপন্যাস, ১৩. ছোটোগল্প, ১৪. মুক্তগদ্য ১৫. সাহিত্যিক ও সাহিত্য-বিষয়ক প্রবন্ধ, ১৬. শিশু-কিশোর সাহিত্য (উপন্যাস/গল্প/ছড়া), ১৭. অনুবাদ (উপন্যাস/গল্প/প্রবন্ধ/মুক্তগদ্য) প্রভৃতি।

২. পাণ্ডুলিপি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে অনুপ্রাণন প্রকাশনের ইমেইলে। ইমেইলের সাবজেক্ট ফিল্ডে পাণ্ডুলিপির শিরোনাম ও বিষয় উল্লেখ করতে হবে। ইমেইল এড্রেস : [email protected]

৩. অনুপ্রাণন সম্পাদনা পরিষদ কর্তৃক পাণ্ডুলিপি নির্বাচিত হলে অনুপ্রাণন প্রকাশন নিজস্ব খরচে বইটি প্রকাশ করবে। পাণ্ডুলিপি সম্পাদনা পরিষদ কর্তৃক অমনোনিত হলে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৪. পাণ্ডুলিপির সঙ্গে লেখকের ফোন নম্বর ও স্থায়ী ঠিকানা (থানা, জেলা, বিভাগ) যুক্ত করতে হবে।

৫. মে ২০২৫ থেকে অমর একুশে বইমেলা ২০২৬ সালে প্রকাশের জন্য পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২৫।

আবু ম ইউসুফ
অনুপ্রাণন প্রকাশন
১ এপ্রিল ২০২৫

অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৫ (তরুণ লেখক বিভাগ) সংক্রান্ত ঘোষণার প্রথম অনুস্মারক, ১৫ এপ্রিল, ২০২৫- অনুপ্রাণন পাণ...
15/04/2025

অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৫ (তরুণ লেখক বিভাগ) সংক্রান্ত ঘোষণার প্রথম অনুস্মারক, ১৫ এপ্রিল, ২০২৫-

অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৫ (তরুণ লেখক বিভাগ) সংক্রান্ত ঘোষণা :

‘সৃষ্টিতে অনুপ্রাণিত’ স্লোগান ধারণ করে ‘অনুপ্রাণন প্রকাশন’ প্রতিষ্ঠার শুরু থেকেই তরুণ লেখকদের পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছর সৃষ্টিশীল, সম্ভাবনাময় ও প্রতিভাবান নবীন লেখকদের প্রাধান্য দিয়ে বই প্রকাশ করছে অনুপ্রাণন। ২০২৩ ও ২০২৪ এর পর চলমান ধারাবাহিকতায় ২০২৬ সালের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে চলতি ২০২৫ সনে তরুণদের বই প্রকাশ করার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ পরিকল্পনা।

প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ১৫ জন তরুণের একটি করে মোট ১৫টি বই ২০২৫ সালে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব ৪০ বয়সের তরুণ কবি-সাহিত্যিকদের মধ্যে থেকে নিম্নলিখিত শর্তের অধীনে পাণ্ডুলিপি জমা দিতে অনুরোধ করা হচ্ছে–

১. শুধু বাংলাদেশের নাগরিক, অনূর্ধ্ব ৪০ বয়সের তরুণ ও তরুণীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অতএব, পাণ্ডুলিপির সাথে নাগরিকত্ব ও বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে।

২. মৌলিক, সৃজনশীল, মননশীল এবং সাহিত্যগুণ ও মানসম্পন্ন পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য গৃহীত হবে।

৩. যে সকল তরুণ অথবা তরুণীর বই ইতোপূর্বে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

৪. পাণ্ডুলিপি সাহিত্যের নিম্নলিখিত তিন ধরনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেমন :
ক. কবিতা, খ. ছোটোগল্প ও গ. উপন্যাস।

৫. অনুপ্রাণন থেকে গঠিত বিশেষ জুরি বোর্ড প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো যাচাই ও বাছাইয়ের মাধ্যমে ৬টি কাব্যগ্রন্থ, ৬টি গল্পগ্রন্থ ও ৩টি উপন্যাস অনুপ্রাণন থেকে এ-বছর অর্থাৎ ২০২৫ সালে প্রকাশের জন্য বাছাই করবেন ।

৬. প্রতিযোগিতায় বিজয়ী ১৫টি পাণ্ডুলিপি অনুপ্রাণন প্রকাশনের নিজ খরচে ছাপা হবে এবং বিজয়ী ১৫ জন লেখককে অনুপ্রাণিত করার জন্য আনুষ্ঠানিকভাবে সনদপত্র, উপহার সামগ্রী ও অর্থমূল্যের চেক পুরষ্কার হিসেবে প্রদান করা হবে।

৭. প্রাপ্ত পাণ্ডুলিপির সংখ্যা প্রকাশ করা হলেও সবক্ষেত্রে শুধু বিজয়ী পাণ্ডুলিপির তালিকা প্রকাশ করা হবে। জুরি বোর্ড কর্তৃক অমনোনীত পাণ্ডুলিপির লেখককে প্রতিযোগিতার ফলাফল ব্যক্তিগত ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।

৮. পাণ্ডুলিপি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে ইমেইলে। ইমেইলের সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে, "অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা- ২০২৫।"

৯. পাণ্ডুলিপির সঙ্গে সংক্ষিপ্ত লেখক পরিচিতি ও সচল মুঠোফোন নম্বর যুক্ত করতে হবে।

১০. পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ : ৩০ জুন, ২০২৫।

আবু ম ইউসুফ
অনুপ্রাণন প্রকাশন
[email protected]
১৫ মার্চ, ২০২৫

‘সৃষ্টিতে অনুপ্রাণিত’ স্লোগান ধারণ করে অনুপ্রাণন প্রকাশন প্রতি বছর জ্ঞান ও সৃজনশীল বিভাগে সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের...
01/04/2025

‘সৃষ্টিতে অনুপ্রাণিত’ স্লোগান ধারণ করে অনুপ্রাণন প্রকাশন প্রতি বছর জ্ঞান ও সৃজনশীল বিভাগে সৃষ্টিশীল ও সম্ভাবনাময় লেখকদের মৌলিক, সৃজনশীল, মননশীল, সাহিত্যগুণ ও মানসম্পন্ন বই প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালেও অনুপ্রাণন কবি-সাহিত্যিকদের কাছ থেকে নিচে উল্লিখিত জ্ঞান ও সৃজনশীল বিষয়ে পাণ্ডুলিপি আহ্বান করছে-

১. শিল্প, ২. সংস্কৃতি, ৩. দর্শন, ৪. রাজনীতি, ৫. অর্থনীতি, ৫. সমাজতত্ত্ব, ৬. রাষ্ট্রবিজ্ঞান, ৭. বিজ্ঞান, ৮. কল্পবিজ্ঞান, ৯. ইতিহাস ও ঐতিহ্য, ১০. ভ্রমণ, ১১. কবিতা, ১২. উপন্যাস, ১৩. ছোটোগল্প, ১৪. মুক্তগদ্য ১৫. সাহিত্যিক ও সাহিত্য-বিষয়ক প্রবন্ধ, ১৬. শিশু-কিশোর সাহিত্য (উপন্যাস/গল্প/ছড়া), ১৭. অনুবাদ (উপন্যাস/গল্প/প্রবন্ধ/মুক্তগদ্য) প্রভৃতি।

২. পাণ্ডুলিপি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে অনুপ্রাণন প্রকাশনের ইমেইলে। ইমেইলের সাবজেক্ট ফিল্ডে পাণ্ডুলিপির শিরোনাম ও বিষয় উল্লেখ করতে হবে। ইমেইল এড্রেস : [email protected]

৩. অনুপ্রাণন সম্পাদনা পরিষদ কর্তৃক পাণ্ডুলিপি নির্বাচিত হলে অনুপ্রাণন প্রকাশন নিজস্ব খরচে বইটি প্রকাশ করবে। পাণ্ডুলিপি সম্পাদনা পরিষদ কর্তৃক অমনোনিত হলে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৪. পাণ্ডুলিপির সঙ্গে লেখকের ফোন নম্বর ও স্থায়ী ঠিকানা (থানা, জেলা, বিভাগ) যুক্ত করতে হবে।

৫. মে ২০২৫ থেকে অমর একুশে বইমেলা ২০২৬ সালে প্রকাশের জন্য পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২৫।

আবু ম ইউসুফ
অনুপ্রাণন প্রকাশন
১ এপ্রিল ২০২৫

Address

বি-৬৩/৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা ১২০৫।
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 22:00 - 20:00

Telephone

+8801766684436

Alerts

Be the first to know and let us send you an email when অনুপ্রাণন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুপ্রাণন প্রকাশন:

Share

Our Story

অনুপ্রাণন প্রকাশন, নবীন ও নতুন সৃজনশীল লেখকদের সাহিত্যকর্ম প্রকশের নিমিত্তে গঠিত একটি অবাণিজ্যিক প্রকাশনী সংস্থা। যোগাযোগঃ বি/৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, কাঁটাবন (এলিফেন্ট রোড) ঢাকা। টেলিফোনঃ ০১৭৬৬৬৮৪৪৩৬ বিকাশ একাউন্টঃ ০১৭১১ ৫৯২৮৯১ এবং ০১৬১৯ ৮০৯২৩৫ ই-মেইল- [email protected]

ওয়েব- www.anupranon.com