Sh A Mim

Sh A Mim আসসালামুয়ালাইকুম।
ফলো ব্যাক না পেলে ইনবক্স এ মেসেজ দেন।
(138)

07/02/2025

যত বাড়ি তত নেকি 😁এইটাই বাস্তব

19/11/2024

সাফল্যের কোনও গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল।

23/09/2024

একটা সুন্দর মোনাজাত!
সবাই একবার হলেও এরকম মোনাজাত করবেন।

ইয়া আল্লাহ!!নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করুন, আমার বাবা মা সহ পৃথিবীর সকলের বাবা মা কে সুস্থ ও হেফাজতে রাখুন,কাছের মানুষদের সবসময় হাসিখুশি ও সুস্থ রাখুন, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।সকলের মনের নেক আশা পূরণ করুন।

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন!'

20/09/2024

এই গুলো দেখার বাকি ছিলো

18/09/2024

কেউ বিপদে পরলে সাহায্য করুন। আপনি বিপদে পরলেও আল্লাহর পক্ষ থেকে কেউ একজন আপনাকে সাহায্য করতে আসবেন ইনশাআল্লাহ।💜

18/09/2024

আমাদের কিছুই নেই, অথচ সবটা সময় জুড়ে ভাবি- এই বুঝি নিঃস্ব হলাম!

16/09/2024

আমি নিজে অন্যেদের প্রতি ভাল না হলে, অন্যরা কেন আমার প্রতি ভাল হবে?
বাদ দেন আমাকে বোঝার
মতো ক্ষমতা আপনার নাই..😅🥺

08/09/2024

কেউ গুরুত্ব না দিলে, আমিও ক্রমশ চেপে যাই! কেউ আমার সাথে অন্যায় কিছু করলে, তাকে ক্ষমা করি এবং এড়িয়ে চলি। কাউকে বিরক্ত করা, মনে ক্ষোভ পুষে রেখে প্রতিশোধের সুযোগ খোঁজা- এসব আমার পছন্দ না। আমি হয় মানুষকে মূল্য দিই, অথবা তার অস্তিত্বটাই ইগ্নোর করি। তাদেরকে তাদের মতো বাঁচতে দিই, আর আমি আমার মতো বাঁচি।🖤🫶

08/09/2024

সার্থ ফুরিয়ে গেলে, কেউ পাসে থাকে না, দুনিয়াটাই সার্থর খেলা

28/08/2024

আলহামদুলিল্লাহ

24/06/2024

প্রকৃতিপক্ষে মেয়েদের যদি দ্বীনের আগ্রহ এবং নেক আমলের জযবা পয়দা হয় তবে সন্তান সন্ততির উপর উহার যথেষ্ট প্রভাব পড়িয়া থাকে।
পক্ষান্তরে আমাদের জমানায় ছেলেমেয়েদিগকে প্রথম হইতেই এমন পরিবেশে রাখা হয় যদাদ্বারা শুরু হইতেই তাহাদের মধ্যে দ্বীনের প্রতি বিরূপ মনোভাব না হইলেও কমপক্ষে অবহেলা তো নিশ্চয়ই সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থা যদি এইরূপ পরিবেশে প্রতিপালিত হয় তবে তাহাদের ভবিষ্যৎ কিরূপ হইবে তাহা সহজেই অনুমান করা যায় ।

14/06/2024

'আস্তাগফিরুল্লাহ'।
'হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই'

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sh A Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share