11/07/2025
🌿 জীবনটা কঠিন হতেই পারে, কিন্তু থেমে যাওয়া চলবে না!
আশা কখনো ছাড়বে না, কারণ তুমি জানো—
তোমার প্রতিটা চেষ্টা একদিন ইতিহাস গড়বে।
আজকে যদি কেউ তোমাকে ছোট করে দেখে,
কাল সে-ই তোমার সাফল্যে অবাক হবে।
🔥 নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, কারণ কেউ তোমার হয়ে সেটা বাস্তব করবে না।