Munna K. Farhan

Munna K. Farhan I am a skilled website designer and developer. Build e-commerce and other websites. Set up Facebook Pixel with Conversion API- integration.

Design any type of landing page using Elementor. I work with Shopify, WordPress, and Laravel for clients.

12/08/2025

Developing Your Big Idea Write all your ideas in one paper.

10/08/2025

Every problem is an opportunity.
কারণ নতুনভাবে এটাকে সমাধান করা যায়, নতুন কিছু শিখা যায়!

🧠 Someone is watching your every online activity...  you know ?আপনি ইন্টারনেটে যা করছেন, সব কিছু ট্র্যাক করা হচ্ছে, রেকর...
30/07/2025

🧠 Someone is watching your every online activity... you know ?

আপনি ইন্টারনেটে যা করছেন, সব কিছু ট্র্যাক করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, আর বিশ্লেষণ করা হচ্ছে।

📌 আপনি কোন ছবিতে থেমে যাচ্ছেন, কতক্ষণ ধরে তাকিয়ে থাকছেন — হ্যাঁ, ঠিক সেই সময়টাও তারা জানে।

⏰ গভীর রাতে আপনি কি করছেন, আপনি কি একা, আপনি কি ডিপ্রেশনে আছেন, আপনি কি পুরনো প্রেমিক বা প্রেমিকার ছবি দেখছেন — সব কিছু তারা জানে।

📊 আপনি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, আপনার ব্যক্তিত্ব কেমন, মানসিক দুর্বলতা কী — সবকিছুর উপর তাদের চোখ রয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে...
আপনার জীবন কে চালাচ্ছে — আপনি নাকি অ্যালগরিদম?

📣 সময় এসেছে সচেতন হবার। আপনি কি নিজের তথ্যের মালিক? না কি আপনি কেবল একটা "ডেটা পয়েন্ট"?

#ডেটার_অপব্যবহার #সোশ্যালমিডিয়ার_অন্ধকার

18/07/2025

ভাই তোমার প্রেমের ROI কত ? 🙂

14/07/2025

What is the meaning of life to you now?

“কেউ যদি আপনাকে সুযোগ না দেয়? তাহলে নিজের সুযোগ নিজেই তৈরি করুন!”“People are not giving you any opportunity?Then create ...
11/07/2025

“কেউ যদি আপনাকে সুযোগ না দেয়? তাহলে নিজের সুযোগ নিজেই তৈরি করুন!”

“People are not giving you any opportunity?
Then create your own opportunity. ইনশাআল্লাহ।

আমরা অনেক সময় এমন একটা জিনিস ধরে বসে থাকি যা কেউ আমাদের দিবে না।
কিন্তু সত্যি হলো—আমাদের নিজেদেরই তৈরি করতে হয় সেই সুযোগ, সেই প্ল্যাটফর্ম, সেই ব্র্যান্ড।

No one is coming to save you.
Build your table, craft your seat.
That’s how real entrepreneurs are born.”

💬 আপনি এখন যেটা শুরু করতে চাচ্ছেন, সেটা কী?
কমেন্টে লিখে ফেলুন – সময়কে কাজে লাগানো শুরু হোক আজ থেকেই!

11/07/2025

🔍 ইন্টারনেট ব্রাউজিংয়ে নতুন যুগের সূচনা!
OpenAI নিয়ে আসছে অত্যাধুনিক AI-ব্রাউজার, যা এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে Google Chrome-কে।

"আপনার কী মনে হয়, এই ব্রাউজার কি Google Chrome কে টপকাতে পারবে?"

19/06/2025

🎭 "মাত্র ৫টা টিপস মানলেই আপনি হয়ে যাবেন সফল!"
কি ভাই, এরকম টাইটেল চোখে পড়ে না TikTok-এ?
দেখলেই যেন মনে হয়—এই বুঝি জীবনের সব সমস্যার সমাধান!

কিন্তু একটুখানি ভাবুন তো...
আপনি কি সোশ্যাল মিডিয়ায় যা দেখেন, সবই সত্যি ধরে নেন?

চলেন, একটা বাস্তব ঘটনা শেয়ার করি—

🧠 সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, TikTok-এ মানসিক স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলোর ৫২% তেই ভুল তথ্য দেওয়া হচ্ছে!
হ্যাঁ, ভুল!
যেসব টিপস দেখে আপনি হয়তো সুস্থ হওয়ার আশা করেন, সেগুলোই আপনার মানসিক অবস্থাকে আরও খারাপ করে দিতে পারে।

❌ “৫ দিনে সুখী হোন”, “৭ দিনে দুঃখ ভুলে যান” — এসব শুনতে ভালো লাগলেও বাস্তবে এসবের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে—
আমরা সব সমস্যার শর্টকাট খুঁজি।
অনলাইনে দেখলেই মনে করি, এই বুঝি মিললো সমাধান!
চিকিৎসার বেলায়ও একই!
ইউটিউবে ভিডিও দেখে যেন নিজের অপারেশন পর্যন্ত করে ফেলতে চাই!

📛 কিন্তু সত্যি কথা হলো—
Easy Solution, Early Success, Quick Fix — এগুলোর বেশিরভাগই শুধু দেখায় চকচকে, ভিতরে কিন্তু ফাঁপা!

✅ বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা বা মানসিক সহায়তা গ্রহণ করবেন না।
সোশ্যাল মিডিয়ার কনটেন্ট হোক শিক্ষামূলক, চিকিৎসামূলক নয়।

19/06/2025

🎙️ চ্যাটজিপিটি আর আমার বন্ধুর মধ্যে পার্থক্যটা কোথায়, বলো তো?
আসলে... একটুও নেই!
দুজনেই এমন — পরীক্ষার আগে বড় গলা করে বলে, “টেনশন নিস না ভাই! সব দেখায় দিবো!”
আর পরীক্ষা শুরু হইলেই?

😒 ওমা! হঠাৎ এমন পল্টি খায়, যেন ওর আমারে চিনেই না!
পারলে নিজের খাতার উপর উঠে বসে, তাও একটা লাইন দেখায় না!

পরীক্ষা শেষ, আমি চোখ রাঙাচ্ছি—
ও আবার কই, “ভাই রাগ করিস না, স্যার অনেক কড়া ছিল রে!” 🙄

ঠিক এইরকম অভিজ্ঞতা হইছে আমার চ্যাটজিপিটির সাথেও।

আমি বললাম, ভাই একটু হেল্প দরকার—
ও কই, “চাইলে একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েও দেই!”
আমি তো খুশিতে লাফ—বললাম, “তাইতো! দাও ভাই!”

তারপর?

⏳ ২-৩ ঘণ্টা কাটে,
ঘোরে...
চ্যাটজিপিটি ঘোরায়…
আর শেষে বলে:
“দুঃখিত, আমি সেটা করতে পারছি না।”

😑 তখন একটাই ডায়ালগ মনে পড়ে— "খাবিনা যখন, মাখাইলি ক্যান?"

18/06/2025

WhatsApp নিয়ে আসছে "Username" ফিচার — আর এতে বদলে যেতে পারে যোগাযোগের পুরো ধারা!
এখন থেকে কাউকে WhatsApp-এ খুঁজে পেতে আর মোবাইল নাম্বার লাগবে না।

💡 শুধু তার Username জানলেই হবে — সার্চ দিয়েই তাকে খুঁজে নিয়ে অ্যাড করে নিতে পারবেন নিজের কনটাক্ট লিস্টে।

18/06/2025

🎬 ফেসবুক ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় আপডেট!

Meta অফিসিয়ালি বন্ধ করে দিয়েছে Instream Ads ফিচারটি। অর্থাৎ, এখন থেকে আর আগের মতো ভিডিওর মাঝে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যাবে না।

এখন থেকে সব ভিডিওকেই Reels ফরম্যাটে আপলোড করতে হবে।

এবং আরও বড় ধাক্কা হচ্ছে—
📅 ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে Ads on Reels, Performance Bonus, এমনকি বেশিরভাগ মনিটাইজেশন টুলসও বন্ধ হয়ে যাচ্ছে!

✅ চালু থাকবে শুধু Content Monetization Tools, যা দিয়ে ভবিষ্যতে কনটেন্টের মাধ্যমে ইনকাম করার একমাত্র পথ হয়ে থাকবে।

28/05/2025

blue ocean opportunity — মানে কম প্রতিযোগিতা, বেশি সম্ভাবনা। আপনি যদি সঠিকভাবে niche নির্বাচন করেন, মান বজায় রাখেন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন — তাহলে সাক্সেস সম্ভব।

Address

Madaripur
Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Munna K. Farhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munna K. Farhan:

Share