Raheel Raifs daily drama

Raheel Raifs daily drama We make fun by creating new contents.

29/09/2025

Oder nana Bai oder best friend chilo...
Jotoi dushtami korto kokhonoi birokto hoto na...
Almost 2 months amader Sathe nai...shobai Dua korben Mohammad Saaduddin Ahmed Raheel Mohammad Raifuddin Ahmed Swad er Nana Bhai er Jonno.

29/09/2025

Amar Abbur last thikana ....

29/09/2025
27/09/2025
১ বছর আগে ঠিক এভাবেই আব্বু কে ফোন দিতাম আর আব্বু ফোন ধরা না পর্যন্ত অপেক্ষা করতাম।
27/09/2025

১ বছর আগে ঠিক এভাবেই আব্বু কে ফোন দিতাম আর আব্বু ফোন ধরা না পর্যন্ত অপেক্ষা করতাম।

26/09/2025

২টা বাচ্চাকে নিয়ে যত কথা শুনেছি আমি, আমি কেন শিক্ষিত হয়ে অশিক্ষিত মতো কাজ করেছি।বললাম ভুলে হয়ে গেছে, বলে ভুলে হয়ছে এটার সমাধান আছে, কিন্তু আমার কাছে সমাধান মানে তাকে দুনিয়াতে আনা।কেউ চাইনি ২য়টা আসুক,বড়টার বয়স মাত্র ১বছর হয়ছে ও কারও হাতে খাবেনা,ঘুমাবেনা,গোসল করবেনা,এসব ভেবে খুব ভয়ে ছিলাম,মেয়েটাকে কিভাবে রাখবো,বাবার বাড়ি তো যেতে পারবোনা। ১মটার বেলাতে গিয়েছিলাম ৩৩দিন বাচ্চার বয়স নিয়ে চলে আসি,কারন ভাবির রুমে গেলে ভাবি সেদিন ঘর বাড়ি বালতি বালতি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতো। এটা দেখে বুঝতে বাকি থাকলোনা যে ভাবি চায়না ওখানে থাকি,, ৩৩দিনের বাচ্চা নিয়ে সংসারের হাল ধরি,রান্নার কাজ সহ সংসারের সব কাজ,২য়টার সময় যাওয়া আর হবেনা। ২য়টা পেটে আসলে মা ছাড়া কেও খবর নেয়নি আমি কেমন আছি,কি অবস্থা আমার আমার বড় আপু খোজ নিতো সমসময়। এভাবে যখন ৮মাস হয়ে গেলো তখন মনে হতো সেলাইয়ে টান লাগছে। পেট চির চির করে,কত কস্ট ব্যাথা,আর আমার পেট অনেক বড় হয়,সেই পেট নিয়ে সব কাজ আর এত ছোট বাচ্চা সামলানো। হাসবেন্ড ডিফেন্সে জব করে চাইলে সমসময় সব সিদ্ধান্ত সে নিতে পারেনা। ২য় বাচ্চা হলো ২মাস না হতেই আবার সংসারের কাজ ২ বাচ্চা সামলানো।২য় বাচ্চা পেটে থাকতে একজনের সামনে বলছি গত ২টা ইদ জামাকাপড় পরতে পারিনি,এবারও ২টা ইদে পারবোনা,সে উত্তরে বললো বছর বছর বাচ্চা হওয়ালে পারবা কেমনে?
বুকের ভেতর খুব কস্ট হলো,মানুষের কথার আ%*ঘাত যে এত যন্ত্র%*ণার বলার মতোনা। আমারে অনেকেই কার্তিক মাসের কু%*ত্তা র সাথে তুলনা করেছে,তাও কিছু বলিনি। একদিন বাচ্চার বয়স যখন ৩মাস তখন হাসবেন্ড বললো আমাদের বাসার পারমিশন হয়ে গেছে এখন কিছুতেই আর কস্ট হবে না,ইচ্ছে হলে রান্না করবা না হলে করবা না,হোটেল থেকে কিনে খাবে। বাসায় চলে গেলাম সাড়ে ৩মাসের বাচ্চা আর বড়টাকে নিয়ে৷ এখন একা এক সাথে ৫মাস আর ২বছর ৫মাস ২টা বাচ্চাকে সামলাচ্ছি। রান্না করছি বাকি সব কাজই করছি,কস্ট কম হচ্ছে তা নয়,আসলে কি এখন উঠতে দেরি হলে কেউ বলছে না সারারাত কি করি? সকালে উঠতে দেরি হয়,আসলে পেটে আসা থেকে শুরু করে ৩বছর আমার চোখে ঘুম নেই। আমি কোথায় কি রাখি মনে থাকেনা, কত মাস চলে যায় মাথায় আঁচড়ায় না৷ মাঝেমধ্যে হাসবেন্ড সময় পেলে আঁচড়ে দেয় না হলে ওমনই থাকি। এখন রান্না করতে দেরি হলেও কেও কথা শোনায় না,হাসবেন্ড বলে পরে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে নিও,আমি ক্যান্টিনে খেয়ে নিবো!
আলহামদুলিল্লাহ এখন ভালো আছি!
একদিন এরাই বলবে ২টা একসাথে বড় হয়ে গেলো,ভালো হয়ছে এক কস্টে ২টা বড় হয়ে যাচ্ছে, তাদের হয়তো সেদিন ক্ষমা করতে পারবো,হয়তো পারবোনা,জানিনা কি করবো,কিন্তু আমার সন্তান আমার কলিজা!
আমার যত কস্টই হোক ইনশাআল্লাহ জয় হবেই আমার,এত সহজে হেরে যাবোনা,
আর না হয় ২বছর কস্ট হবে,তারপর তো ওরা বড় হয়ে যাবে,তখন আমি না হয় একদিন ঘুমিয়ে নিবো টানা ৮/১০ ঘন্টা!

Address

Dhaka

Telephone

+8801681026599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raheel Raifs daily drama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share