
13/07/2024
Movie: Maharaja(2024)
Genre: Action/Drama/Thriller
Duration: 2h 21m
IMDb Rating: 8.7/10
Personal Rating: 10/10
Language: Tamil, Hindi
প্রথমেই বলে নিই, এই চলচ্চিত্রটা আপনাকে একটা ট্রমাতে ফেলে দিতে পারে, সুতরাং সেই ট্রমাটা আপনি নিবেন কিনা সে বিষয়ে নিজেকে অন্তত দশবার জিজ্ঞেস করে নিবেন।
আমি অনেককিছুকেই কোনো প্রবাদ বা প্রচলিত কথার সাথে সংযুক্ত করতে পছন্দ করি, সেদিক থেকে "প্রকৃতির প্রতিশোধ" ব্যাপারটাকে আমি এই চলচ্চিত্রটার সাথে যোগ করবো।
পুরো চলচ্চিত্রটাই দাঁড়িয়ে আছে শুধু এই দুটো শব্দের উপরে।
তবে যদি না দেখেন তাহলে বুঝবেন না।
আবার যদি দেখেন তাহলেও হয়তো শেষ অবধি বুঝবেন না, কারণ এটা কোনো লিনিয়ার মেকিং নয়, এটি বানানো হয়েছে নন লিনিয়ার ধরণে।
অনেক রিভিউতেই দেখলাম এটাকে টেনেট, ইনসেপশনের লেভেলে উল্লেখ করতেছে, কিন্তু বাস্তবত এরা আসলে মহা গাধা।
কেনো গাধা সেই তর্কে না যাই, চলচ্চিত্রটাতে আসি।
গল্পটা একজন নাপিতের। আহত অবস্থায় পুলিশ স্টেশনে সে যায় এক অদ্ভুত চুরির জন্যে এফআইআর করতে, তার ভাষ্যে রাতে বাসায় ফিরে আসার পর ডাকাত দল তাকে আহত করে 'লক্ষ্মী'কে নিয়ে যায়।
পুলিশ যখন জিজ্ঞেস করে লক্ষ্মী তোমার মেয়ে না বউ সে জবাব দেয় না ঠিকমতো, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাও পুলিশের বোঝার সাধ্যে কুলায় না। তবে পরে মুঠোফোনে দেখে লোহার তৈরি সাধারণ একটা ডাস্টবিন, এটাই চুরি হয়েছে, যার ভেতরে কিছুই ছিল না।
এই ডাস্টবিন ফেরত পাওয়ার জন্যে নাপিত সাত লাখ টাকা ঘুষ দিতেও রাজি! ইন্টারেস্টিং না?
পাগলের প্রলাপ মনে হচ্ছে না?
কিন্তু হাসিঠাট্টার খুব বেশি দেখা পাওয়া যাবে না। গল্প যত আগাবে ততই মনের উপরে চাপ বাড়তে থাকবে।, কখনও ভাববেন যে "আরেহ, এই হালারে না ঐখানে পিডাইলো!", এভাবে আগ্রহ বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। কারো উপর ঘৃণা হবে, আবার খারাপও লাগবে, আবার গালিও দিবেন।
তবে মুভির শেষ দেখার পর মনে হতে পারে শেষ না দেখলেই বরং ভালো হতো। স্রেফ স্তম্ভিত হয়ে বসে থাকবেন, কিছুটা কমন মনে হলেও আপনি কিন্তু এটা মাথায়ও আনবেন না পুরো সময়জুড়ে।
আপনার মনোজগতে বেশ ভালো প্রভাব ফেলে যাবে এই মুভি।
এই শ্লারা, মানে সাউথ ইন্ডিয়ানরা এত দারুণ কনসেপ্টের সব মুভি বানায় যে তব্দা খেয়ে যাওয়া লাগে। ওদের মাথায় কেমনে আসে এইরকম স্ক্রিনপ্লে আল্লায় জানে। মানে এরা যদি একটা কমন গল্প, ধরেন শাকিব খানের "পাংকু জামাই"ও বানাইতো তাও মনে হয় তব্দা খেয়ে যাওয়া লাগতো।
যাহোক, আমি যদিও একটা ধারণা মনে মনে রাখছিলাম, টুইস্টিং আইডিয়া কিছু কিছু আমার বা আমার টিমের কয়েকজনের মাথায় সেইরকম ঘোরে সবসময়ই, সেই অভিজ্ঞতা থেকে মুভির অর্ধেক থেকেই দু তিনটে টুইস্ট কীভাবে আসতে পারে তার একটা ধারণা করেছিলাম, এবং হ্যাঁ, দুটোই মিলে গেছে, তবে ফাইনাল টুইস্টটা ধরতে বেশিই সময় লেগে গেছিলো।
বিজয় সেথুপতি যে কারিশমা দেখাইছে, ভাইরে ভাই!! পুরাই আগুন।
আপাতত আর না লিখি, এখন গুছিয়ে লিখতে পারবো না, পারিওনি, কারণ মাত্রই শেষ করলাম।
নিঃসন্দেহে মাস্ট ওয়াচ একটা চলচ্চিত্র, আশা করি সম্ভব হলে দেখে নিবেন।