Shruti

Shruti Born:16 August

26/07/2025

কিছু সময় সিমা কে না দেখলে আমার ভালো লাগে না।

১৪ হাজার কোটি টাকার মালিক হয়েও—একটি মৌমাছির কাছে হার মানলেন তিনি...সঞ্জয় কাপুর।একজন শিল্পপতি। একজন স্বপ্ন নির্মাতা।কারিশ...
28/06/2025

১৪ হাজার কোটি টাকার মালিক হয়েও—একটি মৌমাছির কাছে হার মানলেন তিনি...

সঞ্জয় কাপুর।
একজন শিল্পপতি। একজন স্বপ্ন নির্মাতা।
কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী—বলা হয়, তার জীবন ছিল আলোর নিচে আর আড়ালের ভিতর বহু প্রশ্নের গন্তব্য।

বয়স ছিল মাত্র ৫৩ ,যখন মানুষ খানিকটা থামে, পেছনে তাকায়, সামনের পথটা আরেকবার সাজিয়ে নিতে চায়।

পলো খেলছিলেন—এমন একটি খেলা, যেটা শুধু খেলা নয়, বরং একটা মানচিত্র, যেখানে কিছু মানুষ নিজেকে শক্তিশালী বলে ভাবতে ভালোবাসে।
হঠাৎই একটা মৌমাছি উড়ে এলো।
চোখের পলক ফেলার আগেই ঢুকে গেল তাঁর গলার ভিতর।

তিনি থেমে গেলেন।
শেষ কথা শুধু এটুকু—"আমার গলায় একটা পোকা ঢুকে গেছে…"
তারপর ধীরে ধীরে শুরু হলো শ্বাসকষ্ট।
চারপাশে মানুষ দৌড়াচ্ছে, চিকিৎসা চলছে,
কিন্তু সময় আর থেমে থাকলো না।

সব ছিল তাঁর চারপাশে—
অগাধ সম্পদ, প্রাইভেট জেট, বিলাসবহুল হাসপাতালের এক্সেস, সেরা চিকিৎসক, সর্বোচ্চ প্রযুক্তি।
কিন্তু কোথাও কেউ তাকে আর ফিরিয়ে আনতে পারলো না। একটা মৌমাছি দেখিয়ে দিল—নানুষ কতটা অসহায়, ক্ষুদ্র আর নির্ভরশীল,

কারণ, জীবন কখনও টাকার অঙ্কে চলে না।

একটি মৌমাছির জন্য থেমে গেল একটি প্রভাবশালী জীবনের সমস্ত গল্প।

আমরা ভাবি, টাকা থাকলেই বুঝি সব সম্ভব।
শান্তি কেনা যাবে, সুস্থতা নিশ্চিত করা যাবে, সময়কে আটকে রাখা যাবে।

কিন্তু বাস্তবতা অন্যরকম।

জীবন আসলে খুব সূক্ষ্ম, খুব ভঙ্গুর।

জীবনটা আসলেই কতটা অনিশ্চিত।

আজ যদি আমাদের চারপাশে ভালোবাসার মানুষগুলো থাকে, সুস্থ শরীর থাকে, কিছুটা সময় থাকে—
তবে সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় অর্জন।

কারণ, জীবনের শেষ মুহূর্তে কেউই আর নিজের ব্যাংক ব্যালান্সের কথা ভাবে না।

সেখানে শুধু থাকে—একটি নিঃশ্বাসের অপেক্ষা।


04/06/2025

যার পরিবারের সাপোর্ট করার, কেউ থাকেনা।
সেই বুঝে, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন, 🥰🫣

26/12/2024

jomuna future park a guraguri

23/12/2024

অনেক ধান আমাদের

12/12/2024
12/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🥰
22/11/2024

🥰

👧❤️
19/11/2024

👧❤️

09/11/2024

আজ আমার মা চলে গেলো গ্রামের বাড়ি 🤲

এই ছোট একটা পাখি….খাচা ছেড়ে উড়াল দিবে,,, বন্ধ হবে আখি ,,🫶😜❤️
31/10/2024

এই ছোট একটা পাখি….খাচা ছেড়ে উড়াল দিবে,,, বন্ধ হবে আখি ,,🫶😜❤️

My family 🫶🤲❤️
30/10/2024

My family 🫶🤲❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shruti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share