Rizvi's Daily Dose

Rizvi's Daily Dose লেখালেখির প্রেকটিস চলে — সবই কাল্পনিক!

08/06/2025

আজ ঝুম বৃষ্টি…
নিজেকে ধুইতে ইচ্ছে হচ্ছে!

কালো আকাশটার পবিত্র এই পরিষ্কার পানিতে কয়ঘণ্টা ধরে নিজেকে ধুইলে পরিশুদ্ধ হওয়া যাবে??

পাপ মুছে যাবে??

ভুল মানুষে জড়ানোর পাপটা কি আদো মুছা যায়? গেলে কিভাবে যায়?

07/06/2025

আপনার লাইফে একটা মাত্র খারাপ মানুষ আসলে আপনি শেষ!

সাবধান!

06/06/2025

'কোথাও যোগাযোগ কমে গেলে–
অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে'।
সুতরাং কেউ আপনার সঙ্গ ত্যাগ করেছে মানে
অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে।

সূর্যের উদয় অস্ত মানেই শুরু আর শেষ না।
কোথাও সূর্য ডুবে যাওয়া মানে–
অন্য কোথাও তুমুল আলোর সকাল।

কিছু কিছু মানুষ আমাদের জীবনে
মন খারাপের রাত্রি নামিয়ে দিয়ে অন্য কোথাও
আলো ঝলমলে সকালের আয়োজন করে।
আমাদের সেই রাত আর ফুরায় না

সালমান হাবীব ( বইটি কার জানা নেই)

05/06/2025

😅

At least personal life from now on…
05/06/2025

At least personal life from now on…

Reminder:
“If blocking, muting, unfriending, and unfollowing the person will help you, then do it. Doing it doesn't automatically mean you hate the person. It's called self-preservation.”

04/06/2025

আজ সারাদিন বৃষ্টি হচ্ছে— অন্ধকার নেমে আসা বৃষ্টি, যেন আকাশের সমস্ত বিষাদ মাটিতে ঝরে পড়ছে।

শরীর খারাপের জন্য গত ছয় মাসে এই প্রথম ছুটি নিতে হলো, আর প্রকৃতি যেন আমারই অলিখিত বেদনাকে ভাষা দিচ্ছে।

খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে, ঠিক সেদিনের মতো— কিন্তু আবারও প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে আজও ভিজতে পারতেছি না!

তবে এবার আমাকে ভিজতেই হবে।

ভেজা কাপড়ের ভার, চুলের ডগা থেকে ঝরে পড়া ফোঁটাগুলি, আর সেই ভেজা ঘামের গন্ধ— সবকিছুকেই ভালোবাসতে হবে।

❤️
03/06/2025

❤️

Adresse

Munich

Telefon

+491785150097

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Rizvi's Daily Dose erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Rizvi's Daily Dose senden:

Teilen