Raihana Mahbub

  • Home
  • Raihana Mahbub

Raihana Mahbub Assalamu Alaikum, I am a professional Digital Marketer. I believe in intelligence and positivity �

10/06/2025

আপনি ভিতরে ভিতরে 'অহংকারী' কিনা তা বুঝার জন্য কিছু জিনিস খেয়াল রাখবেন :

১. আপনার মনে হয় অধিকাংশ মানুষই কম বুদ্ধির আর আপনি অন্যদের চাইতে স্মার্ট। এটা আপনি মুখে বলেন না, কিন্তু মনে মনে ফিল করেন। আপনি আপনার লেখা এবং কথায় অন্যদের প্রায়ই ছোট করে কথা বলেন। যেমন আপনি নিজে বাংলাদেশী, কিন্তু মনে করেন সব বাংলাদেশী মূর্খ।

২. আপনার মানুষের ভুল ধরিয়ে দেওয়ার একটা অভ্যাস আছে। সব জায়গায় আপনি মানুষের ভুল খুঁজেন। ‌ যেখানে ভুল খুজেটা অপ্রয়োজনীয়, সেখানেও আপনি ভুল খুঁজবেন।

৩. কোন একটা জিনিস একবারের চাইতে বেশি বুঝানোর দরকার হলে আপনি বিরক্ত হয়ে যান। আপনি ভাবতে থাকেন - সে এত কম বুদ্ধির কেন যে এত সহজ জিনিস বুঝতেছেনা ? আপনি ধৈর্য হারিয়ে ফেলেন ও তাকে নিজের সমকক্ষ মনে করেন না।

৪. আপনি জোর করে মানুষকে এডভাইস দেন। আপনার কাছে এডভান্স চায়নি, কিন্তু যেহেতু আপনি মনে করেন যে আপনি সবার চেয়ে ভালো জানেন, ভাই আপনাকে এডভাইস দিতেই হবে।

৫. আপনি অন্যের নেয়া সিদ্ধান্তকে খাটো করে দেখেন। তার ক্যারিয়ার চয়েস, সে কোন গাড়ি কিনবে, কোথায় থাকবেন - সবকিছুকেই আপনি খুব লজিক্যালি দেখতে চান এবং আপনার ধারণা অনুযায়ী লজিক না মিললে অন্যদের ডিসিশনকে হেয় করে দেখেন।

https://youtu.be/43PzrBrdefU?si=2byDPJYBWBVved5S
09/06/2025

https://youtu.be/43PzrBrdefU?si=2byDPJYBWBVved5S

Fun grill time with family & enjoyed yummyyyy delicious grilled chicken!!!✅ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু....কমেন্ট করে জানাবেন...

সাইবেরিয়ার বরফের নিচ থেকে এক বিস্ময়কর আবিষ্কারে বিজ্ঞানীরা হতবাক! ৪২,০০০ বছরের পুরনো এক প্রাগৈতিহাসিক ঘোড়ার বাচ্চা, যাকে...
05/06/2025

সাইবেরিয়ার বরফের নিচ থেকে এক বিস্ময়কর আবিষ্কারে বিজ্ঞানীরা হতবাক! ৪২,০০০ বছরের পুরনো এক প্রাগৈতিহাসিক ঘোড়ার বাচ্চা, যাকে 'লেনা হর্স' নামে ডাকা হচ্ছে, প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু যা একে সত্যিই ব্যতিক্রমী করে তোলে, তা হলো শাবকটির দেহে এখনো তরল রক্ত ও মূত্র পাওয়া গেছে!

বরফে জমাটবাঁধা অঞ্চল, অর্থাৎ পারমাফ্রস্ট, হাজার হাজার বছর ধরে শাবকটির দেহকে এমনভাবে সংরক্ষণ করেছে যে পচন ধরার সুযোগই হয়নি। এই ছোট্ট ঘোড়াটি বরফ যুগে বেঁচে ছিল, একসময়ে পৃথিবীর তীব্র শীতল ও রুক্ষ আবহাওয়ার সঙ্গে অভিযোজিত জীবনের প্রতিনিধি ছিল সে।

এই আবিষ্কারের সবচেয়ে রোমাঞ্চকর দিক হলো- সংরক্ষিত রক্ত থেকে ডিএনএ বিশ্লেষণের সম্ভাবনা। বিজ্ঞানীরা আশা করছেন, এ থেকে ভবিষ্যতে এই প্রজাতির ঘোড়া অথবা কাছাকাছি কোনো বিলুপ্ত প্রাণীকে ক্লোন করে ফিরিয়ে আনার পথ খুলে যেতে পারে।

সংগৃহিত

Address


Alerts

Be the first to know and let us send you an email when Raihana Mahbub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raihana Mahbub:

  • Want your business to be the top-listed Media Company?

Share