Raihana Mahbub

  • Home
  • Raihana Mahbub

Raihana Mahbub Assalamu Alaikum, I am a professional Digital Marketer. I believe in intelligence and positivity �

10/06/2025

আপনি ভিতরে ভিতরে 'অহংকারী' কিনা তা বুঝার জন্য কিছু জিনিস খেয়াল রাখবেন :

১. আপনার মনে হয় অধিকাংশ মানুষই কম বুদ্ধির আর আপনি অন্যদের চাইতে স্মার্ট। এটা আপনি মুখে বলেন না, কিন্তু মনে মনে ফিল করেন। আপনি আপনার লেখা এবং কথায় অন্যদের প্রায়ই ছোট করে কথা বলেন। যেমন আপনি নিজে বাংলাদেশী, কিন্তু মনে করেন সব বাংলাদেশী মূর্খ।

২. আপনার মানুষের ভুল ধরিয়ে দেওয়ার একটা অভ্যাস আছে। সব জায়গায় আপনি মানুষের ভুল খুঁজেন। ‌ যেখানে ভুল খুজেটা অপ্রয়োজনীয়, সেখানেও আপনি ভুল খুঁজবেন।

৩. কোন একটা জিনিস একবারের চাইতে বেশি বুঝানোর দরকার হলে আপনি বিরক্ত হয়ে যান। আপনি ভাবতে থাকেন - সে এত কম বুদ্ধির কেন যে এত সহজ জিনিস বুঝতেছেনা ? আপনি ধৈর্য হারিয়ে ফেলেন ও তাকে নিজের সমকক্ষ মনে করেন না।

৪. আপনি জোর করে মানুষকে এডভাইস দেন। আপনার কাছে এডভান্স চায়নি, কিন্তু যেহেতু আপনি মনে করেন যে আপনি সবার চেয়ে ভালো জানেন, ভাই আপনাকে এডভাইস দিতেই হবে।

৫. আপনি অন্যের নেয়া সিদ্ধান্তকে খাটো করে দেখেন। তার ক্যারিয়ার চয়েস, সে কোন গাড়ি কিনবে, কোথায় থাকবেন - সবকিছুকেই আপনি খুব লজিক্যালি দেখতে চান এবং আপনার ধারণা অনুযায়ী লজিক না মিললে অন্যদের ডিসিশনকে হেয় করে দেখেন।

https://youtu.be/43PzrBrdefU?si=2byDPJYBWBVved5S
09/06/2025

https://youtu.be/43PzrBrdefU?si=2byDPJYBWBVved5S

Fun grill time with family & enjoyed yummyyyy delicious grilled chicken!!!✅ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু....কমেন্ট করে জানাবেন...

সাইবেরিয়ার বরফের নিচ থেকে এক বিস্ময়কর আবিষ্কারে বিজ্ঞানীরা হতবাক! ৪২,০০০ বছরের পুরনো এক প্রাগৈতিহাসিক ঘোড়ার বাচ্চা, যাকে...
05/06/2025

সাইবেরিয়ার বরফের নিচ থেকে এক বিস্ময়কর আবিষ্কারে বিজ্ঞানীরা হতবাক! ৪২,০০০ বছরের পুরনো এক প্রাগৈতিহাসিক ঘোড়ার বাচ্চা, যাকে 'লেনা হর্স' নামে ডাকা হচ্ছে, প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু যা একে সত্যিই ব্যতিক্রমী করে তোলে, তা হলো শাবকটির দেহে এখনো তরল রক্ত ও মূত্র পাওয়া গেছে!

বরফে জমাটবাঁধা অঞ্চল, অর্থাৎ পারমাফ্রস্ট, হাজার হাজার বছর ধরে শাবকটির দেহকে এমনভাবে সংরক্ষণ করেছে যে পচন ধরার সুযোগই হয়নি। এই ছোট্ট ঘোড়াটি বরফ যুগে বেঁচে ছিল, একসময়ে পৃথিবীর তীব্র শীতল ও রুক্ষ আবহাওয়ার সঙ্গে অভিযোজিত জীবনের প্রতিনিধি ছিল সে।

এই আবিষ্কারের সবচেয়ে রোমাঞ্চকর দিক হলো- সংরক্ষিত রক্ত থেকে ডিএনএ বিশ্লেষণের সম্ভাবনা। বিজ্ঞানীরা আশা করছেন, এ থেকে ভবিষ্যতে এই প্রজাতির ঘোড়া অথবা কাছাকাছি কোনো বিলুপ্ত প্রাণীকে ক্লোন করে ফিরিয়ে আনার পথ খুলে যেতে পারে।

সংগৃহিত

       #কোটাসংস্কারচাই    #কোটাসংস্কারআন্দলন
18/07/2024




#কোটাসংস্কারচাই

#কোটাসংস্কারআন্দলন








Not only real faces but also different types of faces and attitudes
12/06/2024

Not only real faces but also different types of faces and attitudes

ডেভিড ল্যাটিমার এই গাছটি বোতলের ভেতরে লাগিয়েছিলেন ১৯৬০ সালে এবং গত ৪৭ বছর ধরে এর ছিপি কখনোই খোলা হয়নি।ফলে এই দীর্ঘ সময়ে ...
16/03/2024

ডেভিড ল্যাটিমার এই গাছটি বোতলের ভেতরে লাগিয়েছিলেন ১৯৬০ সালে এবং গত ৪৭ বছর ধরে এর ছিপি কখনোই খোলা হয়নি।

ফলে এই দীর্ঘ সময়ে এই বোতলের ভিতরে গড়ে উঠেছে একটি বাস্তুসংস্থান যা নিজেই নিজেকে রক্ষা করে চলেছে দীর্ঘ সময় ধরে। এই বোতলে বাইরে থেকে কোনো কিছুর আদান-প্রদান হয় না। গাছটি অক্সিজেন উৎপন্ন করে এবং মাটিস্থঃ হিউমাস থেকে পুষ্টি গ্রহণ করে।

গাছের ঝরে যাওয়া পাতা ও অন্যান্য অংশ মাটিতে পড়ে ব্যাক্টেরিয়ার মাধ্যমে পুনরায় সরল উপাদানে পরিণত হয় এবং এর ফলে জৈব বস্তু ভেঙ্গে গিয়ে কার্বন-ডাইঅক্সাইডও বায়ুতে আসে। প্রস্বেদন প্রক্রিয়ায় উৎপন্ন বাষ্প ঘনীভূত হয়ে মাটিতে জমা হয় এবং মূলের মাধ্যমে পুনরায় গাছ শোষন করে। ফলে একটি পানি চক্রও তৈরি হয়। গাছের প্রয়োজনীয় যাবতীয় উপদান গাছ আর মাটি হতেই রিসাইকেল হয় বলে এতে বাইরে থেকে কিছুই সরবরাহ করতে হয় না। মূলত এখানে আলোক সংশ্লেষণের মাধ্যমে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

তবে একেবারে শুরুতেই বোতলের গাছটিকে সিল করে দেওয়া হয় নি। স্পাইডার ওর্টের চারটি বীজ লাগানো হয় বোতলে। এর মধ্যে একটি গাছ টিকে থাকে। একযুগ পরিচর্যার পর বোতলটিকে স্থায়ীভাবে সিল করে দেওয়া হয় এর এর পর থেকে বিগত ৪৭ বছর এটি বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। (সংগৃহীত)

🔰 কাউকে আপনার ভালো নাই লাগতে পারে সেক্ষেত্রে দূরের কেউ হয়ে থাকলে সে, দূরত্ব বজায় রাখুন। আর রক্তের সম্পর্কের কেউ হলে যতটু...
06/03/2024

🔰 কাউকে আপনার ভালো নাই লাগতে পারে সেক্ষেত্রে দূরের কেউ হয়ে থাকলে সে, দূরত্ব বজায় রাখুন। আর রক্তের সম্পর্কের কেউ হলে যতটুকু সম্পর্ক না রাখলে আত্নীয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় ততটুকু রাখুন, কিন্তু কাউকে ভাল লাগেনা/ভাল লাগছেনা বলে যা তা ২-৪ টি কথা শুনিয়ে নিজেকে খুব বড় ভাবছেন❓ অথবা ভাবছেন আপনি জিতে গেছেন ওই মানুষটিকে ছোট করতে পেরে❓❓

👉 তাহলে আপনি এখনো বিভ্রমে আছেন! আপনি যাকে আঘাত করেছেন আপনার কথার মাধ্যমে তার অবশ্যই খারাপ লেগেছে, চিৎকার করে হয়তো কেঁদেছে সে নিরবে হয়তো আপনাকে আপনার মতো মুখের উপর কিছু বলে ফেলেনি ধৈর্য্য ধারণ করেছে, ভাবতে পারছেন ব্যাপারটা কত গভীর❓❓

🔰আপনি হয়তো ২-৪ টি কথা শুনিয়ে দিয়ে মনের জ্বালা মিটালেন। কিন্তু যাকে এতোগুলা কথা শুনিয়েছেন ভাবছেন সে তো কিছু বললো না প্রতিবাদ ও করেনি তার মানে সে হার মেনেছে❓❓

👉 আপনি তাহলে এখনো বোকার স্বর্গে বসবাস করছেন❗ নিজেকে শুধরানো সময় এখুনিই...কাউকে ভাল না লাগলে এড়িয়ে চলুন, নিজেও ভাল থাকুন অন্যকেও ভাল রাখুন।

🛑 প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না, আপনি যেমনটা ব্যবহার/কথার মাধ্যমে ওই মানুষটিকে কষ্ট দিয়েছেন, তেমনটিই ব্যবহার/কথা অন্য কারো কাছ থেকে পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান।

🔰 Reminder: Nature has its own way of taking revenge🔰

🐢 কচ্ছপ আর 🐇খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এ...
01/03/2024

🐢 কচ্ছপ আর 🐇খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে❓যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন: ⬇️⬇️⬇️

🔰🔰১ম অংশ:

এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰🔰২য় অংশ:

হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰🔰৩য় অংশ:

কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰🔰চতুর্থ অংশ:

এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন ✅✅

🌹আমাদের অনেকেরই জীবনমূখী শিক্ষা হয়ে উঠতে পারে এই গল্প🌹

সময় ফুড়িয়ে যাচ্ছে, সময়কে কাজে লাগিয়ে কিছু করবার সুযোগ এখুনিই!অবসর সময় কিভাবে কাঁটাচ্ছেন❓ অযথা নষ্ট করে❓ ফ্রিল্যান্সিং শি...
20/02/2024

সময় ফুড়িয়ে যাচ্ছে, সময়কে কাজে লাগিয়ে কিছু করবার সুযোগ এখুনিই!

অবসর সময় কিভাবে কাঁটাচ্ছেন❓ অযথা নষ্ট করে❓

ফ্রিল্যান্সিং শিখুন, জানুন এবং অবসর সময়ে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হয়ে উঠুন। প্রতিযোগিতার এই জগতে আপনারও সুযোগ আছে নিজেকে তুলে ধরার।

ফ্রিল্যান্সিং কি❓❓❓

✔️ ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Raihana Mahbub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raihana Mahbub:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share