10/06/2025
আপনি ভিতরে ভিতরে 'অহংকারী' কিনা তা বুঝার জন্য কিছু জিনিস খেয়াল রাখবেন :
১. আপনার মনে হয় অধিকাংশ মানুষই কম বুদ্ধির আর আপনি অন্যদের চাইতে স্মার্ট। এটা আপনি মুখে বলেন না, কিন্তু মনে মনে ফিল করেন। আপনি আপনার লেখা এবং কথায় অন্যদের প্রায়ই ছোট করে কথা বলেন। যেমন আপনি নিজে বাংলাদেশী, কিন্তু মনে করেন সব বাংলাদেশী মূর্খ।
২. আপনার মানুষের ভুল ধরিয়ে দেওয়ার একটা অভ্যাস আছে। সব জায়গায় আপনি মানুষের ভুল খুঁজেন। যেখানে ভুল খুজেটা অপ্রয়োজনীয়, সেখানেও আপনি ভুল খুঁজবেন।
৩. কোন একটা জিনিস একবারের চাইতে বেশি বুঝানোর দরকার হলে আপনি বিরক্ত হয়ে যান। আপনি ভাবতে থাকেন - সে এত কম বুদ্ধির কেন যে এত সহজ জিনিস বুঝতেছেনা ? আপনি ধৈর্য হারিয়ে ফেলেন ও তাকে নিজের সমকক্ষ মনে করেন না।
৪. আপনি জোর করে মানুষকে এডভাইস দেন। আপনার কাছে এডভান্স চায়নি, কিন্তু যেহেতু আপনি মনে করেন যে আপনি সবার চেয়ে ভালো জানেন, ভাই আপনাকে এডভাইস দিতেই হবে।
৫. আপনি অন্যের নেয়া সিদ্ধান্তকে খাটো করে দেখেন। তার ক্যারিয়ার চয়েস, সে কোন গাড়ি কিনবে, কোথায় থাকবেন - সবকিছুকেই আপনি খুব লজিক্যালি দেখতে চান এবং আপনার ধারণা অনুযায়ী লজিক না মিললে অন্যদের ডিসিশনকে হেয় করে দেখেন।