SM WAZ TUNE

SM WAZ TUNE সুবহানাল্লাহ- আলহামদুলিল্লাহ -লা ইলাহা ইল্লাললাহু- আল্লাহু

05/11/2024

ইসলামে ৮ টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে—

১. নিজের ব্যক্তিগত গুনাহ সমূহ।
২. অন্যের গুনাহ ও দোষত্রুটি।
৩. খারাপ স্বপ্ন।
৪. স্বামী-স্ত্রী একে অপরের দোষত্রুটি।
৬. বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়।
৬. বিশ্বস্ত কথোপকথন।
৭. আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ।
৮. উত্তম রিজিক, সম্পদ, সুস্বাস্থ্য ইত্যাদি।

(কেননা, বদ নজর সত্য)
Cp

30/10/2024

ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করুন 🤲🥺

26/10/2024

♦️ছ্বলাতুল দুহা /চাশতের নামায♦️

🍀🏵️🍀তাহাজ্জুদের পরে দ্বিতীয় ফজিলতপূর্ন‼️
নামায হলো ছ্বলাতুল দুহা/চাশতের নামায ‼️
হাজারে একজন পড়ে কিনা খুজে পাওয়া মুশকিল ,আপনি যদি হাজারের মধ্যে একজন হন তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে কেমন হবে, একবার কি ভেবে দেখেছেন,,

ফজিলতঃ⛔এই নামাযের মাধ্যমে শরীরের ৩৬০ জোড়া সাদাকা আদায় হয় এবং সমুদ্রের ফেনা পরিমান গুনা সমূহ মাফ হয়।জান্নাতে একটি বালা খানা তৈরি হবে।

♦️(২+২)=৪ রাকাত,যেকোন সুরা দিয়ে পড়া যাবে!! 🎀সহিহ বুখারী ১/৩৯৫, ১১২৪,২/৬৯৪, ১৮৮০♦️

( বাংলাদেশ সময় শুরু ৯:০৩....১১.৪৪ পর্যন্ত। স্থান ভেদে সময় পরিবর্তন হতে পারে মিনিট)
Cp

19/10/2024

*দোয়া করার নিয়ম:

১. ✅প্রথমে আল্লাহর প্রশংসা করবেন:
সুরা:ফাতিহা পড়ে, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে প্রশংসা করবেন।
তিরমিজি,হাদিস নং- ৩৪৭৬

২.✅তারপর দরুদ পড়বেন;
দরুদ পড়া মানে নবী কারিম (স:) ও উনার পরিবারের জন্য জন্য দোয়া।
তিরমিজি, হাদিস নং-৩৪৭৭

এখন দোয়া শুরুঃ

৩. ✅ নিজের জন্য, মাতাপিতার জন্য ও সকল মুসলমানের জন্য একটি দোয়া পাঠ করবেন:
যেমন :رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا*

উচ্চারণ: রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান। দাখালা বাইতিয়া, মু-মিনান ওয়ালিল মু-মিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিজ্জোয়ালিমিনা ইল্লা তাবারান।
সুরা নুহ: 71:28

অর্থ: হে রব, আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।)

৪.এরপর বাহ্যিক দোয়া পড়া।
ইবনে হিব্বান-৭৬৮
যেমন: ইসমে আযম,সুরা বাকারার শেষ দুই আয়াত,দোয়া ইউনুছ ইত্যাদি দোয়াগুলো পড়বেন।

৫. ✅এবার মোনাজাতে আপনার সমস্যা বা রোগীর বা অন্যের সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন।

৬.✅ দোয়ার শেষে আবার দরুদ পড়বেন।
প্রত্যেক দুয়া ঝুলে থাকে যতক্ষণ না দরুদ পাঠ করা হয়।
তাবারানি, হাদিস নং: ১/২১

✳ কেউ যেন না বলে, হে আল্লাহ! আপনার ইচ্ছে হলে আমাকে দয়া করুন বা ইচ্ছে হলে আমাকে দিন। বরং দৃঢ় আশা নিয়ে দু‘আ করতে হবে।
(বুখারী, মুসলিম-৬৩৩৮)

✳ তাড়া হুড়া করে দুয়া চাওয়া যাবে না।
তিরমিজী-৪৩২১

✳ দুয়া চাইবেন গোপনে, নীরবে, ভিত বিহবল চিত্তে অনুচ্চস্বরে।
(আরাফ-৫৫, মরিয়ম-৩)

এভাবে দোয়া চাওয়া হচ্ছে সুন্নতি তরীকা।

🛐 দোয়া যে কোন সময় করতে পারেন তবেঃ

🔘আযান ও একামতের মধ্যবর্তী সময়ে,
🔘যাওয়াল,ইশরাক,চাশত ইত্যাদি নামাযের সময়ে,
🔘ফরয নামাজের পরে,
🔘তাহাজ্জুদের সময়
🔘 বৃষ্টির সময় ও
নামাজের সিজদার সময়।

*নোটঃ সম্ভব হলে কিছু সদাকা/দান খয়রাত করে ২ রাকাত নামাজ পড়ে তওবা করে উপরোক্ত নিয়মে দুয়া করবেন।
Cp

13/10/2024

✅ছোটো কিন্তু অনেক ওজনদার কিছু আমল…

▪️প্রতিদিন কুরআন কারীম থেকে দশটি আয়াত পড়া।
তাহলে আমলনামায় কিন্তার পরিমান সাওয়াব লিখা হবে।
কিন্তার হল পৃথিবী ও তার মধ্যস্থ সকল কিছুর চেয়েও শ্রেষ্ঠ।
(সহিহ তারগিব ৬৩৮)

▪️বেশি বেশি "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি" জিকির করা।
একবার "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি" পাঠ করা হলো আল্লাহর রাস্তায় পাহাড় পরিমান স্বর্ণ দান করার চেয়েও উত্তম। (সহীহ আত তারগীব ১৫৪১, তাবারানি ফিল কাবির ৭৭৯৫)

▪️উম্মু হানি (র.) রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলেন, “ইয়া রসূলুল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো।

তিনি বলেনঃ "তুমি ১০০ বার "সুব'হানআল্লাহ" বলবে তাহলে ১০০টি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।

তুমি ১০০ বার "আলহামদুলিল্লাহ" বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব পাবে।

তুমি ১০০ বার "আল্লাহু আকবার" বলবে, তাহলে ১০০টি মাকবুল উট কুরবানির সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।

তুমি ১০০ বার "লা-ইলাহা ইল্লাহ" বলবে, তাহলে তোমার সাওয়াবে আসমান ও জমীন পূর্ণ হয়ে যাবে (এবং তোমার কোন পাপই বাকি থাকবেনা)।”

[মুসনাদে আহমাদ ৬/৩৪৪]
Collect

12/10/2024

সূরা কাহাফ প্রথম দশ আয়াত। Surah Al kahaf 1-10 ayat salim bahanan. Verses Salim bahanan

08/09/2024

اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ

আল্ল-হুম্মাকফিনীহিম বিমা শি’তা

অর্থঃ হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন ।

মুসলিম ৪/২৩০০, নং ৩০০৫।

অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশু...
23/08/2024

অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে

পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবার সহ সকল কিছু রাখা ছিল

খারাতাইয়া, বুড়িচং থেকে...
©
😭😭😭

23/08/2024

নৌকায় একটা লাশ দেখলাম।
যেটা নিয়ে চকের পর চক ভেসে বেড়াচ্ছে যদি কোথাও একটু মাটি মিলে!

অন্তঃসত্ত্বা এক বোনকে দেখলাম।
বাঁচার আকুতি নিয়ে নৌকায় উঠার আর্জি জানাচ্ছে।

এক বৃদ্ধাকে দেখলাম।
যাকে পিঠে নিয়ে কমবয়সী ছেলেটা মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে।

ভাসতে থাকা এক ছোট্ট শিশুকে দেখলাম।
যাকে তড়িঘড়ি করে পানি থেকে তুলে পেট ঠেসে জীবন ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

এতসব ভয়াবহ খবরের মধ্যে দুই চারটা স্বস্তির খবরেও চোখ ভিজে যাচ্ছে।

১. স্টুডেন্টদের পক্ষ থেকে ৫০ টি বোট ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সন্ধ্যা নাগাদ আরও ২০০ বোট যাবে ইনশাআল্লাহ।

২. বিকাশের সকল কর্মীরা তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে। টাকার অংকে যেটা বিশাল আলহামদুলিল্লাহ।

৩. উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট ফ্রী রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

৪. যেই ছেলে দশ টাকা দিয়ে সিগারেট কিনে খায় না সে-ও একের পর এক রিচার্জ দিয়ে যাচ্ছে।

৫. আজ সারাদিন টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলবে। শুকনা খাবার (মুড়ি, চিড়া, বিস্কিট) বা অন্যান্য জরুরি জিনিস সংগ্রহ করা হচ্ছে।

৬. সারাদেশ থেকে একাধিক ফাউন্ডেশন একযোগে কাজ করছে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘As Sunnah Foundation’ অন্যতম।

৭. ব্যক্তিগত উদ্যোগে অনেক ভাই একাই নোয়াখালী, ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

এমন একটা দেশই তো চেয়েছিলাম। যেখানে বিপদে আমরা সবাই এক। যেখানে বিপদের মধ্যে রাজনীতি নাই। স্বার্থ হাসিল নাই। আছে কেবলই এক ভাই হয়ে আরেক ভাইকে বাঁচানোর তাড়না। আছে কেবলই এক বোন হয়ে আরেক বোনকে রক্ষার তাড়না।

আমরা হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে শতাব্দী শ্রেষ্ঠ স্বৈরাচার তাড়িয়েছি, এই দূর্যোগও আমরা সম্মিলিতভাবে কাটিয়ে উঠবো, ইন শা আল্লাহ।
ইয়া রহমান বন্যাকবলিতদের আপনার রহমতের হাত বাড়িয়ে দিন 🤲😭
Copy

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM WAZ TUNE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share