Beauty's Lifestyle

Beauty's Lifestyle Allah is the best planner �
(32)

 #দিনাজপুর  #রামসাগর দীঘি নিয়ে কিছু কথা :  #রাজা প্রাণনাথের শাসনামলে একবার দেশ জুড়ে দীর্ঘসময়ে অনাবৃষ্টি আর খরা করা দেখ...
30/07/2025

#দিনাজপুর #রামসাগর দীঘি নিয়ে কিছু কথা :

#রাজা প্রাণনাথের শাসনামলে একবার দেশ জুড়ে দীর্ঘসময়ে অনাবৃষ্টি আর খরা করা দেখা দেয়। খাদ্য ও পানির অভাবে ভোগে মানুষ। রাজা সিদ্ধান্ত নেন একটি দিঘী খনন করবেন। মাত্র ১৫ দিনের মাথায় হাজার হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করে বিশালাকার একটি দিঘী খনন করলেন। কিন্তু দীঘিতে পানির দেখা পাওয়া গেল না।
#পরদিন রাজা স্বপ্নে অদৃষ্ট হলেন, তার একমাত্র ছেলে রামনাথকে সেই দীঘির মাঝখানে বলি দিলেই দীঘিতে পানি উঠবে। রাজা ছেলেকে জানালেন স্বপ্নের কথা। প্রজাদের কষ্টের কথা চিন্তা করে পিতার প্রস্তাবে রাজি হয়ে গেলেন রাম। মাঝখানে নির্মাণ করা হলো মন্দির। বলি হওয়ার উদ্দেশ্যে রওনা হলেন রাজপুত্র। দীঘির সিঁড়ি নামতেই দীঘিতে পানি ওঠা শুরু হল। এক সময় পানিতে টই টুম্বর হল দীঘি। রাজপুত্র তলিয়ে গেলেন দিঘির অটলে। পানিতে ভেসে রইল রাজ মুকুট। সেই থেকে দিঘির নাম হলো রামসাগর দিঘী।
#রামসাগর এখন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
শীতকালে অনেক পাখি আসে এখানে। সাগরের পশ্চিম প্রান্তে রয়েছে সুন্দর একটি দ্বিতল #ডাকবাংলা। বাংলোর গেট থেকে বের হয়ে হাতের বায়ে বনলতার দরজা। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে মিনি #চিড়িয়াখানা। আপনাকে দেখে দৌড়ে আসবে #হরিণের পালা। চিড়িয়াখানা থেকে বের হয়ে হাতের বাম পাশে রামসাগর #শিশু পার্ক। প্রতিবছর মাঘ মাসের পঞ্চমীর সময় এখানে বসে বারুনি মেলা। হিন্দু ধর্মালম্বীরা দীঘিতে প্রাণ বিসর্জন দেওয়া রাজপুত্র রামনাথের স্মরণে প্রতিবছর এই দিনে স্নান করতে এখানে আসেন।
#রামসাগর দীঘি

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
30/07/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

 #সুখের দাম কিন্তু খুব বেশি না কিন্তু মানসিক শান্তির দাম অনেক বেশি
30/07/2025

#সুখের দাম কিন্তু খুব বেশি না কিন্তু মানসিক শান্তির দাম অনেক বেশি

 #পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে। সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।একটা...
29/07/2025

#পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে। সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

#সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।
#একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

#একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

#স্ত্রীর মনটা হচ্ছে একদম শিশুর মতো
একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।

কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

#কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• তুলনা বন্ধ করুন: নিজের মা, বোন, বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।
#পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।

আপনাদের জীবনের এমন কোন ঘটনা কি আছে? আপনি কি সেই স্ত্রীর জায়গায় ছিলেন? নাকি স্বামী হিসেবে এখন কিছুটা অনুশোচনায় ভুগছেন?

মনটাই তো শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় থাকার জায়গা হওয়া উচিত।

 #শুভ দুপুর। সবার কি রান্না শেষ।
29/07/2025

#শুভ দুপুর। সবার কি রান্না শেষ।

 #আসসালামু আলাইকুম। শুভ সকাল। নতুন দিন মানে আল্লাহর রহমত ও ক্ষমা চাওয়ার আরেকটি সুযোগ। চলুন আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে...
29/07/2025

#আসসালামু আলাইকুম। শুভ সকাল। নতুন দিন মানে আল্লাহর রহমত ও ক্ষমা চাওয়ার আরেকটি সুযোগ। চলুন আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেই দিনটি শুরু করি

 #এখনকার জ্ব র গুলো কেমন। এত্ত শরীর ব্যাথা, কাশি কিচ্ছু ভাল লাগেনা। মুখ এত তিতা। কিছুই খাওয়া যায় না। একদিনে শরীরের বেহাল...
28/07/2025

#এখনকার জ্ব র গুলো কেমন। এত্ত শরীর ব্যাথা, কাশি কিচ্ছু ভাল লাগেনা। মুখ এত তিতা। কিছুই খাওয়া যায় না। একদিনে শরীরের বেহাল অবস্থা

আলহামদুলিল্লাহ শুভ সকাল
28/07/2025

আলহামদুলিল্লাহ শুভ সকাল

 #ছোট বোন অসুস্থ তাই আজ বোনের বাসায় গিয়েছিলাম৷ সারাদিন বোনের সাথে সময় কাটিয়ে এখন বাসায় আসলাম। সবাই আমার বোনের জন্য দোয়া ...
27/07/2025

#ছোট বোন অসুস্থ তাই আজ বোনের বাসায় গিয়েছিলাম৷ সারাদিন বোনের সাথে সময় কাটিয়ে এখন বাসায় আসলাম। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন

আসসালামু আলাইকুম। শুভ সকাল ❤️🍀🌺
27/07/2025

আসসালামু আলাইকুম। শুভ সকাল ❤️🍀🌺

26/07/2025
 #আলহামদুলিল্লাহ আর ও একটি নতুন সকাল
26/07/2025

#আলহামদুলিল্লাহ আর ও একটি নতুন সকাল

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category