
30/07/2025
#দিনাজপুর #রামসাগর দীঘি নিয়ে কিছু কথা :
#রাজা প্রাণনাথের শাসনামলে একবার দেশ জুড়ে দীর্ঘসময়ে অনাবৃষ্টি আর খরা করা দেখা দেয়। খাদ্য ও পানির অভাবে ভোগে মানুষ। রাজা সিদ্ধান্ত নেন একটি দিঘী খনন করবেন। মাত্র ১৫ দিনের মাথায় হাজার হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করে বিশালাকার একটি দিঘী খনন করলেন। কিন্তু দীঘিতে পানির দেখা পাওয়া গেল না।
#পরদিন রাজা স্বপ্নে অদৃষ্ট হলেন, তার একমাত্র ছেলে রামনাথকে সেই দীঘির মাঝখানে বলি দিলেই দীঘিতে পানি উঠবে। রাজা ছেলেকে জানালেন স্বপ্নের কথা। প্রজাদের কষ্টের কথা চিন্তা করে পিতার প্রস্তাবে রাজি হয়ে গেলেন রাম। মাঝখানে নির্মাণ করা হলো মন্দির। বলি হওয়ার উদ্দেশ্যে রওনা হলেন রাজপুত্র। দীঘির সিঁড়ি নামতেই দীঘিতে পানি ওঠা শুরু হল। এক সময় পানিতে টই টুম্বর হল দীঘি। রাজপুত্র তলিয়ে গেলেন দিঘির অটলে। পানিতে ভেসে রইল রাজ মুকুট। সেই থেকে দিঘির নাম হলো রামসাগর দিঘী।
#রামসাগর এখন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
শীতকালে অনেক পাখি আসে এখানে। সাগরের পশ্চিম প্রান্তে রয়েছে সুন্দর একটি দ্বিতল #ডাকবাংলা। বাংলোর গেট থেকে বের হয়ে হাতের বায়ে বনলতার দরজা। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে মিনি #চিড়িয়াখানা। আপনাকে দেখে দৌড়ে আসবে #হরিণের পালা। চিড়িয়াখানা থেকে বের হয়ে হাতের বাম পাশে রামসাগর #শিশু পার্ক। প্রতিবছর মাঘ মাসের পঞ্চমীর সময় এখানে বসে বারুনি মেলা। হিন্দু ধর্মালম্বীরা দীঘিতে প্রাণ বিসর্জন দেওয়া রাজপুত্র রামনাথের স্মরণে প্রতিবছর এই দিনে স্নান করতে এখানে আসেন।
#রামসাগর দীঘি