04/09/2025
তুমি ছিলে আমার শেষ
আঘাত!
এরপর আর কিছুই আমাকে
স্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিস গুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি।
মাঝরাতের দুঃস্বপ্নের মতো
এসেছিলে, কিন্তু দিনের আলোয় তোমাকে বহন করা ছিল বড় কঠিন। শেষবার সৃষ্টিকর্তার কাছে তোমাকে নয়,
আমি শুধু ধৈর্য্য চেয়েছি।