20/04/2024
আসসালামুয়ালাইকুম,হে বাংলার আলেম ও ইমাম সমাজ আপনারা আপনাদের মসজিদের মুসল্লীও এলাকাবাসীদের নিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে রাষ্ট্রে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আইন পাস করছেন না কেন?কি জবাব দিবেন রোজ হাশরে আল্লাহতালার কাছে?যে দল ক্ষমতায় আছে সেই দলকে ধরতে হবে উত্তমপন্থায় ও আদবের সাথে দাওয়াত দিতে হবে, যে দেশে বেশির ভাগ মানুষ আল্লাহকে সিজদা করবে সেই দেশে আল্লাহতালা গুপ্তধনের ভান্ডার খুলে দিবেন ইনশাআল্লাহ,স্বর্ণের খনি হীরার খনি তেলের খনি গ্যাসের খনি যা ইচ্ছা তাই দিবেন মাটি থেকে ফসল উৎপাদন বেশী হবে, দ্রব্যমূলের ঊর্ধ্ব গতি কমে যাবে ইনশাল্লাহ, এমনকি ইহুদি নাসারা ও যদি ঈমান এনে তাদের দেশে বেশির ভাগ মানুষ আল্লাহকে সিজদা করবে তাদের দেশে ও আল্লাহ পাক গুপ্তধনের ভান্ডার খুলে দিবেন ইনশাআল্লাহ মহান আল্লাহর কাছে গুপ্তধনের অভাব নেই। আপনারা কি আল কুরআনের এই আয়াত খুঁজে পাননি? মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমার কথা সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমীন।। হে মুসলমান বাঁচতে চাইলে রোজ হাশরে ইসলামের নামে ব্যবসা ও ৭৩ দল গঠন করা ছাড়েন, সবাই মিলে এক দল করে রাষ্ট্রে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আইন পাস করেন, ইসলামে সবাই নেতা এই কথা কি সবাই বিশ্বাস করেন?