কাদামাটি Productions

কাদামাটি Productions It's a Prestigious Film, Advertisement, Documentary, Music Video making & production house in Bangla

.......FoR YouR Creative Life.......

Company Overview :

Basically we are making short film, documentary Film, Ad Film, Feature film, Music Video, Television Drama etc. Also we are engaged with still photography and Model Photography. We have dedicated creative team members, Photographer’s, Camera Crew’s Professional Editing setup, and proper technical support.

08/06/2025

কেন সিনেমাতেই তাদের সমস্যা? নাকি ভাইরাল হবার ধান্দা???
ভিডিও ক্রেডিট KTV

21/05/2025

আজ যে শিশু...

17/05/2025

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 🎬🎥🎞️

প্রযোজক নির্মাতা শিল্পী কলাকুশলীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা না গেলে বাংলা চলচ্চিত্র কোনদিনই আগাবে না। বেশ কয়েক বছর ধরে...
13/05/2025

প্রযোজক নির্মাতা শিল্পী কলাকুশলীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা না গেলে বাংলা চলচ্চিত্র কোনদিনই আগাবে না। বেশ কয়েক বছর ধরে ফিল্ম ইন্ড্রাষ্টি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রযোজকরা অনেক রিস্ক নিয়ে ইনভেস্ট করছে, নতুন অনেক প্রযোজক, নির্মাতা ও শিল্পী কলাকুশলীর সমন্বয়ে নতুন জোয়ার এসেছে, দরকার ন্যায্য হিস্যা নিশ্চিত করা। “চিরকাল” ধরে চলে আসা অন্যায্য সব অন্যায় এখনই সংস্কার না করা গেলে নতুন বাংলাদেশের রুপরেখার কোন মানে নেই। সকল খাতের সকল অন্যায্য দূর করে প্রযোজক পরিবেশক প্রদর্শক নির্মাতা শিল্পী কুলাকুশলীরা একসাথে হয়ে ন্যায্যতার ভিত্তিতে চলচ্চিত্র নির্মানই মুক্তির একমাত্র পথ।
স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী, মধুমিতাসহ দেশের শীতাতপনিয়ন্ত্রিত সব প্রেক্ষাগৃহেই এসি রক্ষণাবেক্ষণের নামে কেটে নেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ। এটিকে ‘অন্যায্য’ বলছেন প্রযোজকেরা। বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলো, বিশেষ করে স্টার সিনেপ্লেক্স, ৬০০ টাকার টিকিটে প্রায় ৩৮% অর্থ ‘এসি রক্ষণাবেক্ষণ’ নামে কেটে রাখে, যা ২২২ টাকা। এর পাশাপাশি ২৩% যায় সরকারের ভ্যাট ও মিউনিসিপ্যাল ট্যাক্সে। ফলে টিকিটের মাত্র ৩৯% থাকে অ্যাডমিশন ফি হিসেবে, যা থেকেই প্রদর্শক ও প্রযোজকের ভাগ হয়। বাস্তবে প্রযোজকের ভাগ হয় তারও ৬০%, অর্থাৎ পুরো টিকিটের দামে গড়ে তিনি পান ২৩% বা তারও কম। টিকিট বিক্রির অর্থের এই অসম বণ্টন ঠেকানোর জন্য স্টার সিনেপ্লেক্সকে এসি রক্ষণাবেক্ষণের নামে সার্ভিস চার্জ কমানোসহ তিনটি প্রস্তাব দিয়েছেন প্রযোজকেরা। ১০ মে চিঠিটি পাঠান আলফ আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। তিনি জানান, "পরিচালকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চিঠিটি পাঠানো হয়েছে।" তবে এ সম্পর্কে হলমালিকদের মন্তব্য-এই সার্ভিস চার্জ নাকি প্রদর্শক সমিতি দ্বারা নির্ধারিত এবং এসি রক্ষণাবেক্ষণে খরচ নাকি একটু বেশিই হয়। ভারতে যেমন ১৫০ টাকার টিকিটে মাত্র ৪ টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়, বাংলাদেশে সেখানে ৬০০ টাকায় ২২২ টাকা নেওয়া হয়—যা অত্যন্ত অস্বাভাবিক ও প্রযোজকদের জন্য ক্ষতিকর। এই বিষয়টি অবহিত করা হলে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সারা বছর কনটেন্ট থাকে না। ভারতে সারা বছর কনটেন্ট আছে। আমাদের কনটেন্টের অভাব আছে, এটা আপনারা ভালো করেই জানেন।’ প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের প্রস্তাবিত শেয়ার মানি রেশিও পেলে সারা বছর সিনেমা দিতে পারবেন প্রযোজকেরা। আমরা সিনেমাটাই বানাই। বড় বাজেটের সিনেমা বানিয়ে টাকা ওঠাব কীভাবে। আমরা কীভাবে টিকে থাকব?’ ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তারও একই প্রশ্ন তুলেছেন।
তথ্যসূত্র: প্রথম আলো

09/05/2025
ঝাল ও মুড়ি
09/05/2025

ঝাল ও মুড়ি

ব্যাপারটি কতটা সত্যি জানা নেই, তবে শীতলক্ষ্যার পানি আরও অনেক খারাপ দেখতে লাগার কথা।
07/05/2025

ব্যাপারটি কতটা সত্যি জানা নেই, তবে শীতলক্ষ্যার পানি আরও অনেক খারাপ দেখতে লাগার কথা।

কাস্টিং কল!নতুন মুখের সন্ধানে!একটি নতুন টেলিভিশন সিরিয়াল-এর জন্য আমরা খুঁজছি কিছু তাজা প্রতিভা — তুমি কি হতে চাও আমাদের ...
07/05/2025

কাস্টিং কল!

নতুন মুখের সন্ধানে!
একটি নতুন টেলিভিশন সিরিয়াল-এর জন্য আমরা খুঁজছি কিছু তাজা প্রতিভা — তুমি কি হতে চাও আমাদের গল্পের মুখ?

যা খুঁজছি:

বয়স: ১৬-৩৫

নারী ও পুরুষ উভয়ই

অভিনয়ে আগ্রহী ও আত্মবিশ্বাসী

অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই!

লোকেশন: ঢাকা (শুটিং)
অডিশন: সরাসরি বা অনলাইনে

যা করতে হবে:

২টি ক্লিয়ার ছবি

নিজের পরিচয় ও আগ্রহ জানিয়ে একটি ছোট ভিডিও (১-২ মিনিট)

পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে অথবা ইমেইল করুন: [email protected]

সুযোগ পেতে দেরি না করে এখনই যোগাযোগ করুন!
তুমি হতে পারো পর্দার পরবর্তী বড় মুখ!

#নতুনমুখ #অভিনয়

⭕Movie :Khauf⭕Genre : Horror/Thriller⭕Personal rating : 8.0/10"Khauf" সিরিজটি ভয় দেখায় শুধু চোখে নয়,মনের গভীরে।এটি শুধু...
06/05/2025

⭕Movie :Khauf
⭕Genre : Horror/Thriller
⭕Personal rating : 8.0/10

"Khauf" সিরিজটি ভয় দেখায় শুধু চোখে নয়,মনের গভীরে।এটি শুধু একটা হরর মুভি নয়,বরং এটা একটা সাইকোলজিকাল থ্রিলার,যেখানে আতঙ্ক তৈরি হয় মনের গভীর থেকে।
ছবির সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ প্রশংসার যোগ্য—সাসপেন্স ধরে রাখা এবং গা ছমছমে ভাব তৈরি করার জন্য এগুলো বড় ভূমিকা রেখেছে।সব মিলিয়ে 'খউফ' একটা ঠিকঠাক হরর-থ্রিলার,যা দেখার মতন।আপনি যদি থ্রিলার ও সাইকোলজিকাল হরর পছন্দ করেন তবে এই সিরিজটি আমার জন্য মাস্ট ওয়াচ 👌

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাশয় রক্ষায় সবার এগিয়ে আসা উচিৎ
05/05/2025

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাশয় রক্ষায় সবার এগিয়ে আসা উচিৎ

05/05/2025

এভাবেই প্রতিদিন দুষিত হচ্ছে বুড়ি গঙ্গার পানি 😢

New Drama
03/05/2025

New Drama

Address

9/26 Humayun Road
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801911600112

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাদামাটি Productions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাদামাটি Productions:

Share