Theatre Thread

Theatre Thread Explore the Showbiz World with a daily dose of "Theatre thread". Theatre Thread is back with a new vision & mission regarding the showbiz & Entertainment world.

It will bring up a wide variety of content regarding the entertainment & Showbiz industry at your fingertips. Our vision is to enrich knowledge, spread positivity, and enhance public opinion about the entertainment industry. We are carrying a simple but powerful mission: to bring Local as well as global Showbiz to the mass audience and help people understand the Cinema & Entertainment world. We are committed to fostering a diverse staff that reflects the social change we bring on.

17/07/2025

এমনকি শাকিবের স্টারডমের তুলনার ক্ষেত্রে তিনি ম্যারাডোনা, টম ক্রুজ, সালমান-শাহরুখদের উদাহরণও দিয়েছেন। তবে এরপরও যেন এই বিতর্ক থামছেই না।

জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' এবার নতুন বিতর্কের মুখে। নাটকের সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ...
08/07/2025

জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' এবার নতুন বিতর্কের মুখে। নাটকের সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এই লিগ্যাল নোটিশটি পাঠান। নোটিশে কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, 'ব্যাচেলর পয়েন্ট'-এর ৫ম সিজনের ১-৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল ও ডাবল মিনিং, এবং সমাজে, বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 'ডেট', 'উনিশ/বিশ', 'টাকা হলে শিশা খেতে পারতাম', 'বাঙালি পোশাক লুঙ্গি'—এসব সংলাপের ব্যবহার নৈতিকতা পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

এই আইনি নোটিশ 'ব্যাচেলর পয়েন্ট' নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা নিয়ে আপনার কী মতামত? কমেন্টে জানান!

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, হলিউডে কাজ করবেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। এরপর এবার ঈদে হঠাৎ করেই চাউর হয়...
21/06/2025

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, হলিউডে কাজ করবেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। এরপর এবার ঈদে হঠাৎ করেই চাউর হয় বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের সঙ্গে নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন তিনি।

অবশেষে জানা গেল, হলিউডে নতুন সিনেমা নির্মাণ করছেন ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর–নাইন’ খ্যাত আসিফ আকবর। আর সেই সিনেমাতে প্রোটাগনিস্ট হিসেবে থাকছেন শাকিব খান।

এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
আসিফ আকবর জানান, এখন পাণ্ডুলিপির কাজ চলছে। ছবিটির জন্য নির্বাচিত হয়েছেন শাকিব খান। তার সঙ্গে থাকবেন দুইজন চিত্রনায়িকা।

একজন বাংলাদেশ থেকে, অন্য জনকে নেওয়া হবে হলিউড থেকে। শুধু তাই নয়, খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত মুখ।
জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাবার কথা রয়েছে। তখন সবকিছু চূড়ান্ত হবে।

যদি সবকছু ঠিক থাকে তাহলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবার কথা রয়েছে।

আসন্ন ঈদ মাতাতে আসছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত থ্রিলার সিনেমা 'ইনসাফ'! 🔥 সদ্য মুক্তিপ্রাপ্ত ৮২ সেকেন্ডের টিজারেই বাজিমাত ...
27/05/2025

আসন্ন ঈদ মাতাতে আসছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত থ্রিলার সিনেমা 'ইনসাফ'! 🔥 সদ্য মুক্তিপ্রাপ্ত ৮২ সেকেন্ডের টিজারেই বাজিমাত করেছেন নির্মাতা।

টিজারে নিজেকে ভেঙেচুরে এক নতুন রাজকে আবিষ্কার করা গেছে! 😱 একসময়ের ত্রাস ডন ইউসুফ ফিরে এসেছে, মানুষ খু*ন করে দুধ দিয়ে গোসল করে! হাতে কুড়াল, মুখে জ্বলন্ত সিগারেট আর চোখে প্রতিশোধের নেশা – এই ইউসুফের চরিত্রে রীতিমতো ঝড় তুলেছেন শরীফুল রাজ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে আছেন তাসনিয়া ফারিণ, যাঁর মুখে রক্তের ছিটায় এক ঝলক দেখা যায় ভয়ংকর এক দৃশ্য।

সবমিলিয়ে এক ভিন্ন গল্পের ইঙ্গিত দিচ্ছে 'ইনসাফ'। আর টিজারের শেষে মোশাররফ করিমের এন্ট্রি তো পুরো চমক! 🤯 মেডিকেলের পোশাকে, চোখে চশমা, হাতে শর্টগান নিয়ে তাঁর সংলাপ, "আমি অমানুষ মারি মানুষ মারি না" – উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ!

এই ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ইনসাফ'। প্রস্তুত তো?

নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ১০ সিনেমা:১. রেড নোটিশ (Red Notice)২. ক্যারি-অন (Carry-On)৩. ডোন্ট লুক আপ (Don't L...
17/05/2025

নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ১০ সিনেমা:
১. রেড নোটিশ (Red Notice)
২. ক্যারি-অন (Carry-On)
৩. ডোন্ট লুক আপ (Don't Look Up)
৪. দ্য অ্যাডাম প্রজেক্ট (The Adam Project)
৫. বার্ড বক্স (Bird Box)
৬. ব্যাক ইন অ্যাকশন (Back in Action)
৭. লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড (Leave the World Behind)
৮. দ্য গ্রে ম্যান (The Gray Man)
৯. ড্যামসেল (Damsel)
১০. উই ক্যান বি হিরোজ (We Can Be Heroes)

একটা সময় বলা হতো এ দেশের সালমান শাহকে বলিউড অনুকরণ করে। সেটার অনেক প্রমাণ পাওয়া গেছে। এবার এ দেশের শীর্ষ নায়ক শাকিব খানক...
06/05/2025

একটা সময় বলা হতো এ দেশের সালমান শাহকে বলিউড অনুকরণ করে। সেটার অনেক প্রমাণ পাওয়া গেছে। এবার এ দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে অনুকরণ করছেন সালমান খান, শাহরুখরা! কথাটা অবিশ্বাস্য হলেও মিথ্যা নয়। কাকতালীয় হলেও সত্য যে শাকিবের লুকের সঙ্গে সালমান, শাহরুখের লুক মিলে গেছে।

নিউইয়র্কে গালা মেটে শাহরুখ পরেছিলেন একটি কালো রঙের গোড়ালি ছোঁয়া ওভারকোট! বুকের বোতাম খোলা কালো শার্ট, কালো ট্রাউজার্স এবং গলাভর্তি গয়না। মণিবন্ধে রত্নখচিত ঘড়ি। হাতের ১০ আঙুলে আটটি আংটি। আর হাতে হিরা-চুনি-পান্না বসানো বাঘ-মুখের ছড়ি। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় তৈরি করেছিলেন শাহরুখের ওই ‘মেট গালা লুক’।

শাহরুখের এই মেট গালা লুক আর ২০২২ সালের শাকিব খানের ‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমার লুকের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে কি না, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, ...
05/05/2025

আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’

অবশেষে নিশ্চিত হওয়া গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা।তিনি এরই মধ্যে আবার...
28/04/2025

অবশেষে নিশ্চিত হওয়া গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা।

তিনি এরই মধ্যে আবারও শুটিংয়ে অংশ নিয়েছেন। এমনটা নিশ্চিত হওয়া গেছে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে। এ ছাড়া ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল।
জানা গেছে, এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে সিনেমাটির, যেখানে অংশ নিয়েছেন শাকিব-সাবিলা।

তবে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি নায়িকার বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না। শুধু বললেন, কিছুদিনের মধ্যেই জানাব।

16/04/2025

কিন্তু ঠিক কীভাবে এত ছোটো মার্কেটে এত বড় কালেকশন সম্ভব হবে?

শুধু দর্শকই নয়, শাকিব খানের পরিবারও ‘বরবাদ’ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক। এক সংবাদমাধ্যমে শাকিব ...
13/04/2025

শুধু দর্শকই নয়, শাকিব খানের পরিবারও ‘বরবাদ’ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক। এক সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি।’

শাকিব খান বলেন, ‘প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।’

02/01/2025

ভাগ্যবদল আর মৃ*ত্যুর খেলায় এবার দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। নেটফ্লিক্সের সাড়া জাগানো টিভিসিরিজ স্কুইড গেমের তৃতীয় সিজনে দেখা যাবে এই হলিউড সুপারস্টারকে।

30/12/2024

পুষ্পা-২ এমন সব রেকর্ড গড়ছে যা নিকট ভবিষ্যতেও ভাঙ্গার সম্ভাবনা কম। ৩ খানের সময় ফুরিয়ে আল্লু অর্জুনই কি এখন বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার?

Address

Mirpur DOHS
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theatre Thread posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share