Foorti TV - ফুর্তি টিভি

Foorti TV - ফুর্তি টিভি বাংলাদেশের প্রথম ডিজিটাল LIVE পূর্নাঙ্গ টেলিভিশন চ্যানেল ।

বাংলাদেশের প্রথম ডিজিটাল LIVE পুর্নাঙ্গ টেলিভিশন চ্যানেল। "ফুর্তি টিভি"র সাথে থাকুন, ফুর্তিতেই বাচুন।

ফুর্তি টিভি'র উল্লেখ্য অনুষ্ঠান সূচী:

সংবাদ, নাটক, সিনেমা, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন, বাস্তব জীবনের সেলিব্রেটির জীবন গাঁথা, খেলাধুলা, ম্যাগাজিন অনুষ্ঠান, টক শো, ভিজে শো, লাইভ সম্প্রচার, কর্পোরেট সমাচার, যাপিত জীবন, কর্পোরেট ক্রু, রং নাম্বার, ডিজিটাল জগত ও অন্যান্য ।

Links:
https://facebook.com/foor

ti.tv/
https://plus.google.com/+FoorTiTV
https://twitter.com/FoorTi_TV
https://au.pinterest.com/foortitv/
https://www.instagram.com/foorti.tv/ .tv
http://foorti.tv/

দেখছিলাম, অনেকেই "মুগ্ধ" নামে মিনারেল ওয়াটার ব্রান্ড চালু করার প্রস্তাব দিচ্ছে।আমার বিশ্বাস, এই পানি কেউ খেতে পারবে না। ...
09/08/2024

দেখছিলাম, অনেকেই "মুগ্ধ" নামে মিনারেল ওয়াটার ব্রান্ড চালু করার প্রস্তাব দিচ্ছে।

আমার বিশ্বাস, এই পানি কেউ খেতে পারবে না। আবেগটা ব্যবসাতে রূপান্তর না করাই বোধহয় শ্রেয়। "মুগ্ধ" এখন বাংলাদেশীদের একটা আবেগের নাম, একটা মিছিলের নাম, একটা আকুন্ঠভরা শ্লোগানের বোল, অজান্তের গড়ানো চোখের জলে ভালোবাসার সিক্ততার ও প্রানের সাথে প্রানের ভালোলাগার স্নিগ্ধ অনুভূতি।

এই পানি হাতে নিলে তাঁর কণ্ঠস্বর কানে ভেসে আসবে, "পানি লাগবে কারো, পানি?" আর চোখে ভাসবে তার সেই রক্তাক্ত নিথর দেহ।

দিনশেষে অনেক প্রয়োজনীয় পানি পান শেষে খালি বোতলের স্থানটা ডাস্টবিনেই হবে। কিন্তু, "মুগ্ধ" আজীবন এদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে বাস করে মুগ্ধতাই ছড়াবে।

আলহামদুলিল্লাহ। উনারা আছেন বলেই জীবন এত সুন্দর।৭শ শিক্ষার্থী'র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিশ্চিত করলন অসীম কুমার তাল...
08/03/2024

আলহামদুলিল্লাহ। উনারা আছেন বলেই জীবন এত সুন্দর।

৭শ শিক্ষার্থী'র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিশ্চিত করলন অসীম কুমার তালুকদার।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারকে নিয়ে একটি চমৎকার ওয়েবফিল্ম তৈরি হতে পারে। তৈরি হতে পারে ৫মার্চের অসংখ্য ছাত্র-ছাত্রীর নিশ্চিত মিস হয়ে পড়া ভর্তি পরীক্ষাটিতে অংশগ্রহণ করে ফেলার কাহিনী নিয়ে!

মার্চের ৫ তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সেই পরীক্ষায় অংশ নিতে ৭০০ এর মতো শিক্ষার্থী ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসে চেপে বসেন। বিকেল ৩.৩০ মিনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে।

কিন্তু সমস্যা শুরু হয় গোড়া থেকেই! রেল ব্রোকেনের ফলে ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকেই বেশ বিলম্বেই রওনা হয়। সকাল ১১টার দিকে হিসেব করে দেখা গেলো, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছাতে বিকেল ৩টার মতো বাজবে। তখন থেকেই কাজ শুরু করেন অসীম কুমার তালুকদার।
পরীক্ষার্থীদের সময়ের ব্যাপারে চিন্তা করে ধূমকেতু এক্সপ্রেসকে এগিয়ে নিয়ে আসেন অন্য কয়েকটি ট্রেনকে বসিয়ে রেখে।

তারপরেও ভাগ্য সহায় হয়নি। লাহেড়ী মোহনপুর স্টেশনে এসে ধূমকেতুর ইঞ্জিন ফেইল করে। ফলে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে পড়ে। তখনও এগিয়ে আসেন অসীম কুমার তালুকদার।আবারো পরীক্ষার্থীদের জন্য শরৎনগরে থাকা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন কেটে এনে ধূমকেতু এক্সপ্রেসে সেট করে আবার ধূমকেতু এক্সপ্রেসটি সচল করান। কিন্তু ততোক্ষণে আরো ঘণ্টাদেড়েক সময় নষ্ট হয়ে গিয়েছে। হিসেব করে দেখা যায় ট্রেনটি বিকেল ৪টায় রাজশাহী স্টেশনে পৌঁছুবে।

এইসময়ে আর কোনো উপায় না পেয়ে অসীম তালুকদার রাজশাহী ইউনিভার্সিটির ভিসিকে পরীক্ষার সময় পিছিয়ে দেয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি ট্রেনের লোকো পাইলটকে সর্বোচ্চ গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেন। সাথে যোগাযোগ রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে। তারপরও সময় বাঁচাতে আড়ানি স্টেশনের স্টপেজে ট্রেন না থামানোর নিদের্শ দেন। অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন গিয়ে পৌঁছে বিকেল ৩.৩৮ মিনিটে। কিন্তু ৪টার মধ্যে হলে ঢুকতে হবে।

তখন আবারো তিনি ভিসিকে অনুরোধ জানালেন শিক্ষার্থীদের হলে ঢোকার সুযোগ দেওয়ার জন্য। ভিসি স্যার অসীম তালুকদারের অনুরোধেই শিক্ষার্থীদের হলে ঢুকতে দিলেন। এভাবেই প্রায় ৭০০ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত মিস হতে যাওয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো। কোনো দৈব বলে নয়, একজন অসীম তালুকদারের একান্ত প্রচেষ্ঠায়। যার সাথে যোগ দিয়েছিলেন রেলের অংসখ্য কর্মী।

ইন্ডিয়ান ওয়েব সিরিজ "দ্যা রেলওয়ে ম্যান" আমরা অনেকেই তো দেখেছি। জেনেছি রেল কর্মকর্তা এবং কর্মচারীদের অসামান্য অবদানের কথা।

আমাদের রেলওয়ে ম্যানদের এই অনন্য কাজটিও দেখতে চাই পর্দায়। রেলের অসংখ্য দূর্নীতি অনিয়মের মধ্যেও যে এমন চমৎকার কাজ হয় তাতো সকলেরই জানা উচিৎ।

29/12/2023

Zarin Tasnim Iantha বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে Iowa, United States Of America’তে। যুক্তরাষ্ট্রের State Department'র স্কলারশিপ ও স্টাইপেন্ড পেয়ে এখন Iowa’র Newton High School এ পড়ছে। সম্প্রতি সমগ্র Iowa States এর সকল স্কুলের মধ্যে Student Of The Month নির্বাচিত হয়ে State Department Of America এর বাছাইকে সমুজ্জল করেছে। Iantha বাংলাদেশের গর্ব। Iantha Jahanara Israil School & College এর গর্ব।

Address

2B, House 504, Road 9, Baridhara DOHS
Dhaka
1206

Opening Hours

Monday 09:30 - 18:30
Tuesday 09:30 - 18:30
Wednesday 09:30 - 18:30
Thursday 09:30 - 18:30
Saturday 09:30 - 18:30
Sunday 09:30 - 18:30

Telephone

+8801631318961

Alerts

Be the first to know and let us send you an email when Foorti TV - ফুর্তি টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foorti TV - ফুর্তি টিভি:

Share

Category