Hedayet Saadi

Hedayet Saadi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hedayet Saadi, Digital creator, Mohammadpur, Dhaka.

আপনার বিজনেসের অনলাইন প্রেযেন্স স্ট্রং করা আমার কাজ। faarmout এর মাধ্যমে ছোট ব্যবসায়ের জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকি। পাশাপাশি ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস যেমন: ফ্লায়ার, পোস্টার, কোম্পানি প্রোফাইল, ব্রোশিওর, সোস্যাল মিডিয়া এ্যড ডিজাইনও করে থাকি আপনার বিজনেসের অনলাইন প্রেযেন্স স্ট্রং করা আমার কাজ। আমরা faarmout এর মাধ্যমে ছোট ব্যবসায়ের জন্য ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থ

াকি। এর পাশাপাশি ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস যেমন: ফ্লায়ার, পোস্টার, কোম্পানি প্রোফাইল, ব্রোশিওর, সোস্যাল মিডিয়া এ্যড ডিজাইনও করে থাকি।

মার্কেটিং, ব্র্যান্ডিং ও বিজনেসের প্রবৃদ্ধি সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে ঘুরে আসুন আমার ইউটিউব চ্যানেল। নিয়মিত ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন।

বাংলাদেশে সবচেয়ে বেশি অনৈতিক কৌশল অবলম্বন করছে চামড়া শিল্পদ্যোক্তারা। একদিকে rawhide বা অপরিশোধিত কাচা চামড়ার দাম অসহনীয...
03/06/2025

বাংলাদেশে সবচেয়ে বেশি অনৈতিক কৌশল অবলম্বন করছে চামড়া শিল্পদ্যোক্তারা। একদিকে rawhide বা অপরিশোধিত কাচা চামড়ার দাম অসহনীয পর্যায়ে কমিয়ে রেখেছে। আর অন্য দিকে জুতার দাম সাধারন জনগনের সামর্থ্যের বাইরে রেখেছে।

কোরবানির সময় এই বিষয়টি চোখে পড়ে। হাজার হাজার কোরবানির পশুর চামড়া মাটিতে পুতে ফেলতে দেখা গেছে। কারণ, চামড়ার পায়কাররা যথাযথ মূল্য দিতে নারাজ।

কোন সন্দেহ নেই, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এরকম একটি কৌশল অবলম্বন করেছে।

এক জোড়া জুতার দাম যেখানে চার হাজার টাকা, একটি গরুর চামড়া কিভাবে ২০০ টাকা হয়?

জুতা বিক্রি করে প্রফিট করছে অকল্পনীয় পরিমানে কিন্তু চামড়া কিনার সময় সাধারণ জনগনকে ন্যায্য মূল্য দিচ্ছে না।

আবার যদি এমন হতো, যে চামড়া অল্প দামে কিনছে, সেই হাড়ে জুতার দামও কমিয়ে দিয়েছে তাও কিন্তু করছে না।

বন্ধ হয়ে যাচ্ছে কানাডার ৩৫৫ বছরের পুরনো কোম্পানি হাডসন বে।হাডসন বে কানাডার সবচেয়ে পুরনো এক ব্যবাসায় প্রতিষ্ঠানের নাম, যে...
02/06/2025

বন্ধ হয়ে যাচ্ছে কানাডার ৩৫৫ বছরের পুরনো কোম্পানি হাডসন বে।

হাডসন বে কানাডার সবচেয়ে পুরনো এক ব্যবাসায় প্রতিষ্ঠানের নাম, যেটি একসময় সমগ্র কানাডার এক তৃতীয়াংশের মালিক ছিল। তা এখন বন্ধ হয়ে যাচ্ছে। ১৬৭০ সালে ব্রিটিশরা এই কোম্পানিকে প্রতিষ্ঠা করেছিল মূলত ফার বা পশম ট্রেডিংয়ের জন্য, আদিবাসীদের জমি দখল করে। কিন্তু সময়ের পরিবর্তনে, ঋণের বোঝা আর অনলাইন রিটেইলের চাপে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে গেল।

অটোওয়াতে তাদের শেষ ডিপার্টমেন্টাল স্টোরে দৃশ্য ছিল মিশ্র প্রতিক্রিয়া। একদিকে ৭০-৯০% ডিসকাউন্টে কেনাকাটার উৎসব, অন্যদিকে শতাব্দিউর্ধ অধ্যায়ের অবসানের বেদনা। অনেক কানাডিয়ানদের জন্য হাডসন বে শুধু একটা শপিং মল না, এটি ছিল তাদের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। যেমন টিম হর্টন্সে (স্টারবাক্স এর মতই, কানাডার সবচেয়ে বড় রেস্টুরেন্ট চেইন) ডোনাট খাওয়ার মতোই নস্টালজিক এক অনুভূতি। কিন্তু আদিবাসীদের জন্য এই কোম্পানির ইতিহাস কলঙ্কিত। জমি দখল আর শোষণের গল্পে ভরপুর।

দেউলিয়া হয়ে যাওয়ার কারণ, প্রতিষ্ঠানটি বদলে যাওয়া সময়ের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। হাডসন বে অনলাইন রিটেইলের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেনি। আজকের দুনিয়ায় টিকে থাকতে হলে ডিজিটাল ট্রান্সফর্মেশন জরুরি।

দ্বিতীয়ত, অতিরিক্ত ঋণই প্রতিষ্ঠানটির পতনের মূল কারণ। ঝণ নেওয়ার বেলায়, ইফেকটিভ স্ট্র্যাটেজি এ্যাপ্লাই করতে ব্যর্থ হয়েছে।

তৃতীয়ত হলো, প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস থাকলেও আদিবাসীদের সাথে এর অন্ধকার ও প্রশ্নবিদ্ধ অতীত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়া করা, মনোপলি ব্যবসায় ও অন্যদেরকে ব্যবসায় করতে না দেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে।

প্রকৃতপক্ষে ব্যবসা শুধু মুনাফার জন্য না। টিকে থাকার জন্য ইতিহাস, নৈতিকতা আর সময়ের চাহিদাকে সমন্বয় করতে হয়। না হলে ৩৫৫ বছরের ঐতিহ্যও ধ্বংস হয়ে যেতে সময় লাগে না।

22/04/2025

বিমানের সাথে পাল্লা দিয়ে উড়ার দুঃসাহসিক এ্যডভেঞ্চার।
২৫০ কিমি স্পিডে চলছে বিমানটি।

১৯৬৭ সালে ডোনাল্ড ট্রাম্প, মস্কো রাশিয়াতে।
25/02/2025

১৯৬৭ সালে ডোনাল্ড ট্রাম্প, মস্কো রাশিয়াতে।

24/02/2025
What a dedicated mother she was!!
31/12/2024

What a dedicated mother she was!!

প্রতিদিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো যেভাবে১. কারও দ্বারা উপকৃত হলে কৃতজ্ঞতা প্রকাশ করুন২. কথা বলার পূর্বে শুভেচ্ছা ব...
29/12/2024

প্রতিদিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো যেভাবে

১. কারও দ্বারা উপকৃত হলে কৃতজ্ঞতা প্রকাশ করুন

২. কথা বলার পূর্বে শুভেচ্ছা বিনিময় করুন। মুসলিম হলে সালাম দিয়ে কথা বলা শুরু করুন

৩. রুটিন করে ডিজিটাল জগতের বাইরে বের হয়ে প্রকৃতির সাথে সময় ব্যয় করুন

৪. প্রতিদিন মিনিমাম ৮ ঘন্টা ঘুমান।

৫. পূর্ণ মনোযোগ সহকারে খাবার গ্রহণ করুন। এ সময় ফোনে কথা বলা, টিভি দেখা, বা ফেসবুকিং থেকে বিরত থাকুন।

৬. ক্রিকেট খেলা দেখা থেকে বিরত থাকা উত্তম। এটি কেবলই সময়ের অপচয়। যদি একান্তই বিনোদন ছাড়া না থাকা যায়, নিজে খেলে উপভোগ করুন। অন্যথায়, এই সময়কে স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগান।

৭. বই পড়ার জন্য প্রতিদিন ১ ঘন্টা সময় বরাদ্দ রাখুন

৮. নেগেটিভ মাইন্ডসেট ও অলস লোকের সঙ্গ ত্যাগ করতে হবে

৯. টিভি দেখা ছেড়ে দিন। সময়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। আমি কি দেখে বিনোদিত হব সেটা আমি চুজ করতে পারব। টিভি দেখে বিনোদন নেওয়া মানে হল কি দেখে বিনোদিত হব তা অন্যের হাতে ছেড়ে দেওয়া।

১০. কম্ফোর্ট জোনের বাইরে বের হয়ে আসুন।

ব্যর্থ স্টার্টআপ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি শিখতে পারলাম #1  কঠিন কঠিন নাম নির্বাচন থেকে বিরত থাকতে হবে। সহজ ...
28/12/2024

ব্যর্থ স্টার্টআপ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি শিখতে পারলাম

#1 কঠিন কঠিন নাম নির্বাচন থেকে বিরত থাকতে হবে। সহজ সরল ও উচ্চারনে ইজি এমন নাম সিলেক্ট করতে হবে। আমার আগের বিজনেসের নাম ছিলো pintuckhouse (পিনটাকহাউস). নামটি ব্যতিক্রম কিন্তু কঠিনও। অনেকেই নামটি উচ্চারন করতে পারতো না। এবং বানানে ভুল করতো। আমি যখন বিজনেসের নাম বলতাম অপর পক্ষ নামটি বুঝতে পারতো না। কয়েকবার ধীরে ধীরে বলার পর কোন রকম উচ্চারন করতো। এর ব্যাপারটি মাথায় রাখতে হবে।

#2 প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে টেকনিক্যাল স্কিলকে গুরুত্ব দিতে হবে।

#3 এমপ্লয়ি কাস্টমার ভাগিয়ে নিয়ে যাবে এমন চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে ও আমার থেকে অধিক দক্ষ এমপ্লয়ি নিয়োগ দিতে হবে।

#4 মুখে মুখে হিসাব করা থেকে বিরত থাকতে হবে। সকল লেনদেন ফরমাল ওয়েতে ডকুমেন্ট আকারে করতে হবে।

#5 ব্যবসার প্রয়োজনে কুলির কাজ করা লাগলেও, সেটি করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।

#6 টেকনিকেল স্কিল যেমন, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর বেসিক আইডিয়া থাকতে হবে।

#7 ট্যাক্স সম্পর্কিত বিষয়ে পড়াশোনা থাকতে হবে।

#8 লোন নিয়ে বিজনেস করার পক্ষপাতি আমি নই। কারন, শুরুর দিকে এমনিতেই অনেক স্ট্রাগল করতে হয়। তার উপর মাথায় লোনের টেনশন থাকলে বিজনেস করা আরও স্ট্রাগলিং হয়ে দাড়ায়।

একজন ভালো উদ্যোক্তার কিছু সিক্রেট দক্ষতা থাকে যা, তাদেরকে অন্যদের থেকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়।কেউ কেউ মনে করেন সেটি হ...
27/12/2024

একজন ভালো উদ্যোক্তার কিছু সিক্রেট দক্ষতা থাকে যা, তাদেরকে অন্যদের থেকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়।

কেউ কেউ মনে করেন সেটি হলো, মানেজারিয়াল স্কিল। প্রকৃতপক্ষে এই স্কিলটি একজন দক্ষ ম্যানেজার তৈরি করে। উদ্যোক্তা নয়।

অনেকে মনে করেন, সেটি হলো টেকনিক্যাল স্কিল। প্রকৃতপক্ষে এটি একজন ভালো ইঞ্জিনিয়ার গড়ে তুলে।

কেউ মনে করেন, ভালো উদ্ভাবনী দক্ষতা ভালো উদ্যোক্তা হতে সহায়তা করে। প্রকৃতপক্ষে সেটিও নয়।

যে স্কিলটি একজন উদ্যোক্তার মাঝে থাকে সেটি হলো কাস্টমার তৈরি করার দক্ষতা। নতুন বিজনেস মডেল দাড় করানোর দক্ষতা যা পন্য ও সেবা আকারে মার্কেটে নিয়ে আসে ও সেই কাস্টমারকে হ্যাপি কাস্টমারে রুপান্তর করে।

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Hedayet Saadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hedayet Saadi:

Share