02/06/2025
বন্ধ হয়ে যাচ্ছে কানাডার ৩৫৫ বছরের পুরনো কোম্পানি হাডসন বে।
হাডসন বে কানাডার সবচেয়ে পুরনো এক ব্যবাসায় প্রতিষ্ঠানের নাম, যেটি একসময় সমগ্র কানাডার এক তৃতীয়াংশের মালিক ছিল। তা এখন বন্ধ হয়ে যাচ্ছে। ১৬৭০ সালে ব্রিটিশরা এই কোম্পানিকে প্রতিষ্ঠা করেছিল মূলত ফার বা পশম ট্রেডিংয়ের জন্য, আদিবাসীদের জমি দখল করে। কিন্তু সময়ের পরিবর্তনে, ঋণের বোঝা আর অনলাইন রিটেইলের চাপে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে গেল।
অটোওয়াতে তাদের শেষ ডিপার্টমেন্টাল স্টোরে দৃশ্য ছিল মিশ্র প্রতিক্রিয়া। একদিকে ৭০-৯০% ডিসকাউন্টে কেনাকাটার উৎসব, অন্যদিকে শতাব্দিউর্ধ অধ্যায়ের অবসানের বেদনা। অনেক কানাডিয়ানদের জন্য হাডসন বে শুধু একটা শপিং মল না, এটি ছিল তাদের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। যেমন টিম হর্টন্সে (স্টারবাক্স এর মতই, কানাডার সবচেয়ে বড় রেস্টুরেন্ট চেইন) ডোনাট খাওয়ার মতোই নস্টালজিক এক অনুভূতি। কিন্তু আদিবাসীদের জন্য এই কোম্পানির ইতিহাস কলঙ্কিত। জমি দখল আর শোষণের গল্পে ভরপুর।
দেউলিয়া হয়ে যাওয়ার কারণ, প্রতিষ্ঠানটি বদলে যাওয়া সময়ের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। হাডসন বে অনলাইন রিটেইলের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেনি। আজকের দুনিয়ায় টিকে থাকতে হলে ডিজিটাল ট্রান্সফর্মেশন জরুরি।
দ্বিতীয়ত, অতিরিক্ত ঋণই প্রতিষ্ঠানটির পতনের মূল কারণ। ঝণ নেওয়ার বেলায়, ইফেকটিভ স্ট্র্যাটেজি এ্যাপ্লাই করতে ব্যর্থ হয়েছে।
তৃতীয়ত হলো, প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস থাকলেও আদিবাসীদের সাথে এর অন্ধকার ও প্রশ্নবিদ্ধ অতীত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়া করা, মনোপলি ব্যবসায় ও অন্যদেরকে ব্যবসায় করতে না দেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে।
প্রকৃতপক্ষে ব্যবসা শুধু মুনাফার জন্য না। টিকে থাকার জন্য ইতিহাস, নৈতিকতা আর সময়ের চাহিদাকে সমন্বয় করতে হয়। না হলে ৩৫৫ বছরের ঐতিহ্যও ধ্বংস হয়ে যেতে সময় লাগে না।