
05/05/2023
গুলিস্থান ফ্লাইওভারের নিচে পুরাতন জুতার মার্কেট বসে। প্রথম যখন দেখেছিলাম তখন অবাক না হয়ে পারি নি। বাট দ্যা ফ্যাক্ট ইজ "সেখানে মেয়ে বা বাচ্চাদেরদের পুরাতন জুতা বিক্রি হয় না"।
এক দোকানীর সাথে এই ব্যাপারে কথা বললাম, দোকানী বললো " মামা মেয়েদের বা বাচ্চাদের পুরাতন জুতা বিক্রি করলে কে কিনবে.? আপনি কিনবেন কখনো? কোন স্বামী বা বাবা নিজে পুরাতন জুতা কিনে পরলেও নিজের স্ত্রী-সন্তানের জন্য কোন দিন পুরাতন জুতা কিনবে না, কেনা পছন্দ করবে না। অনেক স্বামী ও বাবাকে নিজের জন্য পুরাতন জামা-কাপড় কিনতে দেখেছি কিন্তু স্ত্রী-সন্তানদের জন্য পুরাতন জামা-কাপড় ও জুতা কিনতে দেখিনি কখনো।
ভেবে দেখলাম কথা সত্য, স্ত্রী ও সন্তানরা হয়তো এভাবে কোনোদিন ভাববেও না🙂
পুরুষ পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে রাতদিন খেটে যায়, আর সেই পুরুষই যদি দিনশেষে তার প্রাপ্য সম্মান ও ভালোবাসাটুকু না পায় তখন কেমন লাগে ভাবছেন কখনো.???
পুরুষদের সম্মান করতে শিখুন, তাদের প্রাপ্য ভালোবাসা ও সম্মানটুকু দিন শেষে দেন দেখবেন সে আপনার জন্য সর্বস্বত্ব বিসর্জন দিতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।
#সংগ্রহিত