Jubayer World 2.0

Jubayer World 2.0 - সবাইকে ধন্যবাদ আমার পেইজের প্রোফাইলে আসার জন্য❤️ সবাই আমার এই পেইজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, সবাই সাপোর্ট করবেন,ধন্যবাদ🥰❤️

- একটু পরে বিরিয়ানির পাতিলে যাবো 🙃- তাই কপিলের ছেলের সাথে চা খেয়ে নিচ্ছি 😁 #সান্ডা
20/05/2025

- একটু পরে বিরিয়ানির পাতিলে যাবো 🙃
- তাই কপিলের ছেলের সাথে চা খেয়ে নিচ্ছি 😁

#সান্ডা

 #গল্প পরীর সাথে বিয়ে।১ম পর্ব। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো পুকুর। মানুষ বলত, ওখানে সন্ধ্যার পর কারো যাওয়া ঠিক না...
18/05/2025

#গল্প পরীর সাথে বিয়ে।
১ম পর্ব।

গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো পুকুর। মানুষ বলত, ওখানে সন্ধ্যার পর কারো যাওয়া ঠিক না। তবে আরিয়ানের মাথায় এসব কথায় ধরা দিত না। সে ছিল একা, নির্জনতা তার কাছে ছিল শান্তির নাম।

একদিন সন্ধ্যায়, সে বসে ছিল পুকুরপাড়ে। হঠাৎ হালকা নীলচে আলোয় চারপাশ ঝলমল করে উঠল। চোখ কচলাতে কচলাতে সে দেখল—একজন মেয়ে, পা যেন মাটি ছুঁয়েও ছুঁয় না, চোখ দুটো যেন আকাশের টুকরো।

"আমি নীলপরী," সে বলল হেসে, "তোমার নিঃসঙ্গতায় ডেকে এনেছো আমাকে।"

প্রথমে আরিয়ান ভেবেছিল, এটা স্বপ্ন। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় পরী আসত। কথা হতো, হাসি হতো, গল্প হতো। দুজনের ভেতর জমে উঠেছিল এমন এক বন্ধন, যা ভাষায় বলা যায় না।

একদিন আরিয়ান জিজ্ঞেস করল, “তুমি কি মানুষ হতে চাও?”
পরী মৃদু হেসে বলল, “তুমি কি আমাকে ভালোবাসো?”

আকাশ ভেঙে নামল নীরবতা। তারপর দুজনেই মাথা নোয়াল—ভালোবাসা তো ভাষার চেয়েও গভীর।

পরী রূপ বদলে মানুষ হলো, আর বনপাখিরা আশীর্বাদ করে গেল আকাশজুড়ে।
আর পুকুরপাড়ে ছোট্ট একটা ঘরে, শুরু হলো এক অপার্থিব দাম্পত্যের নতুন গল্প।

---

ভালোবাসা যদি সত্য হয়, তবে পরীও মানুষ হয়।
#রূপকথা_হলেও_বাস্তব #নীলপরীর_গল্প

শৈশবের সরল আনন্দ কাদা মাটির ঘরে হারিয়ে যাওয়া বিকেল 🙃এক পশলা বৃষ্টি যেন শিশুদের মুখে হাসি ফোটানোর জাদু নিয়ে আসে। শহরের ইট...
10/05/2025

শৈশবের সরল আনন্দ কাদা মাটির ঘরে হারিয়ে যাওয়া বিকেল 🙃

এক পশলা বৃষ্টি যেন শিশুদের মুখে হাসি ফোটানোর জাদু নিয়ে আসে। শহরের ইট-কাঠের ব্যস্ততায় আমরা যখন ছুটে চলেছি হাজারো স্বপ্ন আর দায়িত্বের বোঝা নিয়ে, তখন গ্রামের কোনো এক কাদা মাটির রাস্তায় কিছু ছোট ছোট হাত মাটি কচলে গড়ে তুলছে এক একটা স্বপ্নের ঘর🖼️

ছোট ছোট চার-পাঁচটি শিশু মাটিতে বসে বানাচ্ছে ঘর। পায়ের তলায় নরম কাদা, চারপাশে সবুজের আবরণ আর তাদের মুখে অপার আনন্দের ছাপ। তাদের হাতে নেই দামি খেলনা, নেই মোবাইল কিংবা ট্যাব—তবু তাদের খেলাটা নিখাদ, প্রাণবন্ত, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। একটি মাটির ঘরের প্রতিটি দেয়াল গড়তে গিয়ে তারা যেন নিজের কল্পনার ভিত গাঁথছে🥲

এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য মাটির ঘর শুধু খেলার বস্তু নয়—এটি তাদের কল্পনার রাজ্য, বন্ধুত্বের বন্ধন এবং আনন্দের আশ্রয়স্থল। মাটির ঘরের একেকটি ইট যেন তাদের সাহচর্যের প্রতিচ্ছবি। কে বলেছে আধুনিক খেলনাই সব? প্রকৃতির কাছাকাছি থেকে পাওয়া আনন্দের কাছে সবকিছুই যেন তুচ্ছ 🫠

- বস এর সাথে 💕-
08/05/2025

- বস এর সাথে 💕
-

- Ai কে কি দিলাম আর কি বানিয়ে দিলো 😁।
06/05/2025

- Ai কে কি দিলাম আর কি বানিয়ে দিলো 😁।

01/05/2025

chatgpt দিয়ে সব সম্ভব।

- ভিউ অনুযায়ী ডলার কি ঠিক আছে? - নাকি কম হয়ে গেছে?
01/05/2025

- ভিউ অনুযায়ী ডলার কি ঠিক আছে?
- নাকি কম হয়ে গেছে?

- আর কিছু কি বলার আছে??😑😑
29/03/2025

- আর কিছু কি বলার আছে??😑😑

মুসলমান হলে ডান পাশে লাইক দিন👍
03/02/2025

মুসলমান হলে ডান পাশে লাইক দিন👍

07/01/2025

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই 🥀❤️

04/01/2025

কেমন আছেন সবাই 🥀❤️

02/01/2025

কেমন আছেন সবাই, চলে আসলাম আবার 🥀❤️💜

Address

Dhaka

Telephone

+12125813300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jubayer World 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category