Banglavumi

Banglavumi We make film and documentary

Sylvia Plath
15/07/2025

Sylvia Plath

আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুলকুয়াশার; কবেকার পাড়াগাঁর...
23/03/2025

আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল
কুয়াশার; কবেকার পাড়াগাঁর মেয়েদের মতো যেন হায়
তারা সব; আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল
জোনাকিতে ভ’রে গেছে; যে-মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ–কোনো সাধ নাই তার ফসলের তরে;

আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রিটিরে ভালো,
খড়ের চালের পরে শুনিয়াছি মুগ্ধরাতে ডানার সঞ্চার:
পুরোনো পেঁচার ঘ্রাণ; অন্ধকারে আবার সে কোথায় হারালো!
বুঝেছি শীতের রাত অপরূপ, মাঠে-মাঠে ডানা ভাসাবার
গভীর আহ্লাদে ভরা; অশথের ডালে-ডালে ডাকিয়াছে বক;
আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক;

আমরা দেখেছি যারা বুনোহাঁস শিকারীর গুলির আঘাত
এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে,
আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের ’পরে হাত,
সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে;
শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ
আমরা পেয়েছি যারা ঘুরেফিরে ইহাদের চিহ্ন বারোমাস;

দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ,
হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা,
ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ,
চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হ’য়ে ঝরেছে দু-বেলা
নির্জন মাছের চোখে; পুকুরের পারে হাঁস সন্ধ্যার আঁধারে
পেয়েছে ঘুমের ঘ্রাণ–মেয়েলি হাতের স্পর্শ ল’যে গেছে তারে;
মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে,
বেতের লতার নিচে চড়ুয়ের ডিম যেন নীল হ‘য়ে আছে,
নরম জলের গন্ধ দিয়ে নদী বার বার তীরটিরে মাখে,
খড়ের চালের ছায়া গাঢ় রাতে জ্যোৎস্নার উঠানে পড়িয়াছে;
বাতাসে ঝিঁঝির গন্ধ—বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে;
নীলাভ নোনার বুকে ঘন রস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে;

আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল-লাল ফল
পড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে;
যত নীল আকাশেরা র’য়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল;
পথে-পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর ’পরে;
আমরা দেখেছি যারা শুপুরীর সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ,
প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতে সবুজ সহজ;

আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হ’লে পর
পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা
ক’য়ে গেছে; আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর
আরো-এক আলো আছে: দেহে তার বিকালবেলার ধূসরতা;
চোখের-দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হ’য়ে আছে স্থির:
পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর;

আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর? জানি না কি আহা,
সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে
ধূসর মৃত্যুর মুখ; একদিন পৃথিবীতে স্বপ্ন ছিলো—সোনা ছিলো যাহা
নিরুত্তর শান্তি পায়; যেন কোন্ মায়াবীর প্রয়োজনে লাগে।
কি বুঝিতে চাই আর? . . . রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক
শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক!

~
মৃত্যুর আগে
জীবনানন্দ

03/03/2025

পুলিশে যাওয়ার ইচ্ছে হয় না।
লাইফ নাই।
প্রচুর শ্রম, কিন্তু কোন স্বীকৃতিও নেই।
সবাই গালাগাল করে।
সবাই বলে, পুলিশে গেলে নাকি ইমান থাকে না।
আরে বেটা শুধুমাত্র একদিনের জন্য ট্রাফিক পুলিশ যদি ইমানদার হয়ে যায়, ঢাকা শহরের ৮০ ভাগ বাস বাতিল হয়ে যাবে। রাজউক আর সিটি কর্পোরেশন ইমানদার হয়ে গেলে ঢাকা শহরের ৫০ ভাগ বাসাবাড়ি ভেঙে দিতে হবে। ভাঙা পড়বে নদী-নর্দমা দখল করে গড়ে তোলা অনেক ইস্কুল, কলেজ, ধর্মগৃহও। মাঝেমধ্যে মনে হয়, ইমান কেউ খাটায় না বলেই দেশটা টিকে আছে!

~ রক্ত শ্বাপদ প্রেম।। ঢাকা ডেস্টোপিয়া ২০২৪

আব্বা বলতো, খিদার কথা শুনে মানুষ নরম হয়ে যায়। যখন কোনো কিছুতেই কাউকে কাবু করতে পারবি না তখন ভাত চাইবি। পরিস্থিতির চাপে য...
02/03/2025

আব্বা বলতো,

খিদার কথা শুনে মানুষ নরম হয়ে যায়। যখন কোনো কিছুতেই কাউকে কাবু করতে পারবি না তখন ভাত চাইবি।

পরিস্থিতির চাপে যদি শত্রুর ঘরেও আশ্রয় নিতে হয়, কিচ্ছুটি না বলে ভাত চেয়ে বসবি। দেখবি শত্রুও নরম হয়ে গেছে। আমি তাই চাইলাম। সেই সকাল থেকে না-খাওয়া। খিদায় পেট চুঁচুঁ করছে। চোখ দুইটা অন্ধকার হয়ে আসছে।

আব্বার কথা ইয়াদ করলাম। করুণ স্বরে বললাম, "অনেক খিদা লাগছে ভাই। দুইটা ভাত খাব, জল খাব।"

উপন্যাস: রক্ত শ্বাপদ প্রেম
লেখক: মুহম্মদ নিজাম
প্রকাশনী: বায়ান্ন '৫২ (স্টল নং ৭৫৬, মুক্তমঞ্চের পেছনে)
প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৫
মূদ্রিত মূল্য: ২৫২
চিত্রঋণ- Tajnia Ahmed Labanna

অগ্নিমঙ্গল × বহিঃপীর ❤️
28/02/2025

অগ্নিমঙ্গল × বহিঃপীর

❤️

27/02/2025

১৫০ টাকায় "রক্ত শ্বাপদ প্রেম"। শুধুমাত্র মেলার জন্য প্রযোজ্য!

আর যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, কল দিন এই নাম্বারে- 017 99 88 22 85

আজ বৃহস্পতিবার মেলায় থাকব বিকেল সাড়ে তিনটা থেকে। আগামীকাল মেলার শেষ দিন থাকব দুপুর দুইটা থেকে শেষ অবধি।

রক্ত শ্বাপদ প্রেম
বায়ান্ন।। স্টল নং ৭৫৬

21/02/2025

মনে আছে?

বইয়ের কাহিনী বিন্যাস বেশ সুপরিকল্পিত এবং সুবিন্যস্ত মনে হয়েছে। লেখক দাবা খেলেন কিনা জানি না। গল্পে চরিত্রের প্রবেশ দেখে ...
21/02/2025

বইয়ের কাহিনী বিন্যাস বেশ সুপরিকল্পিত এবং সুবিন্যস্ত মনে হয়েছে। লেখক দাবা খেলেন কিনা জানি না। গল্পে চরিত্রের প্রবেশ দেখে দাবা খেলার কথা মনে পড়ে যাচ্ছিল। খুব সন্তর্পনে একের পর এক চরিত্র আর ঘটনা এসেছে। দুটোর কোনোটিই হুড়মুড় করে আছড়ে পড়েনি। এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। বর্তমান কালের অধিকাংশেই 'হুড়মুড় করে ঢুকে পড়া'র ব্যাপারটা লক্ষ করেছি।

গল্পের পাশাপাশি লেখক এত এত তথ্য দিয়েছেন, অন্তত আমার কাছে বেশ ভালোই লেগেছে ব্যাপারটা। একটা বই শেষ করে ফেললাম, অথচ একটা ফ্ল্যাট গল্প ছাড়া আর কিছুই জানা হল না - এমনটা ভাবতেও গা গুলোয়। (এইখানে বইয়ের জন্য মন্দের ভালো। যারা গল্প পড়তে চায়, আর যারা প্রবন্ধের প্রতি আসক্ত- বইটা ধরিয়ে দিলে দুই শ্রেণীর পাঠকই অন্তত 'মন্দ নহে' বলতে বাধ্য।)

মন্দের ভালো বললাম এইজন্য কারণ কিছু কিছু জায়গায় বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো দেয়া হয়েছে তা গল্পের প্রয়োজনেই হয়ত খুব বেশি বিস্তৃত করা সম্ভব হয়নি কিন্তু মাঝে মাঝে খাপছাড়া মনে হয়েছে। তাতে অবশ্য গল্পপ্রবাহে তেমন বাঁধার সৃষ্টি হয়নি।

হেলেদুলে, গান শুনতে শুনতে বা পাশের জনের সাথে কথা বলতে বলতে পড়ার মত বই না 'ঝড়'। লেখক বেশ খাঁটাখাটুনি করে লিখেছেন তা যেমন প্রতীয়মান, একইসাথে গল্পের গাঁথুনী এতটাই মজবুত যে, আপনাকেও পূর্ণ মনোযোগ দিয়ে প্রতিটি অংশ পড়ে যেতে হবে।

লেখক নিজেও 'হুড়মুড়' ব্যাপারটা গল্পে রাখেননি, আর পাঠককেও 'হুড়মুড়' করে পড়ে ফেলার মত আয়েশ দেন নি।

নতুন (৩/৪বছরের মধ্যে বুঝাচ্ছি) প্রকাশিত বইগুলোর মধ্যে এ বছরের সেরা পঠন হওয়ার সম্ভাবনা প্রবল (আমার)।

লিখেছেন- Tarek Siddiki Taki

18/02/2025

২০২৫-এর মেলার অন্যতম আলোচিত বই "রক্ত শ্বাপদ প্রেম" নিয়ে কথা বলছি। এইটুকু হচ্ছে ট্রেইলার, বিস্তারিত রিভিউ লিংক কমেন্টে!

১. ঝড় ও জনৈক চিন্তাবিদ ২. কবি ও কঙ্কাবতী ৩. অগ্নিপুরাণ ৪. বেগানা পুষ্প ৫. অগ্নিমঙ্গল ৬. তমসা নদীর তীরে৭. জলগাভীদের উপকথা...
18/02/2025

১. ঝড় ও জনৈক চিন্তাবিদ
২. কবি ও কঙ্কাবতী
৩. অগ্নিপুরাণ
৪. বেগানা পুষ্প
৫. অগ্নিমঙ্গল
৬. তমসা নদীর তীরে
৭. জলগাভীদের উপকথা এবং তার পরের কথা
৮. নর্তকী ও পুঁজিপতি শাসিত এই ব্রোথেল পৃথিবীতে
৯. রক্ত শ্বাপদ প্রেম

প্রেম ও যুদ্ধদিনের গল্প..

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglavumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglavumi:

Share