24/12/2024
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারাকাতুহ।
প্রিয় পাঠক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন।
একটা দুঃখের সংবাদ আপনাদের দিতেই হচ্ছে—
এই বছরটা ইবরাতের ও ইবরাত পরিবারের তেমন একটা ভালো সময় কাটেনি। ২০২৪ এর পুরোটা সময় ইবরাত ও ইবরাত পরিবার খুব কঠিন সময় কাটিয়েছে। এমনকি সেটা একান্তই আমাদের টেকনিকাল ও পার্সোনাল কিছু সমস্যার কারণে। আমাদের একেবারেই লো এক্টিভিটি দেখে আপনারা নিশ্চয়ই তা অনুমান করতে পেরেছেন।
তবে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, ইবরাত তার সমস্ত সীমাবদ্ধতা ও সমস্যাকে পিছনে ঠেলে ২০২৫ সালে এমন কিছু ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করছে, যা সত্যিই নির্বিকল্প! আপনারা আমাদের জন্য দুআ করবেন, এবং আমাদের পাশে থাকবেন ইন শা আল্লাহ।
আবারো জেগে উঠবে ইবরাত তার পুরোনো দিনের মত ইন শা আল্লাহ। কাগজের মলাটে আবারো পুরোনো সেই ইবরাতকে দেখা যাবে ২৫ এর নতুন বাংলাদেশের সব নতুন গল্পকথা নিয়ে ইন শা আল্লাহ।
ইবরাত পাবলিকেশন
সভ্য চেতনার নব্য প্রকাশ