ইবরাত পাবলিকেশন

ইবরাত পাবলিকেশন সভ্য চেতনার নব্য প্রকাশ

24/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারাকাতুহ।
প্রিয় পাঠক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন।

একটা দুঃখের সংবাদ আপনাদের দিতেই হচ্ছে—

এই বছরটা ইবরাতের ও ইবরাত পরিবারের তেমন একটা ভালো সময় কাটেনি। ২০২৪ এর পুরোটা সময় ইবরাত ও ইবরাত পরিবার খুব কঠিন সময় কাটিয়েছে। এমনকি সেটা একান্তই আমাদের টেকনিকাল ও পার্সোনাল কিছু সমস্যার কারণে। আমাদের একেবারেই লো এক্টিভিটি দেখে আপনারা নিশ্চয়ই তা অনুমান করতে পেরেছেন।

তবে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, ইবরাত তার সমস্ত সীমাবদ্ধতা ও সমস্যাকে পিছনে ঠেলে ২০২৫ সালে এমন কিছু ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করছে, যা সত্যিই নির্বিকল্প! আপনারা আমাদের জন্য দুআ করবেন, এবং আমাদের পাশে থাকবেন ইন শা আল্লাহ।

আবারো জেগে উঠবে ইবরাত তার পুরোনো দিনের মত ইন শা আল্লাহ। কাগজের মলাটে আবারো পুরোনো সেই ইবরাতকে দেখা যাবে ২৫ এর নতুন বাংলাদেশের সব নতুন গল্পকথা নিয়ে ইন শা আল্লাহ।

ইবরাত পাবলিকেশন
সভ্য চেতনার নব্য প্রকাশ

এর থেকে আনন্দের সত্যিই আর কিছু হতে পারেনা!😘আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!🌸
23/12/2024

এর থেকে আনন্দের সত্যিই আর কিছু হতে পারেনা!😘

আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!🌸

29/08/2024

কী হয় স্রোতের সাথে না চললে? অন্যদের থেকে আলাদা হলে? আল্লাহর পথে চলাই তো যথেষ্ট একজন মুসলিমের জন্য; দুনিয়ার মানুষ যাই ভাবুক, যাই বলুক।

26/08/2024

ফেনীর মত নোয়াখালীও এখন আর ভালো নেই!

নোয়াখালীর বন্যার অবস্থা ফেনীর মত ভয়াবহ রূপ ধারণ করছে!

21/08/2024

আমাদের নোয়াখালীকে আপনাদের দুআয় রাখুন..!

09/08/2024

সম্মানিত পাঠকবৃন্দ!
আসসালামু আলাইকুম।

দীর্ঘদিন যাবৎ ইবরাতের আইডি ও পেইজের রিচ একেবারেই ডাউন। আমরা অনেক চেষ্টা করার পরেও দুটোর কোনোটার-ই রিচ ফিরিয়ে আনতে পারছিনা। তাই আমরা আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। অনুগ্রহ করে আপনারা এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়ে বাধিত করবেন যে, কী করলে বা কি পদক্ষেপ হাতে নিলে আমরা আমাদের আইডি ও পেইজের রিচ পুনরায় ফিরিয়ে আনতে পারবো, অনুগ্রহ করে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমাদের বাধিত করবেন ইন শা আল্লাহ। ধন্যবাদ।

07/08/2024

অন্তর্বর্তীকালীন সরকার প্যানেলে ধর্মমন্ত্রনালয়ের দায়িত্বে আপনারা কে কাকে চাচ্ছেন..?

কমেন্টে আপনার মন্তব্য লিখুন!

নতুন সূর্যোদয়ের অপেক্ষায় ইন শা আল্লাহ..!
03/08/2024

নতুন সূর্যোদয়ের অপেক্ষায় ইন শা আল্লাহ..!

একুশে বইমেলায় আমাদের দুটো বই-ই পাওয়া যাচ্ছে। প্রাপ্তিস্থান—২০৭ ও ২০৮ পরিবেশক—বাংলার প্রকাশন
29/02/2024

একুশে বইমেলায় আমাদের দুটো বই-ই পাওয়া যাচ্ছে।
প্রাপ্তিস্থান—২০৭ ও ২০৮
পরিবেশক—বাংলার প্রকাশন

আলহামদুলিল্লাহ বই আমাদের স্টকে চলে এসেছে। কাল থেকে বইমেলায় পাওয়া যাবে ইন শা আল্লাহ। বাংলার প্রকাশনের স্টলে। স্টল নং—২০৭ ...
22/02/2024

আলহামদুলিল্লাহ বই আমাদের স্টকে চলে এসেছে।

কাল থেকে বইমেলায় পাওয়া যাবে ইন শা আল্লাহ।
বাংলার প্রকাশনের স্টলে।
স্টল নং—২০৭ ও ২০৮

Address

Dhaka

Telephone

+8801838587257

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইবরাত পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইবরাত পাবলিকেশন:

Share

Category