
06/05/2025
যাদের পে আউটের তথ্য ভুল আছে, এখনই ঠিক করে নিন। ফেসবুক যদি ভেরিফিকেশনের সময় আপনার দেওয়া তথ্য ঠিক না পায়, তাহলে পে আউট ডিজেবল হয়ে যাবে।
তাই দেরি না করে তথ্য সঠিক করে দিন।
কি কি তথ্য মিল থাকতে হবে!
✔️ নামের মিল – আপনার পেআউট অ্যাকাউন্টে যেই নাম আছে, সেটা অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট বা ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে মিল থাকতে হবে।
✔️ঠিকানা (Address) – ফেসবুকে দেওয়া ঠিকানার সঙ্গে সরকারি পরিচয়পত্র বা ব্যাংক ডকুমেন্টে থাকা ঠিকানার মিল থাকতে হবে।
✔️ব্যাংক তথ্য (Bank Info) –
ব্যাংক একাউন্ট নাম্বার:
ব্যাংকের নাম:
SWIFT CODE:
একাউন্ট হোল্ডারের নাম ঠিক আছে কিনা:
✔️ট্যাক্স তথ্য ( অবশ্যই যার নামে পে আউট সেট-আপ করবেন তার নামে টিন লাগবে)
যদি ফেসবুক পে আউট ভেরিফিকেশন খুঁজে!
তথ্যগুলোর মধ্যে নাম ও ব্যাংক একাউন্টের তথ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটাও ভুল থাকলে পেআউট ডিজেবল হয়ে যেতে পারে।
(Copy)