
06/05/2024
পৃথিবীতে যতরকম সম্পর্ক থাকুক না কেন,
বন্ধুত্বের সম্পর্কটা একটু আলাদা। 🙂
অন্যান্য সম্পর্কগুলোর চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু অন্যরকম।
বন্ধুদের নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই মাথায় আসে একরাশ আবেগের কথা। বন্ধু মানে আবেগ, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে হাজারো অভিমান, মারামারি আর দিনশেষে আপন সত্ত্বা। বন্ধু মানে সবকিছু। বন্ধু মানে কলিজা। আসলে বন্ধুত্বের সজ্ঞা এভাবে কয়েকটি বাক্যের মাধ্যমে বুঝানো সম্ভব নয়। বন্ধুত্ব মানে একটা বিশাল ব্যাপার৷