20/10/2025
গতকাল শ্বশুরবাড়িতে এসেছি, আমার শ্বশুর বাড়ি নওগাঁ জেলায়। আমার ননদ আর ননদের জামাইও আমাদের সাথে এসেছে। এদিকে খুব ভালো শীত পড়েছে।
যেহেতু অনেকদিন পর বেড়াতে এসেছি আমরা, তাই আজ বাসায় অনেক ধরনের রান্না বান্না চলতেছে। রান্নার এতই চাপ যে ঘাড় ঘুরানোর সময় নেই। বাসায় নানা শ্বশুরবাড়ি থেকে অতিথিরা এসেছে। রাত আটটার দিকে, আমি নিজ ইচ্ছায় পিঠা বানানোর রুটিগুলো বানাচ্ছিলাম। অনেক সময় বসে থাকার কারণে পিঠে একটু পর পর টান লাগতেছিল। তো আমি একবার বললাম যে আমার খুব ব্যথা করতেছে। এটা শুনে আমার নানি শাশুড়ি বলল একটা বাচ্চা হইছে তাতে এই অবস্থা! বুড়ি হলে কি করতা, আরো কিছু কটুক্তি করল। আমার খুব খারাপ লাগতেছিল। সাথে সাথেই আমার শাশুড়ি উঠে বলল, ওর তো সিজার হইছে সিজারের ব্যথা তুমি আর আমি বুঝবোনা মা। কি যেন একটা সুই দেয় এই সুইতে সারা জীবন প%*ঙ্গু হয়ে যাওয়া লাগে। ওর খুব কষ্ট হইতেছে। আমার নানী শাশুড়ি শুনে মুখ ভাস্কা%*লো। তখন আমার ননদ আর আমার শাশুড়ি জোর করে আমাকে তুলে দিল। হাতটাও ধুতে দেয় নাই। ঘরে গিয়ে ছেড়ে নিয়ে শুয়ে থাকো, কোমরের ব্যথা কমলে তারপরে এসে খাবার খেও মা । আমি চলে আসায় আমার হাজব্যান্ড গিয়ে আমার শাশুড়িকে সাহায্য করতে ছিল। বিশ্বাস করেন আমার কোমরে খুব ব্যথা করতেছিল আপুরা। ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ উঠে দেখি আমার শাশুড়ি মশার কয়েল দিচ্ছে আর বলতেছে একটু কয়েল ধরিয়ে নেবে না বা মশারি টানাবা না! তোমাদের ম%*শা কামড়াচ্ছিল। আর বলতেছে মা তোমার আজ একটু কষ্ট হয়ে গেছে তোমার কখনো কাজ করা লাগবে না। আজ বাসায় লোক নাই তাই তুমি একটু সাহায্য করলে কিছু মনে করো না। আসলে কাজ করা বা না করো বড় কথা না, সে যে আমাকে ভালবাসে আমার কষ্ট বোঝে এটাই আমার জন্য অনেক। সে আমার শাশুড়ি না মা।
💙