Govt. Murapara College

Govt. Murapara College Murapara University College Official Page

15/05/2025
08/04/2025
27/02/2025

এতদ্বারা সরকারি মুড়াপাড়া কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যারা এখনো রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারোনি তারা আগামী ০১/০৩/২০২৫ তারিখ শনিবার কলেজ অফিস থেকে সংগ্রহ করতে বলা হলো।

অধ্যক্ষ,
সরকারি মুড়াপাড়া কলেজ।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির  সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপবৃত্তি সংক্রান্ত কিছু তথ্যাদি :-১) উপবৃত্তির ফরমটি...
14/02/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপবৃত্তি সংক্রান্ত কিছু তথ্যাদি :-

১) উপবৃত্তির ফরমটি অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে প্রয়োজনীয় প্রত্যেকটি ঘরই ভালোভাবে ফিলাপ করতে হবে।

২) অভিভাবকের জায়গায় অবশ্যই পিতা অথবা মাতাকে নির্বাচন করতে হবে।
তবে পিতা এবং মাতা যদি জীবিত না থাকেন সেক্ষেত্রে অন্য রিলেটিভকে অভিভাবক দেওয়া যাবে।

৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মোবাইল ব্যাংকিং কোনটা দিবে?
এখানে অবশ্যই শুধুমাত্র "নগদ" একাউন্ট ব্যবহার করতে হবে।

৪) অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করবে অবশ্যই তাঁর ভোটার আইডি কার্ড দিয়ে উক্ত নগদ একাউন্ট খুলতে হবে। এবং উক্ত সিমটি অবশ্যই অভিভাবকের নামে নিবন্ধিত থাকতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

৫)ছাত্র-ছাত্রীদের জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ১৭ নম্বরের হতে হবে।

৬) শিক্ষার্থী যদি অন্য কোন উৎস হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকে যেমন মেধাবৃত্তি,সাধারণ ব্যক্তি, অভিভাবকের মাধ্যমে কোন শিক্ষাভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

উপবৃত্তি ফর্ম আগামী ১৬/০২/২০২৫ তারিখ রবিবার কলেজ অফিস হতে বিনামূল্যে বিতরণ করা হবে।
উক্ত ফর্ম নির্ভুলভাবে পূরণ করে ১৯/০২/২০২৫ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত শিক্ষকগণের নিকট জমাদান করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে।
১) শিক্ষার্থীর এসএসসি রেজিষ্ট্রেশন কার্ড ও ১৭ ডিজিট বিশিষ্ট জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
২) বাবা-মায়ের ১০/১৭ ডিজিটের এন আই ডি কার্ডের ফটোকপি।
৩) এছাড়াও নির্ধারিত শিক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় কাগজপত্র ফর্মের সাথে জমা দিতে হবে।
৪) অসম্পূর্ণ আবেদন বাতিল বলে বিবেচিত হবে।

25/01/2025

ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষা ২০২৩ এর পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের পরীক্ষার প্রবেশপত্র ২৬/০১/২০২৫ তারিখ রবিবার বেলা ০২:০০ ঘটিকা হতে কলেজ অফিস থেকে বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট সকলকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বলা হলো।

অধ্যক্ষ,
সরকারি মুড়াপাড়া কলেজ।

প্রিয় ক্যাম্পাস ❤️
24/11/2022

প্রিয় ক্যাম্পাস ❤️

Address

Murapara University College
Dhaka
1464

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Murapara College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Govt. Murapara College:

Share