14/02/2025
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপবৃত্তি সংক্রান্ত কিছু তথ্যাদি :-
১) উপবৃত্তির ফরমটি অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে প্রয়োজনীয় প্রত্যেকটি ঘরই ভালোভাবে ফিলাপ করতে হবে।
২) অভিভাবকের জায়গায় অবশ্যই পিতা অথবা মাতাকে নির্বাচন করতে হবে।
তবে পিতা এবং মাতা যদি জীবিত না থাকেন সেক্ষেত্রে অন্য রিলেটিভকে অভিভাবক দেওয়া যাবে।
৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মোবাইল ব্যাংকিং কোনটা দিবে?
এখানে অবশ্যই শুধুমাত্র "নগদ" একাউন্ট ব্যবহার করতে হবে।
৪) অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করবে অবশ্যই তাঁর ভোটার আইডি কার্ড দিয়ে উক্ত নগদ একাউন্ট খুলতে হবে। এবং উক্ত সিমটি অবশ্যই অভিভাবকের নামে নিবন্ধিত থাকতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
৫)ছাত্র-ছাত্রীদের জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ১৭ নম্বরের হতে হবে।
৬) শিক্ষার্থী যদি অন্য কোন উৎস হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকে যেমন মেধাবৃত্তি,সাধারণ ব্যক্তি, অভিভাবকের মাধ্যমে কোন শিক্ষাভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
উপবৃত্তি ফর্ম আগামী ১৬/০২/২০২৫ তারিখ রবিবার কলেজ অফিস হতে বিনামূল্যে বিতরণ করা হবে।
উক্ত ফর্ম নির্ভুলভাবে পূরণ করে ১৯/০২/২০২৫ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত শিক্ষকগণের নিকট জমাদান করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে।
১) শিক্ষার্থীর এসএসসি রেজিষ্ট্রেশন কার্ড ও ১৭ ডিজিট বিশিষ্ট জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
২) বাবা-মায়ের ১০/১৭ ডিজিটের এন আই ডি কার্ডের ফটোকপি।
৩) এছাড়াও নির্ধারিত শিক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় কাগজপত্র ফর্মের সাথে জমা দিতে হবে।
৪) অসম্পূর্ণ আবেদন বাতিল বলে বিবেচিত হবে।