Anisur Rahman Roni

Anisur Rahman Roni Hello there,

Hope you're doing great and safe! I appreciate that you have reached out to my profile. Warm Regards,
Roni

Helping Businesses in Expanding Online Through My Digital Marketing Services || Currently, I'm the Business Development Manager & Digital Marketing Manager at bdCalling IT Ltd (ScaleUp Ads Agency) My name is Anisur Rahman Roni, and I'm a certified digital marketing specialist. I work with people to grow their business using Google Ads, Facebook Ads, Instagram Ads, Bing Ads, Linkedin Ads, Twitter A

ds, TikTok Ads, Snapchat Ads, etc. I'm an expert in setting up and managing Data-Driven marketing campaigns on various platforms. I can set up Google Analytics, Google Tag Manager, and Microsoft Clarity on your website to measure the performance of the website and the campaigns to make Data-Driven decisions about your business. Also, I make reports with Looker Studio to better understand your marketing campaign performance. If you need any assistance or if you're looking for a digital marketing specialist to grow your online business, please don't hesitate to contact me. My contacts are the following:

Name: Anisur Rahman Roni
Phone: 01778184756, or 01302387721
Email: [email protected]

Thank you so much for your valuable time and consideration.

20/10/2025

Amazing Speech by Denzel Washington.

20/10/2025

Muniba Mazari's Powerful Message on Overcoming Life's Greatest Challenges

Feelings আর Emotion এর মধ্যে পার্থক্যঅনেকেই জানেন না feelings আর emotions এর মধ্যে পার্থক্য কী। যদিও অনেক সময় এগুলো একে ...
18/09/2025

Feelings আর Emotion এর মধ্যে পার্থক্য

অনেকেই জানেন না feelings আর emotions এর মধ্যে পার্থক্য কী। যদিও অনেক সময় এগুলো একে অপরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, আসলে এগুলো আলাদা psychological এবং physiological experience নির্দেশ করে। এই পার্থক্য বোঝা মানেই হলো নিজের emotional intelligence এবং self-awareness বাড়ানো।

Emotions: The Physical Foundation

Emotions হলো স্বল্পস্থায়ী, physiological response কোনো উদ্দীপক এর প্রতি। এগুলোর উৎপত্তি হয় brain-এর limbic system থেকে (যেমন amygdala)। মূলত এগুলো chemical reaction। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো threat দেখেন, আপনার brain সাথে সাথে cortisol আর adrenaline নামক hormone release করে। এর ফলে heart beat বেড়ে যায়, ঘাম হয়, sense আরও active হয়ে যায়। এটিই হলো emotion “fear।”

Emotions সর্বজনীন এবং instinctual। বিজ্ঞানীরা কিছু basic emotions চিহ্নিত করেছেন যেগুলো সব সংস্কৃতিতেই একরকমভাবে ধরা পড়ে, যেমন happiness, sadness, anger, fear, surprise, আর disgust। এগুলো আমরা বেছে নেই না; স্বয়ংক্রিয়ভাবে ঘটে যায়। মূলত এগুলো আমাদের body-কে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে প্রস্তুত করে।

Feelings: The Conscious Experience

অন্যদিকে, feelings হলো emotions-এর সচেতন ব্যাখ্যা। যেখানে emotion হলো শারীরিক প্রতিক্রিয়া, সেখানে feeling হলো সেই প্রতিক্রিয়ার subjective experience। যেমনঃ যদি adrenaline release হয় আর heart দ্রুত ধকধক করে, আপনি সচেতনভাবে সেই অবস্থাকে “anxious” অথবা “excited” হিসেবে লেবেল করেন। এই ব্যাখ্যাগুলো তৈরি হয় brain এর neocortex এ, যেটি higher-level thought আর consciousness এর জন্য দায়ী।

Feelings ব্যক্তিগত এবং context এর ওপর নির্ভরশীল। আপনার পূর্ব অভিজ্ঞতা, বিশ্বাস, আর স্মৃতি এগুলোকে প্রভাবিত করে। একই emotion (যেমন rapid heartbeat) দুইজন ভিন্নভাবে অনুভব করতে পারে। একজন হয়তো excitement অনুভব করবে, আরেকজন anxiety পরিস্থিতি এবং ব্যক্তিগত ইতিহাসের ওপর নির্ভর করে। তাই feeling মূলত আপনার নিজের তৈরি করা গল্প, যা আপনি আপনার emotion এর ওপর আরোপ করেন।

The Crucial Distinction

সহজভাবে বললে: emotion হলো raw, instinctual alarm signal— শরীর থেকে আসা বার্তা। আর feeling হলো মস্তিষ্কের দেওয়া ব্যাখ্যা, সেই বার্তার মানে কী।

এই পার্থক্য বোঝা ব্যক্তিগত উন্নতির জন্য খুবই জরুরি। আপনি যদি শারীরিক sensation (emotion) আর মানসিক narrative (feeling) আলাদা করতে পারেন, তাহলে অনেক বেশি নিয়ন্ত্রণ আসবে। যেমন panic feeling এ ভেসে যাওয়ার বদলে আপনি বুঝতে পারবেন যে, এটি আসলে শুধু fear emotion। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কীভাবে প্রতিক্রিয়া জানাবেন।

এই ক্ষমতা অর্থাৎ নিজের ভেতরের অবস্থা বিচার না করে পর্যবেক্ষণ করতে পারা হলো mindfulness এবং emotional regulation এর মূল বিষয়।

Conclusion

Feelings আর emotions এর পার্থক্য বোঝা মানেই কেবল প্রতিক্রিয়া দেওয়া থেকে সরে এসে সচেতনভাবে response দেওয়া। আর এটাই হলো আমাদের inner world এর সাথে আরও স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করার প্রথম ধাপ।

একটা ভালো বন্ধু খুঁজে পাওয়া আসলে খুব সহজ কাজ না, কিন্তু কিছু জিনিস খেয়াল রাখলে আপনি সঠিক মানুষটাকে বেছে নিতে পারবেন। ভ...
17/09/2025

একটা ভালো বন্ধু খুঁজে পাওয়া আসলে খুব সহজ কাজ না, কিন্তু কিছু জিনিস খেয়াল রাখলে আপনি সঠিক মানুষটাকে বেছে নিতে পারবেন। ভালো বন্ধু বেছে নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে দেওয়া হলো:

১. সততা এবং বিশ্বাস (Honesty and Trust)
সম্পর্কের ভিত্তি হলো সততা। আপনার এমন একজন বন্ধু দরকার যে আপনার সাথে সব সময় সৎ থাকবে, এমনকি যখন সত্যিটা কঠিন হয় তখনও। এমন মানুষ বিশ্বাসযোগ্য হয়, আর তাদের ওপর আপনি ভরসা করতে পারবেন।

২. বোঝাপড়া এবং সম্মান (Understanding and Respect)
আপনার বন্ধুকে অবশ্যই আপনার অনুভূতি এবং মতামতকে সম্মান করতে হবে, আপনার সঙ্গে একমত না হলেও। যারা একে অপরের প্রতি সম্মান দেখায়, তাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়।

৩. ভালো এবং খারাপ সময়ে পাশে থাকা (Support Through Thick and Thin)
একজন ভালো বন্ধু কেবল আপনার খুশির সময়ে আপনার পাশে থাকে না, বরং আপনার দুঃখ, কষ্ট এবং কঠিন সময়েও আপনার পাশে থাকে। বিপদের সময় যারা আপনার হাত ধরে রাখে, তারাই সত্যিকারের বন্ধু।

৪. ইতিবাচক প্রভাব (Positive Influence)
এমন বন্ধুর সঙ্গে থাকুন যে আপনাকে জীবনের ভালো দিকে উৎসাহিত করে। যারা আপনার স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জন্য আপনাকে প্রেরণা দেয়, তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। নেতিবাচক বা বিষাক্ত প্রভাব থেকে দূরে থাকাই ভালো।

৫. ব্যক্তিগত দূরত্ব এবং স্বাধীনতা (Personal Space and Freedom)
ভালো বন্ধুত্বের মধ্যে একে অপরের ব্যক্তিগত দূরত্বকে সম্মান জানানো হয়। একজন ভালো বন্ধু আপনাকে আপনার নিজের জীবন এবং নিজস্ব শখ-আহ্লাদ উপভোগ করার সুযোগ দেবে, সম্পর্কের মধ্যে দমবন্ধ ভাব তৈরি করবে না।

৬. ক্ষমা এবং সহনশীলতা (Forgiveness and Tolerance)
কোনো মানুষই নিখুঁত নয়, ভুল হতেই পারে। একজন ভালো বন্ধু আপনার ছোটখাটো ভুল বা দোষ-ত্রুটি ক্ষমা করতে পারে এবং তাদের নিজেদেরও ভুল স্বীকার করার মতো মানসিকতা থাকে।

এই দিকগুলো বিবেচনা করে আপনি আপনার জন্য একজন ভালো বন্ধু খুঁজে নিতে পারেন। মনে রাখবেন, বন্ধুত্ব একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক; তাই আপনিও বন্ধুর প্রতি একই রকম সততা, সম্মান এবং সমর্থন দেখাবেন।

 #প্রেরকফাউন্ডেশন #বিবৃতি
04/07/2025

#প্রেরকফাউন্ডেশন
#বিবৃতি

#প্রেরকফাউন্ডেশন
#বিবৃতি

03/06/2025

Love You Papa!

The 7 Ps of marketing is also known as the marketing mix. They are an extension of the 4 Ps of marketing, which were est...
15/03/2025

The 7 Ps of marketing is also known as the marketing mix. They are an extension of the 4 Ps of marketing, which were established by Professor James Culliton in 1948.

The 7 Ps of marketing can help businesses Meet the needs of their consumers, Boost their brand image, Differentiate their brand, and Achieve long-lasting success.

The Physocology of success on socialmedia.
15/03/2025

The Physocology of success on socialmedia.

06/03/2025

13-year-old DJ Daniel was sworn into the Secret Service last night at the Joint Session.

President Trump invited him to the Oval Office today, where Special Agent Daniel gave the President a "big hug." 🇺🇸

Source: https://x.com/WhiteHouse

"Just get us some quick wins with Google Ads" is what clients tell us all the time.When Ahrefs studied the age of top-ra...
06/03/2025

"Just get us some quick wins with Google Ads" is what clients tell us all the time.

When Ahrefs studied the age of top-ranking pages, they discovered that only 22% of pages in Google's top 10 were less than 1 year old.

Let that sink in.

When advising SMB "Small and Medium-sized Business" clients, sometimes I share these eye-opening stats:

PPC Traffic Value: The moment you stop paying, traffic drops to zero

SEO Traffic Value: Ahrefs' blog gets 419,000 monthly organic visits worth an estimated $548,000 per month if purchased via PPC

Long-term ROI: That's $6.5 million per year in value from SEO content

Choose PPC when:

↳ You need immediate results (product launches, seasonal offers)
↳ You have an innovative product no one searches for yet
↳ You're promoting commercial/transactional pages
↳ You want to test audience response quickly

Choose SEO when:

↳ You're targeting informational keywords
→ (CPC for "how to" content is typically under $1)
↳ You want to build a sustainable traffic asset
↳ You're working with a limited ongoing budget
↳ You want to increase your business valuation
→ (websites with organic traffic sell for higher multiples)

Smart agency owners don't pitch either/or—they recommend both:

↳ Retarget organic visitors with paid ads
↳ Use PPC data to inform SEO keyword strategy
↳ Use PPC to drive immediate results while SEO builds
↳ Promote high-performing SEO content with paid distribution

Would you rather rent traffic forever or build a traffic asset that grows in value over time?

This is a copy post from Rashidul Hasan Shamimএক সময় Facebook Ads চালানো মানেই ছিল টার্গেটিংয়ের খেলা।কোন ইন্টারেস্ট বে...
05/03/2025

This is a copy post from Rashidul Hasan Shamim

এক সময় Facebook Ads চালানো মানেই ছিল টার্গেটিংয়ের খেলা।
কোন ইন্টারেস্ট বেছে নিব,কয়টা Lookalike Audience বানাব,কোন Audience Exclude করব ইত্যাদি, ইত্যাদি।

কিন্তু ২০২৫ সালে এসে সবকিছু বদলে গেছে।
Meta এখন তার AI কে এমনভাবে সাজিয়েছে যে এখন আর ম্যানুয়ালি টার্গেটিং করার দরকারই নেই। আসলেই নেই।

অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হলো Meta AI এখন আমাদের চেয়ে ভালোভাবে বুঝতে পারে, এমনকি অনেক গুরু থেকেও ভালো জানে।
AI নিজেই কোটি কোটি ইউজারের Behavior বিশ্লেষণ করে ঠিক করে কে আপনার প্রোডাক্টে আগ্রহী। Audience কী দেখে, কোথায় ক্লিক করে, কোন বিজ্ঞাপন বেশি সময় দেয় । এসব বিশ্লেষণ করে AI সিদ্ধান্ত নেয় কার সামনে আপনার বিজ্ঞাপন দেখাবে।

প্রশ্ন আসতে পারে, Facebook এটা কিভাবে করবে? আমার Targeted Audience কে কিভাবে Facebook খুঁজে বের করবে?
আপনি যখন ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দিচ্ছেন,Description দিচ্ছেন, আবার যখন Ads দেওয়ার সময় যেই caption ব্যবহার করছেন, যেই creative ব্যবহার করছেন, Facebook এসব থেকেই বুঝতে পারে আসলে এটি কী এবং এটি কাদের কাছে নিয়ে যেতে হবে।

Facebook অনেক ভালোভাবেই জানে কে আপনার Targeted Audience।
এখন প্রোডাক্ট কিনবে কি কিনবে না, সেটা আপনার Content, Offer, Product, Brand Value, আরও অনেক কিছুর উপর নির্ভর করে।

তাহলে প্রশ্ন আসে, এখন টার্গেটিং কি একদমই দরকার নেই? সত্যি কথা বলতে গেলে, বেশিরভাগ ক্ষেত্রেই দরকার নেই। তবে কিছু কিছু বিজনেসের জন্য টার্গেটিং প্রয়জন হবে , যেমন B2B Business এর জন্য । ইকমার্স এর জন্য লাগবে না বললেই চলে ।

তাহলে আমাদের কাজ কী?

ভালো মানের Creative নিয়ে কাজ করা যা Audience এর Scroll Stop করায় ।আপনি আপনার Competitor থেকে কেন আলাদা, এটা Audience কে বোঝানো।

ধরুন, পুরো Facebook এ Audience সংখ্যা ১০ জন, আপনি Polo Shirt বিক্রি করেন এবং আপনার আরও ৯ জন Competitor আছে যারা Polo Shirt বিক্রি করে। কিন্তু Customer একজন এবং তার একটা মাত্র Polo লাগবে।ওই Customer কার কাছ থেকে Polo নিবে ? সবাই তো Polo বিক্রি করে।

ধরে নিলাম Price মোটামুটি Same, Design ও same। আবার এই একজন Audience সবার Ads দেখে থেমে যাবে, এমন ভাবার কোনো কারণ নেই।
তাহলে Polo টা কিনবে কার থেকে?

কনটেন্ট যদি ভালো না হয় আপনি আমি যতই Targeting করি না কেন Conversion কোনোদিন ভালো আসবে না।

কনটেন্ট এর পাশাপাশি ভালো একটা ল্যান্ডিং পেজ খুব দরকার। এমন একটা ওয়েবসাইট বানাইলেন যে কাস্টমার ওয়েবসাইটেই এন্ট্রি করতে পারে কিন্তু এক্সিট করতে পারে না Just like Jamuna Future Park shopping mall.

আপনার প্রথম কাজ হচ্ছে audience কে থামানো। তাকে যদি না থামাতে পারেন বাকি কোনো metrics কাউন্ট করার সুযোগ আপনি পাবেন না।
যদি Audience Content না দেখে, তাহলে কিভাবে আপনি ভালো CTR পাবেন? Landing page view পাবেন? কিভাবে Add to cart পাবেন? আর কীভাবেই বা sales পাবেন?

হিসাব একদম সোজা। আগে থামাতে হবে Audience কে, Content কনসিউম করাতে হবে।

Content-এর মাধ্যমেই Funneling হয়ে যাচ্ছে , Audience যদি আপনার Content এর সাথে Relate করতে পারে তাহলে সে Next stage এ move করবে, আর না হলে ওইখান থেকে Drop করবে।

Meta AI এর সম্পূর্ণ অ্যাডভান্টেজ পেতে হলে আপনার একটা ওয়েবসাইট অবশ্যই লাগবে । মেসেঞ্জ এর কিছু অ্যাডভান্স জিনিস আসছে যেটা দিয়ে আপনি সাময়িক সময় বিজনেস করে মোটামুটি ভালো সেল করতে পারবেন কিন্তু স্কেল করতে হলে আপনার একটা ভালো ওয়েবসাইট অবশ্যই লাগবে।

এখন আসি যারা অ্যাড নিয়ে কাজ করেন তাদের কি সেল নিয়ে আসা একমাত্র কাজ?

Facebook Ads দিয়ে Sales আনার দায়িত্ব শুধু Run করে যিনি তার না ! তার একমাত্র responsibility না। পুরো Business যদি ভালোভাবে কাজ না করে, Facebook Ads ও ভালোভাবে কাজ করবে না।

বেশিরভাগ Company যা করে, সেটা হলো একটা মানুষের উপর সব চাপিয়ে দেয়।

এখানে:
1. Content নিয়ে একজন কাজ করবে ۬
2. Ad নিজে কাজ করবে একজন
3. Copywriting নিয়ে একজন কাজ করবে
4. Planning & Strategy নিয়ে একজন কাজ করবে

তবেই না একটা ad ভালোভাবে কাজ করবে।

আবার এমনও হতে পারে, এই সব কাজ একজন ব্যক্তি করতে পারে।সেটা তো আরও ভালো হয়, তাহলে ভালো output আসার চান্স থাকে।কিন্তু আমার মনে হয়, একসাথে এত কাজ করা কঠিন এবং আউটপুট ভালো হয় না।

যিনি Ads নিয়ে কাজ করেন, তার থেকে Requirement যাবে যে তার কেমন ধরনের content লাগবে।Content team এর দায়িত্ব তাকে এইসব কিছু Delivery দেওয়া। যদি Delivery দিতে না পারে, তাহলে ধরে নিতে হবে ওই Content নিয়ে Ads রান করলে আপনি ভালো result নাও পেতে পারেন।

সো, শুধু মাত্র আমি অ্যাড রান করতে পারি বলেই আমি কি হয়ে গেলুম রে এইটা ভাবার কোনো কারণ নাই ।
নিচে আমি একটা Campaign Structure দিচ্ছি, এটা ব্যবহার করে দেখতে পারেন।

25/01/2025

Best Steps for Monthly Google Ads Management and Optimization.

Address

Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Anisur Rahman Roni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share