বাংলা ওয়াজ

বাংলা ওয়াজ সব ধরনের ওয়াজ, ইসলামিক আলোচনা, কুরান হাদিসের বয়ান, ইসলামিক ভিডিও ও ইসলামিক গানের নির্ভরযোগ্য উৎস

ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাক...
21/11/2025

ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো।

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

শেখ হাসিনার ফাঁসির রায়কে আপনি সমর্থন করেন? কমেন্ট করে জানিয়ে দিন!
18/11/2025

শেখ হাসিনার ফাঁসির রায়কে আপনি সমর্থন করেন? কমেন্ট করে জানিয়ে দিন!

ফজু Paগলা
18/11/2025

ফজু Paগলা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড
17/11/2025

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

সালাহউদ্দিন কাদের চৌধুরীর শরীর ভারী ছিলো, ফাঁসির সময় তার গলা কেটে গেছিলো। রক্তে নহর বয়ে গেছিলো তার কবরে।লে. কর্ণেল মহিউদ...
17/11/2025

সালাহউদ্দিন কাদের চৌধুরীর শরীর ভারী ছিলো, ফাঁসির সময় তার গলা কেটে গেছিলো। রক্তে নহর বয়ে গেছিলো তার কবরে।
লে. কর্ণেল মহিউদ্দিন ছিলেন প্যারালাইসড, দাঁড়াতে পর্যন্ত অক্ষম। তাকেও কোলে তুলে এনে বসিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল।

বাবার প্রতিশোধের জন্য তিনি জেলে গিয়ে ছুরি চালিয়েও হত্যা করেছে। ইসলামকে বিনাশ করতে শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হাসিনা গত ১৭ বছর নিজেই ছিল একটা রাষ্ট্র। আর এই রাষ্ট্র দখল করতে বিড়িয়ার বিদ্রোহ ঘটিয়েছেন। রাষ্ট্র যখন ক্ষমতা আর প্রতিশোধে অন্ধ হয়, তখন এমনই নিষ্ঠুর দৃশ্য ইতিহাসের পাতায় লেখা থাকে।
আর আজ সেই হাসিনা রায় হবে কাগজে-কলমে! বাস্তবে তিনি থাকবেন আমৃত্যু পলাতক।

আর রায়ের খবর শুনে তিনি হয়তো হেসেই ফেলবেন ।কারণ তিনি খুব ভালো করেই জানেন, এই রায় তার কাঁটাতারও ছুঁতে পারবে না।
গণতন্ত্রে যত আইনী প্রয়োগ সব দুর্বলের জন্য; সবলের জন্য নয়। গণতন্ত্রের এই নিগূঢ় সত্য আপনারা যত দ্রুত বুঝতে সক্ষম হবেন তত দ্রুত প্রতারিত হওয়া থেকে রক্ষা পাবেন। এই দেশে গণতন্ত্রের রাজনীতি হয় প্রতিশোধ, ক্ষমতা ও জীবিকা নির্বাহের জন্য।

17/11/2025
কিছু বলার থাকলে বলে যান।
03/11/2025

কিছু বলার থাকলে বলে যান।

আপনার মতামত জানিয়ে দিন।
31/10/2025

আপনার মতামত জানিয়ে দিন।

তালাক কেন বাড়ছে? – জানুন গবেষণার ফলাফলগত ৯ মাসে ২৪৫ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে — উদ্দেশ্য একটাই,...
22/10/2025

তালাক কেন বাড়ছে? – জানুন গবেষণার ফলাফল

গত ৯ মাসে ২৪৫ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে — উদ্দেশ্য একটাই, জানতে চাওয়া: কেন ভাঙছে সম্পর্ক?

📊 গবেষণার ফলাফল:
৭২% তালাক হয়েছে ভুল বোঝাবুঝি, অহংকার, এবং একে অপরকে সম্মান না করার কারণে।
১৮% তালাকের মূল কারণ পরকীয়া।

👉 ১০% তালাক ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে।
👉 আশ্চর্যের বিষয় হলো, ৭৮% তালাকের কারণ নারী, আর ২২% ক্ষেত্রে দায়ী পুরুষ।

তালাকের পর অনুশোচনা:
৯২% নারী ও পুরুষই তালাকের পর অনুতপ্ত।
তাদের মুখে একটাই কথা — “সিদ্ধান্তটা ভুল ছিল... যদি আরেকটু ধৈর্য ধরতাম!”

তালাকের পর নারীদের অবস্থা:
৮৯% তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না। ৪% নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে। ৭% নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায়।

পুরুষদের অবস্থাঃ
৮৫% পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে। ১৩% পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী।
২% পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে।

তবে বিস্ময়ের বিষয় হলো — ৬৭% পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে, অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১% ক্ষেত্রে!

দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা:
১২% নারী দ্বিতীয় বিয়েতেও তালাকপ্রাপ্ত।
৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী। অন্যদিকে, মাত্র ২% পুরুষ দ্বিতীয়বার তালাক দিয়েছে,
এবং মাত্র ৩% পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী।

শেষ কথা:
তালাক শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয়, এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি, একটি শিশুর ভবিষ্যৎ, আর সমাজের ভারসাম্য।

যু /দ্ধ শেষ হওয়ায় গা/ জায় ফিরে যাচ্ছেন ফি/ লিস্তিনিরা
11/10/2025

যু /দ্ধ শেষ হওয়ায় গা/ জায় ফিরে যাচ্ছেন ফি/ লিস্তিনিরা

কাজী নজরুল, শিশির মনির ও সাম্প্রদায়িক সম্প্রীতিকাজী নজরুল ইসলাম একসময় বলেছিলেন—“খোদার বক্ষে লাথি মার…”এই কথাটি শুনে তৎকা...
07/10/2025

কাজী নজরুল, শিশির মনির ও সাম্প্রদায়িক সম্প্রীতি

কাজী নজরুল ইসলাম একসময় বলেছিলেন—“খোদার বক্ষে লাথি মার…”
এই কথাটি শুনে তৎকালীন কিছু আলেম ক্ষুব্ধ হয়ে তাকে কাফের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কবি নিজেই মঞ্চে উঠে স্পষ্ট করে বলেছিলেন— “আমি সেই খোদার বক্ষে লাথি মারতে বলেছি, যার বুক আছে।” প্রকৃত খোদার তো কোনো বুক নেই। এখানে নজরুল আসলে ভণ্ডামি, কুসংস্কার ও মিথ্যা খোদার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এ কথা শুনে তখনকার আলেমরা লজ্জিত হয়ে সভা ত্যাগ করেছিলেন।

এই নজরুলই বলেছেন—
“মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান,
মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ।”

এই লাইন উদ্ধৃত করে শিশির মনির ব্যাখ্যা দিয়েছেন যে, বাংলাদেশ মূলত একটি মুদ্রার মতো। রোজা হচ্ছে সেই মুদ্রার এপিঠ, আর পূজা হচ্ছে ওপিঠ। অর্থাৎ মুসলিম ও হিন্দু—দু’জনেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গ।

কিছু মানুষ এই বক্তব্যকে ইসলাম অবমাননা বলে রাগ প্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে শিশির মনির উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা। তিনি রোজাকে মুসলিম সমাজের প্রতীক হিসেবে, আর পূজাকে হিন্দু সমাজের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য ধর্মতাত্ত্বিক নয়, বরং কাব্যিক ও রূপক অর্থে।

আমরা জানি, ইসলাম কিংবা হিন্দুধর্ম—কোনো ধর্মই বলে না যে রোজা ও পূজা একই জিনিস। ধর্মতাত্ত্বিক দৃষ্টিতে এরা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু জাতীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পরিচয় গঠনে এ দুটোই সমান গুরুত্বপূর্ণ। এই দেশ মুসলিম-হিন্দু মিলেই সম্পূর্ণ।

বাংলাদেশের চিরায়ত বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এখানে কেউ কাউকে ধর্মের কারণে হেয় করতে পারে না। প্রত্যেক নাগরিকের অধিকার আছে নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালনের।

তাই বলা যায়—
জাতীয় ঐক্য ও সাহিত্যিক রূপকের দৃষ্টিতে তিনি আসলে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহাবস্থানের কথাই বলেছেন এবং কোন ভাবেই তিনি ইসলাম বা রোজাকে অবমাননা করেননি।

Address

Shukrabad, Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা ওয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা ওয়াজ:

Share

Category

বাংলা ওয়াজ

বাংলা ভাষায় সব ধরনের ওয়াজ, ইসলামিক আলোচনা, কুরান হাদিসের বয়ান, ইসলামিক ভিডিও ও ইসলামিক গানের নির্ভরযোগ্য উৎস।