News Topic

News Topic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Topic, Media/News Company, Dhaka.

Shout out to my newest followers! Excited to have you onboard! Mae Anne, Khang Marma, Abir Rahman, Ali Gaming, Gracel Ba...
24/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mae Anne, Khang Marma, Abir Rahman, Ali Gaming, Gracel Batuigas, Yoo Jae-yi, MD Javed Hossen, م محمد ناهد الحسن, Rania Gamal, Richard Dolotallas Gemerga, Brãÿãnnë Fãbïø, Øff Sėt, Døllär Zämbîa, Jöñà Thãñ, Rohan Ahmed Nirjon, Ahmed Abdallah, ɭɭ ɭɭ, Leader Chris, Tø Løtræ

13/06/2025

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউপির চালবন্দ পয়েন্ট এলাকায় মরিচ ক্ষেত থেকে একটি গ্রেনেড উদ্ধার করে ডিসপোজাল করেছে সেনাবাহিনীর সদস্যরা।

13/06/2025

এ কেয়া হুয়া 😥😆😆

রাজবাড়ীতে জমি দখল নিতে দোকানে হামলা-ভাংচুর ॥ আ.লীগ নেতা ঢাকার স্বর্ণ ব্যবসায়ীসহ ২জন গ্রেপ্তাররাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি...
13/06/2025

রাজবাড়ীতে জমি দখল নিতে দোকানে হামলা-ভাংচুর ॥ আ.লীগ নেতা ঢাকার স্বর্ণ ব্যবসায়ীসহ ২জন গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি দখল নিতে বহিরাগতদের নিয়ে দোকানে হামলা, ভাংচুর, মারধর, চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষনিক যৌথবাহিনীর অভিযানে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী (দোপপাড়া) গ্রামের মৃত মজিদ এলাহী (মটর) ছেলে ঢাকার স্বর্ণ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোঃ আকিদুল ইসলাম (৪২) ও বালিয়াকান্দি মিয়াপাড়া গ্রামের খলিলুর রহমান মিয়ার ছেলে তারেক মিয়া আলমাস (৩৫) কে আটক করে। তবে এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় তাদেরকে ১৫১ ধারায় বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।

হামলার শিকার বালিয়াকান্দি (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হোসেন আলী শেখের ছেলে মোঃ ফারুক হোসেন বলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, ঢাকার স্বর্ণ ব্যবসায়ী আশিক মাহমুদ, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি ও জামায়াত ইসলামীর নেতা মোঃ উসমান গনি মানিক, মোঃ মুরাদ, ঢাকার স্বর্ণ ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা মোঃ আকিদুল ইসলাম, তারেক মিয়া আলমাস, মোঃ নুরু, কসাই মোঃ সালাউদ্দিন, মোঃ কামাল, মোঃ খলিল সহ অজ্ঞাত নামা ২০-২৫জন বুধবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টার সময় বালিয়াকান্দি বাজার চৌরাস্তা মোড়ে উত্তর পাশে সোনাপুর রোডে আরোগ্য ফার্মেসী' ওষুধের দোকানে আগ্নেয় অস্ত্র পিস্তল, দেশীয় অস্ত্র রামদা, হাসুয়া, লোহার রড, হকিষ্টিক, লোহার পাইপ নিয়ে প্রবেশ করে। অকথ্য ভাষায় গালিগলাজ শুরু করে। গালিগলাজের কারণ জিজ্ঞাসা করলে চুন্নু আরো ক্ষিপ্ত হয়ে বলে, তোর কাছে ১০লক্ষ টাকা চাঁদা চেয়েছিলাম। সেটা এখনো পরিশোধ করিস নাই কেন? চাঁদার টাকা পরিশোধ না করলে তোর এ ওষুধের দোকান লুটপাট করে নিয়া যাইবো। এখনি চাঁদার ১০লক্ষ টাকা পরিশোধ করবি, তা না হলে তোকে প্রাণে শেষ করে ফেলবো। তখন ভীত ও নিরুপায় হয়ে প্রকাশ করি যে, আমি এতো টাকা কী ভাবে দিবো। চাঁদা বাবদ আমি কোন টাকা পয়সা দিতে পারবো না। তখন চুন্নু হুকুম দেয় যে, শালাকে জানে শেষ কইরা দে। এরপর আশিক মাহমুদ বুকের উপর লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয়। হাতে থাকা আগ্নেয় অস্ত্র সাদৃশ্য বুকের উপর চেপে ধরে চিৎকার করে বলতে থাকে, চাঁদার ১০লক্ষ টাকা না দিলে এখনি প্রাণে শেষ করে ফেলবো। তখন ওসমান গণির হাতে থাকা হাসুয়া দিয়ে হত্যার উদ্দ্যেশে মাথা লক্ষ করে স্বজোরে কোপ মারলে কোপ মাথার পিছনের ডানপাশে লেগে গুরত্বর হাড় কাটা রক্তাক্ত জখম হয়। আকিদুলের হাতে থাকা রামদা দা দিয়ে হত্যার উদ্দ্যেশে মাথা লক্ষ করে কোপ মারলে কোপ মুখের উপর লেগে গুরুত্বর রক্ত কাটা জখম হয়। মুরাদের হাতে থাকা লোহার রড, নুরুর হাতে থাকা লোহার পাইপ, সালাউদ্দিনের হাতে থাকা হকিষ্টিক, কামালের হাতে থাকা লোহার রড এবং খলিলের হাতে থাকা লোহার পাইপ দিয়ে ওষুধের দোকানে ওষুধ ভর্তি তাকে এলোপাতাড়ি ভাংচুর করতে থাকে। চুন্নু হুকুম দেয় যে, দোকানের সকল মালামাল লুট করে নিয়ে যা। তখন সকলে দোকানের সব মালামাল লুট করতে থাকে। সালাউদ্দিন গলার উপর পা দিয়ে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করতে থাকে। আর বলে, চাঁদার টাকা দ্রুত দে। নিরুপায় হয়ে দোকানের লকারে থাকা ওষুধ বিক্রির নগদ ৮লক্ষ টাকা চাঁদা বাবদ হাতে তুলে দেই। তিনি আরও বলেন, চাঁদা বাবদ আদায়কৃত ৮লক্ষ টাকা বুঝে নেয়। চাঁদা বাবদ আদায়কৃত ৮লক্ষ টাকা সকলে ভাগ করে নেয়। সকলে মিলে ওষুধের দোকান ও পাশের রমেশ কুন্ডুর মিষ্টির দোকানের সমস্ত মালামাল যে যার মতো লুট ও ভাংচুর চালায়। এতে ক্ষতির পরিমাণ ওষুধের দোকানের ২০লক্ষ টাকা এবং মিষ্টির দোকানে ২লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে হুমকি দিয়ে বলে যায় যে, চাঁদা বাবদ ৮লক্ষ টাকা নিয়া গেলাম। বাকী চাঁদা বাবদ ২লক্ষ টাকা আগামী ৭দিনের মধ্যে পরিশোধ করবি, এ বিষয় নিয়ে কোন প্রকার থানা কোর্ট করলে তোর ও তোর পরিবারের সকল সদস্যদেরকে হত্যা করে লাশ গুম করে ফেলবো। তাৎক্ষণিক যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনাস্থল থেকে আকিদুল ইসলাম ও তারেক মিয়া আলমাসকে আটক করে। অন্যান্যরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যৌথ বাহিনী আটক ২জনকে বালিয়াকান্দি থানায় কর্তব্যরত পুলিশের কাছে হস্তান্তর করে। এলাকার লোকজনের সহায়তায় আমাকে উদ্ধার করে অটো ভ্যান যোগে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, খোন্দকার মশিউল আযম চুন্নু বালিয়াকান্দি থানা এলাকায় বেপরোয়া ভাবে লুটপাট, চাঁদাবাজি এবং দখলবাজিতে সম্পৃক্ত থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর আগেও চাঁদাবাজির অপরাধে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছিল। সে চিহ্নিত মাদক সেবী ও চুন্নু বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার কোন অপরাধ মূলক কাজে বাঁধা দিলে বা প্রতিবাদ করলে তাদের উপর ভয়ানক ভাবে ক্ষিপ্ত হয়ে খুন জখমের ভীতি সহ চাঁদা আদায় করে থাকে। ইতিমধ্যে তিনি একাধিক চাঁদাবাজি মামলায় আসামী হয়েছেন এবং জেলও খেটেছেন। কিছু কিছু মামলায় তার দৌরাত্বের কারণে রেকর্ড করতে দেন নাই। আমিও থানায় অভিযোগ দিতে গেলে আমার অভিযোগটি গ্রহণ করেনি। তবে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দায়ের করেছি।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বালিয়াকান্দি বাজারের জমি নিয়ে ঢাকার স্বর্ণ ব্যবসায়ী আশিক মাহমুদ ও আকিদুল ইসলামদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধীয় জমি দখল করতে গিয়ে দোকান ভাংচুর ও মারধর করা হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু ও ঢাকার স্বর্ণ ব্যবসায়ী আশিক মাহমুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, প্রকৃত ঘটনা উল্লেখ করে অভিযোগ দায়ের করতে বলেছি। পরে আর তারা অভিযোগ দায়ের করেনি। এ কারণে যৌথবাহিনীর অভিযানে আটককৃত ২জনকে বৃহস্পতিবার সকালে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

13/06/2025

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

🟡বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ২০২৫: ম্যাচ অফিসিয়াল ও পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ:ঈদের পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়া...
13/06/2025

🟡বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ২০২৫: ম্যাচ অফিসিয়াল ও পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ:

ঈদের পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এই সফরে বাংলাদেশ খেলবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি২০ ম্যাচ। যা অনুষ্ঠিত হবে ১৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত, শ্রীলঙ্কার চারটি ভিন্ন ভেন্যুতে।

🔶 ম্যাচ অফিসিয়ালস:

ম্যাচ রেফারি:
◾অ্যান্ডি পাইক্রফ্ট – আইসিসি এলিট প্যানেল

আম্পায়ার:
১। রড টাকার – আইসিসি এলিট প্যানেল (শুধু টেস্ট)

২। অ্যালেক্স হোয়ার্ফ – আইসিসি এলিট প্যানেল (টেস্ট ও ওয়ানডে)

৩। আল্লাউদ্দিন পালেকার – আইসিসি এলিট প্যানেল (টেস্ট ও ওয়ানডে)

৪। রুচিরা পল্লিয়াগুরুগে – আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল (ওয়ানডে ও টি২০)

৫। রভীন্দ্র বিমলসিরি – আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল (তিন ফরম্যাটেই)

৬। লিন্ডন হানিবল – আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল (ওয়ানডে ও টি২০)

৭। প্রগীৎ রামবুকওয়েল্লা – আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল (তিন ফরম্যাটেই)

🗓️ পূর্ণাঙ্গ সময়সূচি:

🔹 টেস্ট সিরিজ
১ম টেস্ট | ১৭–২১ জুন | গল (GICS)
২য় টেস্ট | ২৫–২৯ জুন | কলম্বো (SSC)

🔹 ওয়ানডে সিরিজ (ডে-নাইট)
১ম ওয়ানডে | ২ জুলাই | RPICS, কলম্বো
২য় ওয়ানডে | ৫ জুলাই | RPICS, কলম্বো
৩য় ওয়ানডে | ৮ জুলাই | PICS, প্যাল্লেকেলে

🔹 টি২০ সিরিজ (নাইট)
১ম টি২০ | ১০ জুলাই | PICS, প্যাল্লেকেলে
২য় টি২০ | ১৩ জুলাই | RDICS, ডাম্বুলা
৩য় টি২০ | ১৬ জুলাই | RPICS, কলম্বো

ফরিদপুরের সালথায় জোরপূর্বক সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি দখলের অভিযোগ উঠেছে।ফরিদপুরের সালথায় জোরপূর্বক সনাতন ধর্মাবলম্ব...
02/06/2025

ফরিদপুরের সালথায় জোরপূর্বক সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি দখলের অভিযোগ উঠেছে।

ফরিদপুরের সালথায় জোরপূর্বক সনাতন ধর্মাবলম্বীর এক ব্যক্তির জমি দখল করে গাছ ও পিলারগারার অভিযোগ উঠেছে শহিদুল শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শহিদুল শেখ উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজগর শেখের ছেলে।

এ বিষয়ে সালতা থানায় একটি অভিযোগ ডায়ের করেছেন ভুক্তভোগী সনজিৎ কুমার দাস, মৃত মুকুন্দ লাল দাসের ছেলে।
ভুক্তভোগের ক্ষেত্রে যারা যায় ও গত ৪০ বছর আগে জমিটা ক্রয় করে ভোগ দখল করে আছেন তিনি। তোমার তো কয়েক মাস ধরে অভিযুক্ত সাইদুল শেখ জমি নিজের দাবি করে বারবার দখল করার চেষ্টা করেন। সোমবার (২ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে শাহিদুল তার লোকজন নিয়ে গিয়ে জমিতে কলা গাছ ও পিলার ঘাটে থাকেন সনজিৎ কুমার দাস খাবার পেয়ে গুডনাইট ছাড়া গিয়ে শাহিদুল ও তার লোকজনদেরকে বাধা দিলে শাহিদুল ও তার লোকজন তাকে গালিগালাজ ও আক্রমণ করেন। পরে তিনি ঘটনা স্থল থেকে পালিয়ে গিয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযোগকারী সনজিৎ কুমার দাস বলেন, জনি বি এস খতিয়ানে আমার নামে রেকর্ড রয়েছে। যাহার ফুলবাড়িয়া মৌজার খতিয়ান নাম্বার ২০১৬ ও দাগ নাম্বার ৪৪৬ও৪৪৭। ওদের রাস্তার ওপারে দাগ নাম্বার ৫১১, ৫১২, ৫১৩, হাওয়া সত্বেও তবুও জোর করে রাস্তাতে পারে সে দখল করে গাছ লাগাচ্ছেন। এখন ওদের জমির। এ বিষয়ে অভিযুক্ত শাহিদুল শেখ বলেন, এই জমি আমার বাবা আমাকে লিখে দিয়েছেন। আমার যমের উপর দিয়ে সরকারি রাস্তা গিয়েছে। রাস্তা ছেড়ে দিয়ে আমি আজ আমার জমির সীমানায় পিলার ও গাছ লাগাইতেছি। এই জমি নিয়ে আমি অফিসে অভিযোগ করেছিলাম। অফিস থেকে তাকে ডাকলে তিনি বিভিন্ন সময়ের বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখানে যাননি। তিনি আমার জমি সমূহ ও সরকারি জায়গা দখল করে আছেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আতাউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি দুই পক্ষকে থানায় ডেকে সঠিক সমাধানের চেষ্টা করা হবে।

২ জুন ২০২৫।

17/04/2025

শরিয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীরা ১৭/০৪/২৫ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ।
News Topic শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

পীরগঞ্জে ৪১ ঘন্টা পরমহিলার খন্ডিত মাথা উদ্ধার! রংপুরের পীরগঞ্জে যাত্রাগানের শিল্পী দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) কে জবাই করে ...
08/02/2025

পীরগঞ্জে ৪১ ঘন্টা পর
মহিলার খন্ডিত মাথা উদ্ধার!

রংপুরের পীরগঞ্জে যাত্রাগানের শিল্পী দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) কে জবাই করে মাথা নিয়ে যাওয়ার ৪১ ঘন্টা পর পুলিশ এবং র্যাব সদস্যরা খুনী আতিকুর রহমান (৩৫) কে সাথে নিয়ে ঝিনুকের খন্ডিত মাথাটি উদ্ধার করেছে। গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ নামকস্থান থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে পুলিশ ওই নদীর বড় বদনারপাড়া নামকস্থান থেকে মাথা বিহীন লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পূর্বধলায় সেবা ৯২ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরনসততা,ঐক্য একতা জয়ী হবে মানবতা এই ...
08/02/2025

পূর্বধলায় সেবা ৯২ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন

সততা,ঐক্য একতা জয়ী হবে মানবতা এই শ্লোগানকে সামনে রেখে আত্নমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে ৯২ বেস বন্ধুদের নিয়ে সেবা ৯২ ফাউন্ডেশন নামে একটি সমাজ সেবা মূলক সংগঠন ২০২৩ সালে গঠিত হয়।

সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী
গতকাল বর্ণিল আয়োজনে উদযাপিত হয় শ্যামগঞ্জে।

প্রতিষ্ঠা বার্ষিকা উপলক্ষে তিন জন দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মধ্যে উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়।
সুবিধা ভোগীরা হলেন সেবা ৯২ বেস এর বন্ধু মোছাঃরিনা আক্তার (৪৫) ভূগি জাওয়ানী উচ্চ বিদ্যালের প্রাক্তন ছাত্রী,মোছাঃমারিয়া আক্তার (৮) পিতা মোঃ হূমায়ুন,গ্রাম:ইসবপুর,
নাদিপ হাসান( ১২)পিতা মোঃ স্বপন মিয়া পূর্বধলা।

সেবা ৯২ ফাউন্ডেশনের সভাপতি বলেন,আমৃত্যু পর্যন্ত যেন এই প্রতিষ্ঠানে থেকে মানুষের সেবা করে যেতে চাই। তিনি আরও বলেন সেবা ৯২ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে গত এক বছরে হুইল চেয়ার বিতরন সহ ৩৫৮ জনের ফ্রিতে চোখের ছানি অপারেশন,বৃক্ষ রোপন কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্পইন করা হয়।

পরে সেবা ৯২ ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে জুবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজে গেট টুগেদার ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

08/02/2025

শরীয়তপুরে তারুণ্যের মেলা ২০২৫ অনুষ্ঠিত। স্থান শিল্পকলা একাডেমি মাঠ

News Topic

06/02/2025

শরীয়তপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

News Topic

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Topic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Topic:

Share