Tawbah توبة তাওবাহ

Tawbah توبة তাওবাহ It’s never too late to return 🌙
Your journey back to Allah ﷻ starts with one sincere step. Hope • Forgiveness • A new beginning🤲🧡

✅অন্তত একমাস এই রুটিন মেনে চলুন। ✅•১. ঘুম থেকে উঠবেন ভোর সাড়ে চারটায়৷ ২. দুই গ্লাস পানি হালকা গরম করুন৷ গরম না করতে পারল...
13/09/2025

✅অন্তত একমাস এই রুটিন মেনে চলুন। ✅

১. ঘুম থেকে উঠবেন ভোর সাড়ে চারটায়৷

২. দুই গ্লাস পানি হালকা গরম করুন৷ গরম না করতে পারলে নরমাল তাপমাত্রা হলেও হবে৷ ভুলেও ঠান্ডা পানি বা ফ্রীজের পানি নেবেন না৷ প্রথম গ্লাস পানি খেয়ে ফেলুন। পরের গ্লাস পানিতে কিছু লেবুর রস চিপে দিন। ওটাও খেয়ে ফেলুন৷ এই পানি খাওয়ার আগে ব্রাশ করা যাবে না৷

৩. পানি খাওয়া শেষ হলে ওয়াশরুমে যান। ব্রাশ করুন। ফ্রেশ হোন৷ পবিত্র হোন, অজু করুন।

৪. এবার যে যার ধর্মমতে প্রার্থনায় বসুন৷

৫. প্রার্থনা শেষে একটু কালোজিরা চিবিয়ে খান৷ তারপর একটু মধু খান।

৬. এবার বই নিয়ে বসুন৷ ধর্মীয় গ্রন্থ বা নন ফিকশন, প্রেরণামূলক কিছু। অন্তত দশ পৃষ্ঠা পড়তে চেষ্টা করুন৷ এটা সারাদিন আপনাকে ইতিবাচক ভাইব দেবে।

৭. এবার বাইরে যান৷ মুক্ত বাতাসে হাঁটতে হবে আধাঘন্টা৷ গ্রাম বা মফস্বলের মানুষের জন্য তাজা বাতাস পাওয়া সুবিধা৷ শহরের অধিবাসীদের জন্য মুশকিল৷ পার্কে গেলে ভালো, নাহলে ছাদে যান৷ আধাঘন্টা ফ্রী হ্যান্ড এক্সারসাইজ করুন৷ এ সময় বুক ভরে শ্বাস নিন৷ ধীরে ধীরে ছাড়ুন৷ কয়েকবার এমন করুন। ব্যায়াম করাই লাগবে।

৬. এবার এসে গোসল করে ফেলুন৷ তারপর সকালের নাস্তা৷ নাস্তায় রাখতে চেষ্টা করুন ডিম সেদ্ধ, খেজুর দুই তিনটা, ভেজানো কাঠবাদাম চারটা৷ এটুকু হলেই সারাদিনের শক্তির জন্য যথেষ্ট। শুধু পানি ছাড়া আর কিছু না খেলেও চলে৷

৭. এবার আপনার পেশাগত কাজে বেরিয়ে পড়ুন। ঋতু অনুযায়ী স্বাচ্ছন্দ্যের পোশাক পরুন। বাইরে মাস্ক পরা ভালো৷ বিষাক্ত ধুলোবালি ফুসফুসে যাতে না যায়।

৮. সারাদিনের খাবারে চিনি পুরোপুরি ত্যাগ করুন৷ কোমল পানীয় তো ধরবেনই না, চা কফিতেও চিনি দেবেন না।

৯. ভাজাপোড়া খাবেন না৷ শিঙাড়া, সমুচা, পুরি, পিয়াজু, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার এসব জিনিস পুরোপুরি হারাম ঘোষণা করুন৷ খেতে ইচ্ছে করলে কলা খাবেন, পেয়ারা খাবেন। দাম এগুলোর কম, তবে দারুণ স্বাস্থ্যকর।
খাবারে পর্যাপ্ত সবুজ শাক সবজি রাখুন৷ ভাতের পরিমাণ কম রাখবেন। পেট ভরে খাবেন না। কিছুটা খালি যাতে থাকে।

১০. সারাদিনে বেশ কয়েকবার হাত মুখ ধোয়া ভালো৷ যারা মুসলিম তাদের তো অজু করাই লাগে, অন্যরাও চোখে মুখে পানির ঝাপটা দিন।

১১. কাজ শেষে বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিন৷ রাত সাড়ে আটটা নয়টার মধ্যে রাতের খাবার শেষ করুন। পরিবারের সবার সাথে একসাথে খেলে ভালো, আপনি দূরে থাকলে একাই খেতে হবে, বা আপনার রুমমেট, মেসমেট যিনি থাকবে, তার সাথে খান৷

১২. খাওয়ার পর কিছুটা হাঁটা ভালো৷ ভালো হয় এশার নামাজ খাওয়ার পর আদায় করলে। তাহলে একসাথে ব্যায়ামটা হয়ে যায়৷ ডাইজেস্টের জন্য ভালো।

১৩. এবার ফোন টিপুন৷ সোশাল মিডিয়াতে কেউ জরুরি মেসেজ দিলে উত্তর দিন। আপনজনদের খোঁজখবর নিন৷ দিনের খবরাখবর দেখুন। পছন্দের অনুষ্ঠান দেখতে পারেন। এই সময়ে লেখালেখি করতে পারেন৷ ডায়েরিতে দিনের ঘটনাগুলো লিখুন৷ বা বিশেষ কোনো অনুভূতি যা আপনাকে নাড়া দেয়৷ কোনো স্মৃতিকথা। লেখালেখির অভ্যাস থাকা দারুণ ব্যাপার৷

১৪. ঘুমাতে চেষ্টা করুন রাত দশটা সাড়ে দশটার মধ্যে৷ ঘুমের এক ঘন্টা আগে ফোন বা সকল ডিভাইসের স্ক্রিন বন্ধ করুন৷ তখন কাগজের বই খুলতে পারেন৷ অথবা অডিওবুক শুনতে পারেন৷ পছন্দের জনরার গল্প শুনলেন, বা প্রিয় বক্তার আলোচনা বা পডকাস্ট৷ এগুলো শুনতে হবে৷ স্ক্রিনে চোখ রেখে দেখা যাবে না৷ কানে ইয়ারফোন দিয়ে শুনবেন না৷ সহনীয় মাত্রার সাউন্ডে স্পীকারে শুনুন৷ শুনতে শুনতেই ঘুম এসে যাবে৷
________________

এই রুটিনটা একটি মাস অনুসরণ করুন৷ যদি জীবন ইতিবাচকভাবে বদলে না যায়, যদি শারীরিক ও মানসিক সুস্থতা না আসে, তাহলে আপনার ইচ্ছামতো রুটিনে ফিরে যাইয়েন৷ একটা মাস কষ্ট করে এই রুটিনটা মেনে দেখুন প্রিয় বন্ধু।
_________________
Paint with Ashraf
Cooied

ঘরটা অন্ধকার তবুও সিটিটিভি তে এটা কি দেখলো বিশ্ব? ভাইটি  তখন ঘুমের গভীরে, দিনের ক্লান্তি ভুলে শান্তিতে শুয়ে আছে। তারই সহ...
08/09/2025

ঘরটা অন্ধকার তবুও সিটিটিভি তে এটা কি দেখলো বিশ্ব? ভাইটি তখন ঘুমের গভীরে, দিনের ক্লান্তি ভুলে শান্তিতে শুয়ে আছে। তারই সহকর্মী পেট্রোল পাম্পে দুজন কাজ করে একসাথে।ঘুমানোর মাঝ রাতে,বুঝে ওঠার আগেই অমানুষের মতো তার সেই সহকর্মী এসে দাঁড়ায় মাথার কাছে। হয়তো রাগ, হয়তো ক্ষোভ—কিন্তু এত নিষ্ঠুরতা?
এক হাতে হাতুড়ি, আরেক হাতে ঘৃণা। প্রথম আঘাতে হঠাৎ ঘুম ভাঙে, ব্যথায় কুঁকড়ে ওঠে মানুষটা। উঠে বসার চেষ্টা করে, কিন্তু দ্বিতীয় আঘাত নেমে আসে ঝড়ের মতো। কয়েক সেকেন্ডের মধ্যে ১৩ বার আঘাত, মগজ ছিটকে যায়। চারপাশ রক্তে ভিজে যায়, অথচ কোনো শব্দ বের হয় না।

সবকিছু ঘটে মাত্র ১৫ সেকেন্ডে। এক জীবনের সমস্ত স্বপ্ন, পরিবার, হাসি, কান্না—সবকিছু মিলিয়ে যায়।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো—এটা ঘটেছে আমাদের চারপাশেই। বগুড়ার মাটিতে, একজন মানুষকে এভাবে হত্যা করা হলো, অথচ কোনো মূলধারার মিডিয়া খবর করল না, কোনো প্রতিবাদ উঠল না। যেন মানুষের জীবন আর কোনো মূল্যই নেই।

একটা মা, হারালো তার সন্তানকে, একটা পরিবার হারাল আশ্রয়দাতা—কিন্তু আমরা সবাই চুপ।

মানুষ পরিবর্তন না হলে দেশের নিরাপত্তা কখনো ভালো হবে না।এই ঘুম ই তার জীবনের শেষ ঘুম। আর উঠবে না। জীবিকার তাগিতে সন্তান,বউ ছেড়ে হয়তো রাত যাপন করতেছে এই খোলা পরিবেশে,কিন্তুু এটাই কি ওর জীবনের প্রাপ্য?
ভিডিও টি এতটাই মর্মান্তিক ও পাষন্ডকাজ যে আপলোড দিতে পারিনি।যেটা দেখলে নিজেকে কন্ট্রোল করা কঠিন।
এটা নিয়ে জোরালো আওয়াজ তোলা দরকার, এতটা সাইকো মানুষ সমাজে ঘুরে বেড়ায় যে মানুষের জীবনের মুল্য খেলনার সমান হয়ে গেছে,এই ভালো লাগলো না, এটা ফেলে দিই?
_আল্ফায
😭😭😭😭😭😭😭😭😭

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত—💔বগুড়ার দত্তবাড়ীর শতাব্দী ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে নৃশংসভাবে ...
08/09/2025

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত—💔
বগুড়ার দত্তবাড়ীর শতাব্দী ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে নৃশংসভাবে হত্যা করেছে তারই সহকর্মী নজেলম্যান রতন চন্দ্র দেবনাথ।

অভিযোগ উঠেছে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দিয়েই এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। ইতিমধ্যেই আসামি নিজেই ঘটনাটি স্বীকার করেছে।

আলহামদুলিল্লাহ শুভ সকাল 🤲
08/09/2025

আলহামদুলিল্লাহ
শুভ সকাল 🤲

আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, আমরা সকলে তোমারই গোলাম।আজকের এই চন্দ্রগ্রহণ (০৭/০৯/২০২৫) আমাদের জন্য হোক রহমতের বার্তা, হ...
07/09/2025

আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, আমরা সকলে তোমারই গোলাম।
আজকের এই চন্দ্রগ্রহণ (০৭/০৯/২০২৫) আমাদের জন্য হোক রহমতের বার্তা, হিদায়াতের স্মরণ। 🤲

#সুবহানাল্লাহ #চন্দ্রগ্রহণ২০২৫ #আল্লাহররহমত

সুবহানাল্লাহ🤲চন্দ্রগ্রহণের এই মুহূর্ত আমাদেরকে আল্লাহর কুদরতের মহিমা ও শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। এ দৃশ্য শুধু প্রকৃতির...
07/09/2025

সুবহানাল্লাহ🤲
চন্দ্রগ্রহণের এই মুহূর্ত আমাদেরকে আল্লাহর কুদরতের মহিমা ও শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। এ দৃশ্য শুধু প্রকৃতির নয়, ঈমানের গভীর এক তাজকিরাহ।

#শিগ্নসোফাল্লাহ #সুবহানাল্লাহ #চন্দ্রগ্রহণ #আল্লাহরকুদরতেরনিদর্শন

ইয়া রব তুমি আমাদের ঋণ মুক্ত না করে মৃত্যু দিও না😭🤲
07/09/2025

ইয়া রব তুমি আমাদের ঋণ মুক্ত না করে মৃত্যু দিও না😭🤲

সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা সবারই উচিত।
07/09/2025

সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা সবারই উচিত।

❌ সন্তানকে ভয় দেখানোর ক্ষতিকর প্রভাব ❌🔹 ভয় ও আতঙ্ক তৈরি হয় – বারবার ভয় দেখালে শিশু ছোট ছোট বিষয়েও ভীত হয়ে পড়ে।🔹 আত্মবিশ্...
07/09/2025

❌ সন্তানকে ভয় দেখানোর ক্ষতিকর প্রভাব ❌

🔹 ভয় ও আতঙ্ক তৈরি হয় – বারবার ভয় দেখালে শিশু ছোট ছোট বিষয়েও ভীত হয়ে পড়ে।

🔹 আত্মবিশ্বাস কমে যায় – বারবার ভুল ধরা হলে শিশু ভাবে সে কিছুই পারে না, ফলে নিজের ওপর ভরসা হারায়।

🔹 মিথ্যা বলার প্রবণতা বাড়ে – শাস্তি বা বকুনি এড়াতে শিশু সত্য লুকাতে শুরু করে।

🔹 মনের ভেতর রাগ জমে – অভিমান ও ক্ষোভ জমে থেকে পরবর্তীতে বিদ্রোহী স্বভাব তৈরি করতে পারে।

🔹 পড়াশোনায় মনোযোগ কমে যায় – ভয় পেলে শেখার আগ্রহ ও আনন্দ হারিয়ে যায়।

🔹 সম্পর্ক দুর্বল হয় – বাবা-মায়ের প্রতি বিশ্বাস ও ভালোবাসার বদলে ভয়ের দেয়াল তৈরি হয়।

🔹 সামাজিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হয় – ভয় পাওয়া শিশু অন্যদের সঙ্গে সহজে মেলামেশা করতে পারে না।

🔹 মানসিক রোগের ঝুঁকি বাড়ে – দীর্ঘমেয়াদে উদ্বেগ, বিষণ্নতা ও আত্মসম্মানহীনতা তৈরি হতে পারে।

🔹 আক্রমণাত্মক স্বভাব গড়ে ওঠে – ভয় পেয়ে শেখা আচরণ হিসেবে সেও অন্যকে ভয় দেখানো বা আঘাত করা শুরু করতে পারে।

🔹 সৃজনশীলতা নষ্ট হয় – ভয় পেলে নতুন কিছু ভাবা বা করার সাহস থাকে না।

✅ কী করবেন?
সন্তানকে ভয় না দেখিয়ে ভালোবাসা, যুক্তি দিয়ে বোঝানো, ছোটখাটো পুরস্কার কিংবা ইতিবাচক প্রশংসা ব্যবহার করুন।
এতে শিশুর মানসিক বৃদ্ধি হবে সঠিকভাবে এবং তার চরিত্র গড়ে উঠবে সুন্দর ও আত্মবিশ্বাসীভাবে।

✨ সময় থাকতে সঞ্চয় করো ✨হোক তা অর্থ কিংবা জ্ঞান…!!প্রত্যেক শিক্ষার্থী একবার হলেও পড়ো…!!এক রাজা একদিন তাঁর তিনজন মন্ত্রীকে...
07/09/2025

✨ সময় থাকতে সঞ্চয় করো ✨

হোক তা অর্থ কিংবা জ্ঞান…!!
প্রত্যেক শিক্ষার্থী একবার হলেও পড়ো…!!

এক রাজা একদিন তাঁর তিনজন মন্ত্রীকে ডেকে বললেন—
“তোমাদের প্রত্যেককে একটি করে খালি বস্তা দেওয়া হলো।
তোমাদের কাজ হলো বনে গিয়ে যতটা পারো ফল কুড়িয়ে এনে এই বস্তা ভরাট করা। দেখি, কে কেমন কাজ করো।”

মন্ত্রীগণ বনে রওনা হলেন—

🔹 প্রথম মন্ত্রী ভাবলেন, রাজা হঠাৎ এ নির্দেশ নিশ্চয়ই কোনো বিশেষ অর্থবহ। তাই তিনি যত্ন করে শুধু ভালো ও তাজা ফল কুড়িয়ে বস্তা ভরে আনলেন।

🔹 দ্বিতীয় মন্ত্রী মনে করলেন, রাজা তো আর প্রতিটি ফল পরীক্ষা করবেন না। তাই নিচে পচা ফল ভরে, ওপরে সামান্য কিছু ভালো ফল সাজিয়ে নিলেন।

🔹 তৃতীয় মন্ত্রী মনে করলেন, রাজা শুধু দেখবেন বস্তা ভর্তি হয়েছে কি না, ভেতরে কী আছে তা দেখার সময় থাকবে না। তাই তিনি শুকনো পাতা, কাঠি ও ঘাস দিয়ে বস্তা ভরলেন।

তিনজন বস্তা ভর্তি করে প্রাসাদে ফিরলেন। রাজা বস্তা দেখে কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। মন্ত্রীরা ভেবেছিলেন, কাজ শেষ, এবার পুরস্কার মিলবে।

কিন্তু রাজা ঘোষণা করলেন—
“তোমাদের বস্তা নিয়েই তোমরা সাত দিনের জন্য আলাদা কারাগারে থাকবে।
কোনো খাবার দেওয়া হবে না, শুধু তোমাদের বস্তার ভেতরের জিনিসই তোমাদের ভরসা।”

যেমন বলা তেমনই হলো।
প্রথম মন্ত্রী নিজের আনা ফল খেয়ে সুস্থভাবে বেঁচে গেলেন।
দ্বিতীয় মন্ত্রী প্রথমে কিছুটা ভালো ফল পেলেও পরে পচা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন।
আর তৃতীয় মন্ত্রী, যার বস্তায় খাবার যোগ্য কিছুই ছিল না—সে অনাহারে প্রাণ হারাল।

📖 শিক্ষণীয় কথা

এই কাহিনি আমাদের শেখায়—
জীবনে পড়াশোনা, কাজ কিংবা সম্পর্ক—যে ক্ষেত্রেই হোক, ফাঁকি দিয়ে জমা করা জিনিস একদিন আমাদের পতনের কারণ হবে।
কিন্তু পরিশ্রম, সততা ও আন্তরিকতার সাথে সঞ্চিত জ্ঞান, শ্রম ও মূল্যবোধই একদিন আমাদের রক্ষা করবে।

✨ তাই সময় থাকতে সঠিকভাবে সঞ্চয় করো—
হোক তা অর্থ, জ্ঞান কিংবা সৎকর্ম।

সুবহানাল্লাহ🤲
06/09/2025

সুবহানাল্লাহ🤲

“স্ত্রী—জীবনের প্রতিটি অধ্যায়ের নীরব আশীর্বাদ”🌹 যৌবনে — সে হয় সবচেয়ে নিবেদিতপ্রাণ প্রেমিকা।🌹 মধ্য বয়সে — হয় সর্বোত্তম ব...
06/09/2025

“স্ত্রী—জীবনের প্রতিটি অধ্যায়ের নীরব আশীর্বাদ”

🌹 যৌবনে — সে হয় সবচেয়ে নিবেদিতপ্রাণ প্রেমিকা।
🌹 মধ্য বয়সে — হয় সর্বোত্তম বন্ধু ও পথসঙ্গী।
🌹 বার্ধক্যে — সে-ই হয়ে ওঠে নিঃস্বার্থ সেবিকা।

স্ত্রী শুধু সঙ্গী নন, তিনি জীবনের প্রতিটি অধ্যায়ে আল্লাহর এক অনন্য নেয়ামত।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawbah توبة তাওবাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category