Tawbah توبة তাওবাহ

Tawbah توبة তাওবাহ It’s never too late to return 🌙
Your journey back to Allah ﷻ starts with one sincere step. Hope • Forgiveness • A new beginning🤲🧡

01/08/2025

🕌 জুমার নামাজ একা পড়া যায় না।
জুমা হলো জামাতের নামাজ—ইমাম, খুতবা ও মুসল্লিদের সমন্বয়ে আদায়যোগ্য।
যদি কেউ বিশেষ কারণে জামাতে অংশ নিতে না পারে, তাহলে জুমার বদলে যোহরের সালাত আদায় করতে হবে।

🤍 ইসলাম সহজ, তবে নিয়মতান্ত্রিক। চলুন, সঠিক জ্ঞান নিয়ে ইবাদত করি।

#জুমার_সালাত #ইসলামিকজ্ঞান #যোহর_নামাজ #জামাতের_গুরুত্ব

Elvis Presley — খ্যাতি, অর্থ, বিলাস সবই ছিল।মাত্র ৩১ বছর বয়সেই ৭১টি ব্র্যান্ড তার নামে চলতো।বিশ্বের প্রথম সেলিব্রেটি যিন...
01/08/2025

Elvis Presley — খ্যাতি, অর্থ, বিলাস সবই ছিল।

মাত্র ৩১ বছর বয়সেই ৭১টি ব্র্যান্ড তার নামে চলতো।
বিশ্বের প্রথম সেলিব্রেটি যিনি প্রাইভেট জেট ব্যবহার করতেন।

একদিন সকালবেলা, নিজের গিটার টিউন করছিলেন।
সেক্রেটারি এসে জিজ্ঞেস করলেন,
“স্যার, এত খ্যাতি, এত জনপ্রিয়তা—কেমন লাগে জীবন?”
প্রিসলি থমকে গিটার নামিয়ে বললেন,

“একাকী। ভীষণ একাকী। দুপুরের খাঁ খাঁ রোদে একা উড়তে থাকা চিলের মতো।”

যার জন্য হাজারো মানুষ অপেক্ষায় থাকে,
যার ছোঁয়ার জন্য ভক্তরা পাগল হয়ে যায়,
তিনি বলছেন—তিনি একা!

এই একাকিত্ব থেকে মুক্তি পেতেই হয়তো মা'দকের দিকে ঝুঁকলেন।
অতিরিক্ত ড্রাগ, ভ্রান্ত চিকিৎসা আর নিঃসঙ্গতা—এই তিনেই মাত্র ৪২ বছর বয়সে এলভিসের মৃত্যু ঘটে।

লক্ষ ডলারের বিছানায়ও ঘুম আসেনি তার।
ঠিক যেমন, মাইকেল জ্যাকসনও কোটি টাকার সম্পত্তি নিয়েও ঘুমাতে পারতেন না।
কারণ?
আত্মিক শান্তির অভাব।

অন্যদিকে,
একজন রিকশাওয়ালা হয়তো দিনে মাত্র ৩০০ টাকা আয় করে—
তবু সে রাতে নিশ্চিন্তে ঘুমায়।
কারণ তার মনে নেই উদ্বেগ, নেই পাপের ভার।
আছে তাওয়াক্কুল আর প্রার্থনা।

কারণটা খুব সহজ:

🔹 শান্তি অর্থে নয়, আল্লাহর নৈকট্যে।
🔹 সুখ আসে না খ্যাতি থেকে, আসে হৃদয়ের প্রশান্তি থেকে।
🔹 স্পিরিচুয়ালিটি ছাড়া জীবন এক ফাঁকা খোলস মাত্র।

শেষ কথা:

জীবনে সব কিছু পাওয়া গেলেও যদি শান্তি না থাকে, তবে সে জীবন নয়—একটা বোঝা।

#একাকিত্ব #ড়িচকশাওভসড়চক্সতার #মানবিকতা #আত্মিক_শান্তি

🔥 গ্রামীণ ট্রাভেলস বাসে আগুন!🕛 রাত ১২:৪৫📍 স্থান: শনিরআখরা বাসস্ট্যান্ডগতরাতে গ্রামীণ ট্রাভেলসের একটি চলন্ত বাসের ইঞ্জিনে...
01/08/2025

🔥 গ্রামীণ ট্রাভেলস বাসে আগুন!
🕛 রাত ১২:৪৫
📍 স্থান: শনিরআখরা বাসস্ট্যান্ড

গতরাতে গ্রামীণ ট্রাভেলসের একটি চলন্ত বাসের ইঞ্জিনে হঠাৎ করেই আগুন ধরে যায়।
ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে, শনিরআখরা বাসস্ট্যান্ডের সামনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে —
ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এই আগুনের সূত্রপাত ঘটে।

আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এমন দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় —
✅ যাত্রীবাহী গাড়ির রক্ষণাবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ,
✅ এবং সময়মতো যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করা কতটা জরুরি।
#গ্রামীণ_বাস #শনিরআখরা #বাসে_আগুন #দুর্ঘটনা_সচেতনতা #রাতের_দুর্ঘটনা

আল্লাহ আমাদেরকে বুঝে ও মেনে চলার তৌফিক দাও, আমিন। #আল্লাহ_সব_দেখছেন    #তাওবা_করুন  #গুনাহ_থেকে_বাঁচুন    #ফেরেশতা_সব_লি...
31/07/2025

আল্লাহ আমাদেরকে বুঝে ও মেনে চলার তৌফিক দাও, আমিন।
#আল্লাহ_সব_দেখছেন #তাওবা_করুন #গুনাহ_থেকে_বাঁচুন #ফেরেশতা_সব_লিখছে #আল্লাহর_ভয় #ইসলামিক_পোস্ট

আলহামদুলিল্লাহ। শুভ সন্ধ্যা #আলহামদুলিল্লাহ  #শুভসন্ধ্যা  #ইসলামিকউপদেশ  #দোয়ারসময়        #আমলনামা  #ভালোথাকুন  #আল্লাহর...
30/07/2025

আলহামদুলিল্লাহ।
শুভ সন্ধ্যা

#আলহামদুলিল্লাহ #শুভসন্ধ্যা #ইসলামিকউপদেশ #দোয়ারসময় #আমলনামা #ভালোথাকুন #আল্লাহর_রহমত

দিন শেষে যখন সূর্য ডুবে যায়, তখন বুঝি—সময় কারো জন্য থেমে থাকে না।😪আজ যে সময় হারাচ্ছো, কাল সেটার জন্যই আফসোস করবে।😥😥জীবনক...
30/07/2025

দিন শেষে যখন সূর্য ডুবে যায়, তখন বুঝি—সময় কারো জন্য থেমে থাকে না।😪
আজ যে সময় হারাচ্ছো, কাল সেটার জন্যই আফসোস করবে।😥😥
জীবনকে নিয়ে খেলনা ভেবো না, কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না।
িরে_আসে_না #জীবনকে_বুঝে_চলো েমন_করা_সময় #জীবন_একটাই #আত্মজিজ্ঞাসা

আমি/ আপনি কি প্রস্তুত? #বিকেল৩টা  #মনকেমন  #জীবনের_ছোঁয়া      #ভালোথাকো        #ভাইরাল_ক্যাপশন
30/07/2025

আমি/ আপনি কি প্রস্তুত?

#বিকেল৩টা #মনকেমন #জীবনের_ছোঁয়া #ভালোথাকো #ভাইরাল_ক্যাপশন

"জীবনকে অর্থবহ করতে এই দুই অভ্যাসই যথেষ্ট…"অন্যকে সাহায্য করুন, কিন্তু কারো ক্ষতি করবেন না।এই দুই গুণই মানুষকে "মানব" বা...
30/07/2025

"জীবনকে অর্থবহ করতে এই দুই অভ্যাসই যথেষ্ট…"
অন্যকে সাহায্য করুন, কিন্তু কারো ক্ষতি করবেন না।
এই দুই গুণই মানুষকে "মানব" বানায়।
#মানবতা #জীবনের_মূল্য #সচেতনতা #ভালোথাকারপথ #মানুষ_হোন #সাহায্যকরুন #ভালোথাকুন #জীবনের_পাঠ

🌙 শুভ রাত্রি সবাইকে!আল্লাহ যেন আপনাদের রাতটা শান্তিতে ভরে দেন, মনটা হালকা করে দেন, আর স্বপ্নগুলো হোক আলোয় ভরা। 🤍ভালো ঘুম...
29/07/2025

🌙 শুভ রাত্রি সবাইকে!
আল্লাহ যেন আপনাদের রাতটা শান্তিতে ভরে দেন, মনটা হালকা করে দেন, আর স্বপ্নগুলো হোক আলোয় ভরা। 🤍
ভালো ঘুম হোক, ভালো থাকুন। ✨

#শুভরাত্রি #আল্লাহর_রহমত #শান্তিময়_রাত #ভালোথাকুন #স্বপ্নভরা_রাত

🦅 ঈগল কখনো কাকের সাথে ঝগড়া করে না…কাক ঈগলের ঘাড়ে ঠোকর মারে, বিরক্ত করে—কিন্তু ঈগল কিছু বলে না।সে শুধু উড়ে যায়, এত উঁচুতে...
29/07/2025

🦅 ঈগল কখনো কাকের সাথে ঝগড়া করে না…

কাক ঈগলের ঘাড়ে ঠোকর মারে, বিরক্ত করে—কিন্তু ঈগল কিছু বলে না।
সে শুধু উড়ে যায়, এত উঁচুতে—যেখানে কাকের পক্ষে বাঁচা অসম্ভব।

জীবনেও তেমনই কিছু "কাক" থাকবে, যারা তোমার সফলতা দেখে জ্বলে, তোমার স্বপ্নে ঠোকর দেয়, ব্যর্থতা ঢাকতে তোমাকে আঘাত করে।

তাদের সাথে লড়াই না করে, তুমি শুধু উড়ো... নিজেকে আরও উন্নত করো, আরও দৃঢ় হও।
কারণ, একসময় তারা নিজেরাই পড়ে যাবে।
তুমি উড়বে, একা, নীরবে, আত্মবিশ্বাসে।

🌟 তোমার সবচেয়ে বড় প্রতিশোধ — থেমে না যাওয়া।

#উড়তে_শিখুন #নেতৃত্ব #নিজেকে_প্রমাণ_করুন #উচ্চতাই_উত্তর #সফলতার_পথে

ফলো ব্যাক ১০০% #ফলো
29/07/2025

ফলো ব্যাক ১০০%
#ফলো

23/11/2024

সঠিকটা হয়তো আমরা অনেকেই জানিনা। আলহামদুলিল্লাহ আজকে জানলাম।
#সালাত #নামাজ
Islamic Thinking Islamic World ইসলাম শান্তির ধর্ম ইসলামিক বার্তা

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawbah توبة তাওবাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category