Pusko ism

Pusko ism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pusko ism, Digital creator, Dhaka.

❤️❤️
29/10/2024

❤️❤️

12/08/2024
11/07/2024

🥀🥀

09/07/2024

❤️❤️❤️

দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্যআদা বলে কেউ হবে না আমার সমতুল্য।আমার মূল্য উর্ধ্বে ওঠার গতি এতই তেজীদুই তিন লাফে হই...
05/07/2024

দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্য
আদা বলে কেউ হবে না আমার সমতুল্য।

আমার মূল্য উর্ধ্বে ওঠার গতি এতই তেজী
দুই তিন লাফে হইছি আমি তিন শ টাকা কেজি।

এলাচ বলে দেখো দেখো কয় কি বো*কা আদা
আমার দামটা আজও বোধ হয় জানে না এই গা*ধা।

কান খুলে শোন পা*গলা আদা শোনরে বো*কা হা*বা
দামের জন্য সারাদেশে এলাচ সবার বাবা।

পেঁয়াজ বলে বো*কা এলাচ রাখো তোমার গল্প
তোমার দামটা বেশি হলেও লাগে তোমায় অল্প।

দামটা আমার কম থাকিলেও লাগি বেশি আমি
এই হিসেবে আমি হলাম সবার চেয়ে দামি।

সয়াবিন তেল উঠে বলে হায়রে বোকার দল
আমি থাকতে তোরা কেন ঝগড়া করিস বল।

আশি থেকে দুই শ হইছে মাত্র যে এক রাতে
কান্নাকাটি করেও তোরা পারবি কি তার সাথে!

সাদা চিনি বলে তোরা ঝগড়াঝাঁটি ছাড়
চা ওয়ালারে জিগাও গিয়া মূল্য বেশি কার।

দামের জন্য আমার সাথে কেহ পারবি না
আমার ঠেলায় দেশে এখন দশ টাকা কাপ চা।

আড়াল থেকে মুচকি হেসে কইছে গরুর গোস্ত
দাম নিয়ে এই ঝগড়া বিবাদ বাদ দে তোরা দুস্ত।

গরিবদেরকে গিয়া আমার দামটা জিজ্ঞেস কর
ওরাই কইবো আমার কি দাম আমি যে কি দর।

এমনি করে নিত্যদিনের সকল দ্রব্য মিলি
কাহার মূল্য বেশি নিয়া লাগলো কিলা কিলি।

হাটে গিয়ে দ্রব্যদের এই মারামারি দেখে
দৌড়ে এসে জান বাঁচালাম বাজার করা রেখে।

27/06/2024

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?

বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে যানে না এমনকি বুঝার চেস্টা ও করে না।
সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে।তখন হাসবেন্ডরা চিন্তা করে এবং স্ত্রীকে এটা ও বলে যে , তোমার ভরন পোষন সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই ? তারা এই কথা গুলো কেয়ার ও করে না।
কিন্তু কোন মেয়ে শুধু খাওয়া আর পোষাকের জন্য স্বামীর সংসারে আসে না।একটা মেয়ে বাবার বাড়িতে ও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোন মানুষই যেখানে থাকুকনা কেন আল্লাহ তার রিযিকের ব্যবস্থা করে দেয়।তাই সব কিছুর পরে দিনশেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভাল আছে কিনা? সে আপনার থেকে আসলে কি চায়।আপনার সাথে সে খুশি আছে কিনা।
স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃস্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা।আপনি আপনার স্ত্রীর মানষিক অবস্থা বুঝার চেস্টা করুন।নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন।প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না।

দুনিয়াতে এমন ও অনেক মেয়ে আছে যারা হাসবেন্ডের প্রতি লয়াল ,তাদের যদি হাসবেন্ড খারাপ ও হয় , সময় ও না দেয় তারা কোনদিন অন্য ছেলেদের সাথে টাইম পাস ও করবে না । আপনাকে বুঝানোর চেস্টা করবে, যদি আপনি ও না বুঝেন তাহলে নিরবে কান্না করবে , অথবা সংসার ত্যাগ… অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনো বুঝার চেস্টা ও করেনা কেন এমন হচ্ছে।

তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানষিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়া ও অন্যায়।তাই নিজে স্ত্রীকে ভাল রাখুন।স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নেয়ামত আর আল্লাহর কোন বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান।
এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরের কস্ট বের করে আনুন।নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আপনার স্ত্রী ও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী।

27/06/2024

মানুষ অতীত হয় না আতীত হয় সময়।

19/06/2024

লং ডিসটেন্স রিলেশনশীপ (সেইম এইজ)!!

পাঁচ বছরের সম্পর্ক আমাদের..
বছরে সব মিলিয়ে দশ দিনও দেখা হয়না আমাদের.. প্রিয় মানুষটা দূরে থাকাকালীন, জীবন তাকে ছাড়া উপভোগ করা, বোধহয় জীবনের সর্বোচ্চ শাস্তি। অথচ কি মায়ায় প্রিয় মানুষটা পরে থাকে মনের গভীরে। প্রিয় মানুষটা থেকেও না থাকা জুড়ে সবটা থেকে যায়। এই যে মিস করা এটাকে বোধহয় শুদ্ধ ভালোবাসা বলে! এমন প্রেমে যেখানে ছোঁয়ার অধিকার থাকে না । কিন্তু ভালোবাসার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। দিনশেষে ভালোবাসা সুন্দর।🌸❤️❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pusko ism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share