Orbit Entertainment

Orbit Entertainment "বিনোদন প্রতিদিন"

26/10/2025

ছোটবেলায় গ্রাম বাংলা

26/10/2025

কাঞ্চন ঘাট

18/10/2025

রেললাইন, চায়ের টং দোকান আর ছিন্নমূল মানুষজন যেন একসূত্রে গাথা।

18/10/2025

Largest boat

17/10/2025

নদীতে নৌকা থেকে বাচ্চাদের লাফালাফি।

17/10/2025

নৌকাভ্রমণ করতে চাইলে চলে যান ৩০০ফিট শীতলক্ষ্যার পাড়ে।

17/10/2025
16/10/2025

নৌকা পারাপার ঘাট, কাঞ্চন

16/10/2025

শীতলক্ষ্যা নদী

'অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পুত্রবধূ  ঐশ্বরিয়া রায়'        সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া ...
14/10/2025

'অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পুত্রবধূ ঐশ্বরিয়া রায়'


সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং বলিউড অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিলো। মাঝখানে তাদের একত্রে দেখে থেমে যায় সব ধরনের আলোচনা-সমালোচনা। সেই সময় তারা কোনো কথা বলেননি।

কিন্তু এবার বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে আলোচনায় ফিরে এলেন এই তারকা দম্পতি। কারণ কিংবদন্তি অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ বচ্চনের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন ঐশ্বরিয়া। গত শনিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা যায়, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন কাঁধে ছোট্ট আরাধ্যা বচ্চনকে নিয়ে সেলফি তুলছেন। বিগ বির মাথায় আছে একটি ছোট্ট মুকুট, মুখে উজ্জ্বল হাসি। ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া রাই লিখেছেন, হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট পা-দাদাজি। ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ থাকুক সর্বদা।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ঐশ্বরিয়ার এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে ভক্ত-অনুরাগীদের ভালোবাসার বন্যা বইয়ে যায়। এক নেটিজেন লিখেন—ঐশ্বরিয়া, তুমি সত্যিই মন থেকে ভালো মানুষ। অন্য আরেক নেটিজেন লিখেন—তিনি সবসময়ই অমিতাভকে জন্মদিনে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত বছর ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা গেলেও পরে সেই খবরের সত্যতা পাওয়া যায়নি। দুজনকে একসাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। গত আগস্টে তারা আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে ফেরেন, যা ভক্তদের মাঝে স্বস্তি এনে দেয়।

এর আগে অনন্ত আম্বানির বিয়েতেও ঐশ্বরিয়া ও আরাধ্যাকে একসাথে দেখা গেলেও, অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, অগস্ত্য ও নব্যা আলাদা করে অংশ নেন, যা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলো। সেই থেকেই চলছিলো নানান গুঞ্জন।

অরবিট নিউজ২৪
Orbit News24

Address

Tejgaon
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orbit Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orbit Entertainment:

Share