18/06/2025
বাংলাদেশে যদি মিসাইল হামলা হয় তাহলে মিসাইলের যে হাল হতে পারে।
প্রথমেই বর্ডারে থামিয়ে দেখা হবে এর ভিতরে ইয়াবা আছে কিনা।
ওটা পার হয়ে মিসাইল ভিতরে এগুতে থাকলেই কমপক্ষে ৩ বার চাঁদাবাজের কবলে পড়বে।
এরপর মোটামুটি আহত অবস্থায় ঢাকার আশপাশে আসলে নিচে দেখবে ৩/৪ পক্ষ দাঁড়িয়ে চিল্লিয়ে জিজ্ঞাসা করবে তোমার আক্বিদা কি!
আরেক গ্রূপ জিজ্ঞাসা করবে তোমাকে যে পাঠিয়েছে তার আক্বিদা কি!
এরপর অর্ধমৃত মিসাইলকে চারপাশ থেকে এলোমেলো ভাবে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করবে শুধু জানার জন্য "বল তুই কার দালাল"
অতঃপর মিসাইল জ্ঞান যাবার আগে হাত জোর করে বলবে "ভাই আমি ভুল জায়গা আইসা পরসি, আমারে মাফ কইরা দেওন যায়না?"
এরপরেও মাফ না পেয়ে অবশেষে মব জাস্টিসেই নিঃশেষ হয়ে যাবে মিসাইলের প্রাণ।
আমাদের পরমাণু বোমা লাগবেনা। এভাবেই বেঁচে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ।