Journey By Rony

Journey By Rony সকল প্রশংসা আল্লাহর জন্য
(8)

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না, ক্রেতা বা বিক্রেতার তেমন কোন ক্ষতি ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না, ক্রেতা বা বিক্রেতার তেমন কোন ক্ষতি নেই।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে বিশ-পঁচিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল বিষয়।

তাই চেষ্টা করুন পারিপার্শ্বিক অবস্থা বুঝে অবস্থান করতে, ভালো মানুষদের সংস্পর্শে থাকতে, নিজেকে উত্তম পরিবেশে রাখতে। নিজের সম্মান, গুরুত্ব, মর্যাদা বজায় রেখে চলতে।

আপা আসছে 🥱🥱🥱
14/04/2025

আপা আসছে 🥱🥱🥱

⭕ শুভ নববর্ষ ১৪৩২
14/04/2025

⭕ শুভ নববর্ষ ১৪৩২

আপনার বাচ্চা আপনার সরাসরি প্রতিফলন।তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করবে সেভাবে তারা মানুষের সাথে আচরণ করতে শিখবে।আপনি যেভা...
06/04/2025

আপনার বাচ্চা আপনার সরাসরি প্রতিফলন।

তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করবে সেভাবে তারা মানুষের সাথে আচরণ করতে শিখবে।

আপনি যেভাবে তাদের সাথে কথা বলেন সেভাবে তারা নিজেদের সাথে কথা বলে।

তাদের সম্পর্কে আপনি যা বিশ্বাস করেন তা তারা নিজেদের সম্পর্কে যা বিশ্বাস করে তা আকৃতি দেয়।

তুমি যা করো তারা সবকিছু ভিজিয়ে দেয়। আপনি তাদের অনুসরণ করতে চান এমন উদাহরণ হন।

02/03/2025

এক শ্রেণির দেখানেওয়ালা রোজাদার আছে, এরা অন্যের পেটে লা'থি মেরে নিজেকে ধার্মিক প্রমান করতে চায়।
এরা এতোটাই নাবালক ধার্মিক, রোজার দিনে দোকানপাট, হোটেল, চায়ের দোকান খোলা রাখলে নাকি এদের রোজা ছুটে পালায়!
এরা চিন্তা করে না, রমজানে হোটেল দোকানপাট বন্ধ রাখলে লোকটার সংসার চলবে কীভাবে। হোটেল দোকানপাটের কর্মচারীদের বেতন কীভাবে হবে। বৃদ্ধ, শিশু, রোগাক্রান্ত লোকজন খাবার পাবে কই? ভিন্ন ধর্মের লোকজন কোথায় যাবে।
কিছু কিছু মানুষের রিজিক আল্লাহ তায়ালা এসব হোটেল, চায়ের দোকানে দিয়ে রেখেছেন। তুমি ব্যাটা নষ্ট করার কে?
ওরে ধার্মিক ভাই, সামান্য খাবার দেখলেই যদি তোর আল্লাহর কথা ভুলে রোজা ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে, এমন রোজা তোর রাখার দরকারটা কী?

ডিলেট হয়ে যাবে আপনার ফেসুবক লাইভের সব ভিডিও ফেসবুক তাদের লাইভ ভিডিও স্টোরেজ এর নীতিমালা পরিবর্তন করেছে। ১৯ ফেব্রুয়ারি থে...
19/02/2025

ডিলেট হয়ে যাবে আপনার ফেসুবক লাইভের সব ভিডিও

ফেসবুক তাদের লাইভ ভিডিও স্টোরেজ এর নীতিমালা পরিবর্তন করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই নতুন নিয়ম। ১৯ ফেব্রুয়ারি বা তার পরে করা লাইভ ভিডিওগুলি ৩০ দিন পর্যন্ত থাকবে এরপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এই ৩০ দিনের মধ্যে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এ ছাড়া সেই লাইভ ভিডিও থেকে রিল বানিয়ে তা স্থায়ী ভাবেও রেখে দিতে পারবেন।
পুরোনো লাইভ ভিডিওগুলোর ক্ষেত্রে আরও ৯০ দিন সময় পাবেন সেগুলো ডাউনলোড করে রাখার, এরপর সেগুলোও ডিলেট হয়ে যাবে। তবে পুরোনো লাইভ ভিডিওগুলো ডিলেটের আগে আপনি নোটিফিকেশন পাবেন।

মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার। হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলে স্কিল। হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্...
28/01/2025

মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার। হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলে স্কিল। হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটা হয়ে যায় আর্ট। আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয়, তখনই মানুষের জীবনে আসে আসল শান্তি। এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদেরকে নিয়ে যায় স্রষ্ঠার কাছে। আরো কাছে। তখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই। কারণ জীবনে সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছেটাই থাকে না।

এজন্যই একজন রিকশাওয়ালা দিনে ৩০০ টাকা আয় করেও রাতে শান্তিতে ঘুমায়, আর ধনকুবেরেরা ব্যাংকে ৩০০ কোটি টাকা জমা থাকার পরেও দুচোখের পাতা এক করতে পারে না...

31/12/2024

Happy New Year 2️⃣0️⃣2️⃣5️⃣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Journey By Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journey By Rony:

Share