এই ধর্ম সব সদাচারের স্রষ্টা । আচার্য শঙ্কর বেদান্ত জ্ঞান দিয়েছেন । মহাপ্রভু দিয়েছেন ভক্তি, ক্ষমা, ভালোবাসার আদর্শ । ক্ষমা শীলতা শিখতে হলে এখানেই শেখা যাবে । অন্য মত নিতে হবে না । ঠাকুর রামকৃষ্ণ দেব এসেছেন । তিনি বেদান্ত, বৈষ্ণব , তন্ত্র কে এক সুতোয় গেঁথে দেখিয়েছেন- সব সনাতন পথ সত্য । তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন ‘নিজের অন্তরের সুপ্ত শক্তিকে জাগরণের তত্ত্ব’ । আমি হিন্দু । আমি গর্বিত । গর্ব করে বল আমি হিন্দু । ভারতের দেব দেবী সত্য। তেঁনারা আমার পূজ্য । সেবা , ত্যাগ , ব্রহ্মচর্যের , হিন্দুত্বের কথা এই সন্ন্যাসী গোটা বিশ্ব মাঝে প্রচার করেছিলেন । স্বামী প্রনবানন্দ মহারাজ আশ্রম স্থাপন পূর্বক হিন্দু ধর্মের বিরাট দর্শন , ত্যাগের ভাবনা , দেশ ও ধর্মের প্রতি কর্তব্য , নিষ্ঠা , সদাচার শেখালেন । স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ এলেন । তিনি ভক্তি , তন্ত্র , জ্ঞান সাধনা করে সমস্ত ব্রহ্মজ্ঞান আমাদের জন্যই রেখে গেলেন । এসেছেন লোকনাথ বাবা । এসেছেন ঠাকুর সীতারাম ওমকার নাথ , এসেছেন তারাপীঠ ভৈরব বামাদেব , এসেছেন রাম ঠাকুর । এমন অনেক মহা মানব, মনিষী বৃন্দ এসে আমাদের ধর্মের মাধ্যমে আমাদের সদাচার শেখালেন । ভিন্ন মত নিয়ে নয় । গুরুদেব সুধীন কুমার মিত্র শাক্ত সাধনা করেছেন । তিনি দেখালেন এই সনাতন ধর্মের সাথে মানব ধর্মের কোন ভেদ নেই । কারন আমাদের সনাতন ধর্ম মানবিক মূল্যবোধ শেখায় , অপরকে এমনকি ভিন্ন ধর্মী কেও কাছে এনে ভালোবাসার শিক্ষা দেয় । এর দাম হিন্দু দের যদিও অনেক ক্ষতি পূরণ দিয়ে দিতে হয় বারংবার । তাই অন্তিমে বলি আমি আমার ধর্মের জন্য গর্বিত । আপনারা যারা নিষ্ঠাবান হিন্দু আছেন- তাঁরাও গর্ব করেন । আমরা ভিন্ন ধর্মী দের উপাসনা লয় ভাঙ্গি না । আমরা কারোর পেছনে লাগি না । আমরা বিশ্বাস করি নিজেও ভালো থাকি , অপর কেউ ভালো রাখি । কেউ পর নয় , তাই বারংবার আঘাত খেয়েও আমরা ফুল, মিষ্টি দেই । এখানেই আমাদের জয় । সব শিক্ষা আমাদের ধর্মেই আছে ।আসুন একটু জেনে নিজ ধর্ম সম্বন্ধে ।
সনাতন জ্ঞান ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য এই ফেইজবুক পেইজের মূল উদ্দেশ্য।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে সন্তান ধর্মীয় শিক্ষায় পারদর্শী হয় সেই সন্তানটি তার পিতামাতা এবং সমাজ সবার জন্যই মঙ্গলকর হয়ে উঠে। সুতারাং, পরিশেষে বলব আপনি আপনার নিজ নিজ সন্তানকে ছোট থেকে সনাতন ধর্মীয় শিক্ষা প্রদান করুন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে সন্তান ধর্মীয় শিক্ষায় পারদর্শী হয় সেই সন্তানটি তার পিতামাতা এবং সমাজ সবার জন্যই মঙ্গলকর হয়ে উঠে। সুতারাং, পরিশেষে বলব আপনি আপনার নিজ নিজ সন্তানকে ছোট থেকে সনাতন ধর্মীয় শিক্ষা প্রদান করুন।
প্রতিদিন সনাতন ধৰ্মীয় মূলক পোষ্ট আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক 👍 সনাতন ধর্ম প্রচার- Circulate of Sanatan পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এবং আপনার বন্ধুদেরকে ইনভাইট করুন।