News Of Bangladesh

News Of Bangladesh পথ অনেক, আমরা সত্যের পথে |

বিশেষ অভিযানে গ্রেপ্তার তরুন ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদি। জানা যায় তার বাসার পানির ট্যাংকি থেকে তাকে আটক করা হয়েছে৷
24/08/2025

বিশেষ অভিযানে গ্রেপ্তার তরুন ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদি।
জানা যায় তার বাসার পানির ট্যাংকি থেকে তাকে আটক করা হয়েছে৷

24/08/2025

বিএনপি নেতা রুমিন ফারহানা নিজে উপস্থিত থেকে দলের লোকজনকে দিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ'কে নির্বাচন কমিশনে মারধর করে। অপরাধ একটাই। আতাউল্লাহ নির্বাচন কমিশনে সীমানা পূণনির্ধারন বিরোধিতা করে আপিল করেন এবং আজকে শুনানিতে নেন।

লেডি ডন রুমিনের মুখের এক্সপ্রেশন দেখেন। তার ছেলেদের দিয়ে মারধর দেওয়াচ্ছে আর এই ডাইনিটা নাগিনীর মতো ফোঁসফোঁস করছে।

আর খালেদা জিয়ার পিএস সাত্তারের আজ্ঞাবহ ইসি কমিশনের মধ্যেই একটা দলের অন্যতম শীর্ষ নেতাকে নিরাপত্তা দিতে পারে না। ইলেকশন করবে কীভাবে?

24/08/2025

বি এন পি নেতা ফজলুল রহমান বলেন।

23/08/2025

ভারতের উত্তরপ্রদেশের নয়ডাতে জননিরাত্তামূলক বার্তা দিতে একটি ভিডিও প্রকাশ করেছে ট্রাফিক পুলিশ। এতে দেখা যাচ্ছে, বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন এক যুবক। এমন ‘বিপজ্জনক’ কাজ ও আইন ভঙ্গ করায় ওই বাইক চালককে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে পুলিশ। যা বাংলাদেশি অর্থে ৭৫ হাজার টাকার সমান।

উত্তর প্রদেশের পুলিশ ভিডিওটি প্রকাশ করে লিখেছে, “রোমিও-জুলিয়েট নয়ডায় একটি বাইক সিক্যুয়েল করার চেষ্টা করেছিল। তবে এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান, কোনো প্রেমের গান নয়! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দিন।” ভিডিওতে পুলিশ জানিয়েছে, এই যুগলকে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।
#জরিমানা

23/08/2025

Cameraman of the year!

23/08/2025

আপনারা আগামী নির্বাচন কি পিআর পদ্ধতিতে চান নাকি প্রচলিত পদ্ধতিতে চান।
পি আর পদ্ধতি_১
প্রচলিত পদ্ধতি_২

আলহামদুলিল্লাহ, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে বলিষ্ঠ ব্যক্তিত্ব ফারাবী ভাই মুক্ত।
22/08/2025

আলহামদুলিল্লাহ, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে বলিষ্ঠ ব্যক্তিত্ব ফারাবী ভাই মুক্ত।

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্ত...
22/08/2025

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।
(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……

মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।
(কপি পোস্ট)

কোলকাতায় পার্টি অফিস আর দিল্লীতে বিলাসবহুল অফিস খোলার মাধ্যমে ঢাকাকে দিল্লী স্পষ্ট বার্তা দিয়েছে। কোন রাখঢাক নেই দিল্লীর...
21/08/2025

কোলকাতায় পার্টি অফিস আর দিল্লীতে বিলাসবহুল অফিস খোলার মাধ্যমে ঢাকাকে দিল্লী স্পষ্ট বার্তা দিয়েছে। কোন রাখঢাক নেই দিল্লীর। ফিফথ কলামিস্ট শক্তিকে দিল্লী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে। ইউনুস সরকার তো বটেই, পরবর্তী তারেক জিয়া সরকারের সাথেও দরকষাকষির স্বার্থে পতিত শক্তিকে মাঠে নামাবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েই দিল্লী মাঠে নামছে।

এটা অবশ্য প্রথম নয়। পঁচাত্তরের পর কাদের সিদ্দিকির সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছিল দিল্লী। লুটতরাজ আর ডাকাতি ছাড়াও কাদেরিয়া বাহিনী অস্ত্র লুটের আশায় সীমান্তের ফাঁড়িতে হামলা চালাতো। আকাশবানী আর দূরদর্শন সেটাই বাংলাদেশে গৃহযুদ্ধ হচ্ছে বলে প্রচার করতো।

ইউনুস সরকার রাজনীতি বোঝে না বলেই সবার ধারণা। দিল্লীকে শুধু রিটেন নোট পাঠিয়ে কাজ হবে না। ইউনুস সরকারকে মনে রাখতে হবে যে, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। কিন্তু লীগ চাইবে যে, যে কোন ভাবে নির্বাচন বানচাল হোক। বাংলাদেশে রাজনৈতিক ঝামেলা তৈরী হোক। ঘোলা জলে মাছ শিকার হাসিনা ও দিল্লীর লক্ষ্য।

সে জন্যে ইউনুস সরকারকে অতর্কিত হামলা, সীমান্ত উত্তেজনার মতো ঘটনার প্রস্তুতি নিতে হবে। দেশের ভেaতরেও প্রচুর স্যাবোটাজ হতে পারে। এসব মাথায় রেখে, নম, নম না করে, চোখের বদলে চোখ নীতিই দিল্লীকে রাশ টানতে বাধ্য করবে।

আগামী একমাস পরেও যদি দিল্লী আওয়ামী লীগকে রাজনৈতিক তৎপরতা চালাতে দেয়, ঢাকার উচিৎ হবে উত্তর-পূর্ব ভারতের স্বাধীনতাকামী দলগুলোকে ঢাকায় ফ্রি হ্যান্ড দেয়া। ভারতীয় গুপ্তচর সে খবর যথারীতি পৌঁছে দেবে। ঢাকার পক্ষে সেটা হবে টিট ফর ট্যাট পলিসির উদাহরণ।

আর হ্যাঁ, দেশস্থ পঞ্চম বাহিনীকে এটাও জানিয়ে দেয়া দরকার যে, প্রয়োজনে আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী দল হিশেবে ঘোষণা করা হবে (দয়া করে যেটা এখনও করা হয়নি)। এবং হ্যাঁ, শান্টিং-এর পাশাপাশি সন্ত্রাসবাদের মাজারগুলোও গুঁড়িয়ে দেয়া হবে। সব কাজ মুখে বলে করতে হয় না। আখড়ার আশেপাশে কিছু প্রতীকী বুল ডোজার পাঠানোই সাংকেতিক মেসেজ দেয়ার ক্ষেত্রে যথেষ্ট।

20/08/2025

আসলেই তো?

“গোলাম আজমের সাথে আমার একবারই দেখা হয়েছিল। তখন তাঁকে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত। ত...
20/08/2025

“গোলাম আজমের সাথে আমার একবারই দেখা হয়েছিল। তখন তাঁকে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত।

তখন তিনি বলেছিলেন, ‘আমি তো ক্ষমা চেয়েছি।’ আমি তখন বলেছিলাম, এই ক্ষমায় হবে না; আরও স্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে।

তিনি তখন বলেছিলেন, ‘অখণ্ড পাকিস্তান আমি তো একা চাইনি। আরো একজন অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন।’

কিন্তু সেই একজন কার কথা বলেছিলেন গোলাম আজম, সেটা বলার সাহস এখন আমার নাই।”

___প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

সেই নেতা কে হতে পারে?

01/05/2023

শায়েখ আলী হাসান উসামার নতুন ওয়াজ। বেদাতিদের ধুয়ে দিলেন। ভন্ড তাহেরিকে ধুয়ে দিলেন।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Of Bangladesh:

Share