06/08/2025
ছোটবেলায় এই খেলাটা আমার খুবই পছন্দের ছিল। ❤️আমরা যে এলাকায় থাকতাম আমাদের বাড়ির পাশেই ছিল বুড়িগঙ্গা নদী। তো আগে এদিকটায় এত এত বাড়িঘর কিছুই ছিল না।জায়গায় জায়গায় ছিল বড় বড় মাঠ আর ছোট ছোট কিছু খাল যেগুলো তে পানি জমে থাকতো। এখনকার দিনের ছেলেমেয়েদের মতো কোন মোবাইল ছিল না আমাদের। এমনকি আমার বাবা মায়ের কাছেও ছিল ২-১টা বাটন ফোন। তাও কোনরকম চলতো আবার চলতোনা এই টাইপ। 😅তো আমরা ঘরবন্দী তো থাকতে পারতাম না ছোট মানুষ তার ওপর কে বা আমাদের এত জালাতন সহ্য করে নিয়ে বসে থাকবে,😑যদিও আমার দাদা-দাদী,নানা-নানী ছোট থেকেই কাউকেই আমি পাইনি তারা সব আগেই গত হয়ে গিয়েছেন।🥹যাই হোক মেইন কথায় আসি তো আমাদের সময় আমরা ঘরের থেকে বেশি সময় ব্যয় করতাম খেলাতে। পড়ালেখা শেষ করেই মাঠে। আমাদের সময় আমরা চঞ্চল ছিলাম ঠিকি দুষ্টুমিও করতাম প্রচুর কিন্তু এখনকার ছেলেমেয়েদের মতো এত পাকামো ছিল না ভিতরে। 😑ছেলেমেয়েরা সব সুযোগ পেলেই চলে যেতাম মাঠে কতরকমের যে খেলা খেলেছি কানামাছি, দড়িলাফ, গোল্লাছুট, বউচি, ডাঙ্গুলি, এক্কাদোক্কা,এবং ওপেন টু বাইস্কোপ আরও অনেক খেলা যেগুলো আপাতত মনে নাই। 🫠আর নদীতে যখন পানি উঠতো তখন মাঠগুলোতেও পানি দিয়ে ভরে যেত তখন আমরা সবাই মিলে মাটির পাহাড় বানাতাম ছবির মতো করে। কে কার থেকে বড় বানাবে প্রতিযোগিতা চলতো।😅অবশ্য এত দুষ্টুমি এত খেলা আম্মুর কথা না শোনা এগুলোর জন্য কত যে মার খেয়েছি এটারও কোনো হিসাব নেই। 😅 এখনো এই স্মৃতিগুলো ভুলতে পারিনা। আফসোস করি ইস যদি আগের মতো আবারও দিনগুলো ফিরে পেতাম কত ভালো হতো। 🙂