Sumi’s cake house

Sumi’s cake house ✅টার্গেট 10k
✅ Active🥹 আছি✅
✅দ্রুত ফলো দিন‼️
🔥Follow Back বুঝে নিন।🔥✅টার্গেট 10k
✅ Active🥹 আছি✅
✅দ্রুত ফলো দিন‼️
🔥Follow Back বুঝে নিন।🔥

রসমালাই কেক রেসিপি❤️ যারা কেক এবং মিষ্টি খাবার পছন্দ করেন তাদের জন্য মাস্ট ট্রাই একটা আইটেম।উপকরণ :কেক তৈরির সবকিছু রুম ...
12/10/2025

রসমালাই কেক রেসিপি❤️

যারা কেক এবং মিষ্টি খাবার পছন্দ করেন তাদের জন্য মাস্ট ট্রাই একটা আইটেম।

উপকরণ :
কেক তৈরির সবকিছু রুম টেম্পারেচার এর হতে হবে।

ডিম ২ টি
চিনি ১/২ কাপ
তেল ২ টে.চামচ
ময়দা ২/৩ কাপ
গুড়া দুধ ১টে.চা
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চা
রসমালাই / মিল্ক এসেন্স ১/২চা.চা

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে হবে।
সাদা অংশের সাথে চিনি দিয়ে একসাথে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি গলে এবং ডিম টা ফোম হয়ে আসে।
এরপর এর মধ্যে এসেন্স,ডিমের কুসুম এবং তেল দিয়ে কয়েক সেকেন্ড বিট করতে হবে।
এরপর একটা চালনির সাহায্যে চেলে সবগুলো শুকনো উপকরণ এর মিশ্রণ এর মধ্যে দিয়ে দিবো।
স্পেচুলা দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই ডিমের ফোম বসে না যায়। এই পর্যায়ে ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কেকটা ঠিকভাবে ফুলবেনা। খুবই আলতোভাবে ৪-৫ মিনিট সময় নিয়ে মিশিয়ে নিবেন।

★৭" সাইজের রাউন্ড মোল্ড এ ঢেলে ওভেন বা চুলাতে বেক করতে হবে।

১৭০°তে ১০ মিনিট প্রি-হিট করে এরপর ৪০ মিনিট কেকটা বেক করতে হবে🥰

৪০ মিনিট পর চেক করে ওভেন বা চুলা থেকে বের করে নিন।

★কেকটা ঠান্ডা হতে হতে ২ টা কাজ করে নিন, রসমালাই সিরাপ রেডি এবং ক্রীম রেডি।
রসমালাই সিপার এর জন্য ৫০ গ্রাম গরম পানি এবং ১৫ গ্রাম চিনি মিশিয়ে নিন, ঠান্ডা হলে এরসাথে ৭০ গ্রাম রসমালাই এর সিরা মিশিয়ে নিন। রসমালাই এর সিরা পাতলা হলে সম্পূর্ণ টাই রসমালাই এর সিরা নিবেন।

★ক্রীম তৈরির জন্য ১৮০-২০০ গ্রাম ক্রীম বিট করে নিন, সাথে কিছুটা রসমালাই এসেন্স দিন ফ্লেভারের জন্য।
ক্রীমে এক্সট্রা চিনি দেওয়ার দরকার নেই। তাহলে কেকটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে।

★ঠান্ডা হওয়ার পর কেকটাকে ৩ ভাগে ভাগ করে নিবেন।

★প্রতিটি লেয়ারে রস মালাই সিরাপ দিন, এরপর ক্রীম এবং ক্রীমের উপর রসমালাই এর ছোট ছোট মিষ্টি গুলো ভেংগে দিয়ে দিন। এভাবে করে প্রতিটি লেয়ার করে নিন।

★নিজের পছন্দমতো ডেকোরেশন করে নিন।

৩-৪ ঘন্টা ফ্রিজের নরমালে সেট করার পর দারুণ সুস্বাদু রসমালাই কেক একদম রেডি❤️❤️❤️

★স্পঞ্জ কেক চুলায় ভালো হয়, বাকিসব কেক ওভেনে ভালো হয়।

★ব্লেন্ডারে ডিমের ফোম হয় না। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন।

★আটা দিয়ে কেক ভালো হবেনা,কেক তৈরিতে ময়দা ই নিতে হবে।

★বিট করে যারা চিনি গলাতে না পারেন তারা চাইলে চিনি গুড়া করে নিতে পারেন, কারণ চিনি না মিশলে কেক হবে না। তাপে চিনি গলে যাবে কেকের ক্ষেত্রে এটা আশা করা যায় না।

শেষ টিপসঃ ময়দার প্যাকেট কিনে এনে প্যাকেট টা খোলার পর কেক খুব সুন্দর হবে।
ময়দা পুরনো হয়ে গেলে পাউরুটি/ব্রেড টাইপ খাবার সুন্দর হবে🥰

স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার টিপস (নতুনদের জন্য)🥰১. কেক তৈরির আগে একটা খাতায় লিখে নিবেন আজ কতটুকু পরিমাণ কেক তৈরি করতে চান ...
12/10/2025

স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার টিপস (নতুনদের জন্য)🥰

১. কেক তৈরির আগে একটা খাতায় লিখে নিবেন আজ কতটুকু পরিমাণ কেক তৈরি করতে চান আর তার জন্য কি কি দরকার( বিশ্বাস করেন এই কাজটা আপনার কেক তৈরিতে আপনাকে ৫০% এগিয়ে নিবে )

২. বেকিং প্যান টাতে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিবেন।

৩. ফ্রিজ থেকে ডিম ১ ঘন্টা আগে বের করে নিবেন।

৪. যে হাড়িতে কেকটা বেক করবেন সেই হাড়িটা রেডি রাখবেন।

৫. কেকে তৈরির সব উপকরণ হাতের কাছে রাখবেন।
এই কাজ গুলো করার পর কেক বানানো শুরু করবেন।

৬. কেক কতটা সফট হবে তা নির্ভর করে ডিমের ফোমের উপর। ডিমের ফোমটা যদি পারফেক্ট হয় কেকটা এমনিতেই ফুলবে। চাইলে ডিমের সাদা অংশে ১ডিমের সাদা অংশের জন্য ১/৮ চা.চা টারটার ইউজ করতে পারেন।

৭.অনেকের কেক বেক করার সময় ফুলে আবার ঠান্ডা হলে চুপসে যায়। এর কারন হলো ময়দা কম হওয়া অথবা বেকিং পাউডার বেশি হওয়া। কেকের ব্যাটার এর ঘনত্ব এমন হবে যাতে চামচ দিয়ে তুললে ব্যাটারটা নিচে ভাজ ভাজ হয়ে পড়বে।

৮. বেকিং পাউডার এর পরিমানটা পারফেক্ট হতে হবে যেন কম বা বেশি না হয়। নয়তো কেক ফুলবে না।
১/২ কাপ ময়দার জন্য ১/২চা.চা এর কিছুটা কম বেকিং পাউডার দিবেন।

৯.কেকের ব্যাটার তৈরি করে কখনো দেরি করা যাবে না। সাথে সাথে বেক করে নিতে হবে। যখন শুকনো উপকরণ আর লিকুইড উপকরণ মিশাবেন, তখন চুলাটা জ্বালিয়ে হাড়িটা প্রি হিট করে নেবেন, যাতে ব্যাটার রেডি করে সাথে সাথে বেক করতে পারেন।

১০.কেকের ব্যাটার রেডি করে যখন কেক মোল্ডে দিবেন তখন একটু উঁচু থেকে ব্যাটারটা ঢালবেন আর বেক করার আগে মোল্ডটা ২/৩ বার বারি দিবেন। এতে করে কেকের মধ্যে কোনো ফাকা থাকবে না।

১১.অনেকের সমস্যা কেকের ভিতরটা কাচা থাকে। যে হাড়িতে বেক করবেন সেই হাড়িটা চুলাতে ১০ মিনিট মিডিয়াম আচে প্রি হিট করবেন।কেকের সাইজ অনুযায়ী বেক হতে সময় লাগবে। বড় কেক হলে সময় বেশি আর ছোট কেক হলে সময় কম লাগে।

12/10/2025
রেড ভেলভেট কেক বেইজ রেসিপি 👉ডিম -১ টিগুঁড়া চিনি -১/২ কাপতেল -২ টেবিল চামচ ময়দা -১/২ কাপকর্নফ্লাওয়ার -১ টেবিল চামচ লাই...
12/10/2025

রেড ভেলভেট কেক বেইজ রেসিপি 👉

ডিম -১ টি
গুঁড়া চিনি -১/২ কাপ
তেল -২ টেবিল চামচ
ময়দা -১/২ কাপ
কর্নফ্লাওয়ার -১ টেবিল চামচ
লাইট কোকো পাউডার -১ চা চামচ
বেকিং পাউডার -১/২ চা চামচের অর্ধেক
বেকিং সোডা -১/২ চা চামচের অর্ধেক
সাওয়ার ক্রিম -১/৪ কাপ
তরল দুধ -১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স -১/২ চা চামচ
রেইনার্স এর লাল কালার - প্রায় ২ চা চামচ

আমেরিকান বাটার ক্রিম রেসিপি 👉
আড়ং এর বাটার -১০০ গ্রাম
আইসিং সুগার -১/৪ কাপ
বরফ ঠান্ডা দুধ -১ টেবিল চামচ

ক্রিম চিজ ফ্রস্টিং রেসিপি 👉
আলমারাই ক্রিম চিজ -৪০ গ্রাম
আমেরিকান বাটার ক্রিম -৫০ গ্রাম

চকলেট ময়েস্ট কেক উপকরন:—————-ময়দা - ১ কাপ। কোকপাউডার - ১/৩ কাপ। বেকিং পাউডার - ১ চা চামচ। বেকিং সোডা - ১/৪ চা চামচ। লবন...
12/10/2025

চকলেট ময়েস্ট কেক

উপকরন:
—————-
ময়দা - ১ কাপ।
কোকপাউডার - ১/৩ কাপ।
বেকিং পাউডার - ১ চা চামচ।
বেকিং সোডা - ১/৪ চা চামচ।
লবন - এক চিমটি।
ডিম - ৩ টা।
চিনি - পনে এক কাপ।
তেল - ১/৩ কাপ।
ভেনিলা এসেন্স - ১ চা চামচ।
দুধ - ১/৪ কাপ।
গরম পানি - ১/২ কাপ।
কফি - ১ চা চামচ।

12/10/2025

চকলেট স্পঞ্জ কেক

উপকরণ:

ডিম -২ টা
চিনি -১/৩ কাপ
চকলেট ইমালশন -১/২ চা চামচ
ময়দা -১/৩ কাপ
কর্নফ্লাওয়ার -১ টেবিল চামচ
কোকো পাউডার -১ টেবিল চামচ
বেকিং পাউডার -১/২ চা চামচ

চকোলেট সুইস রোল কেক রেসিপি উপকরণ:চকোলেট স্পঞ্জের জন্য:৪টি বড় ডিম, ১০০ গ্রাম (½ কাপ) চিনি৬৫ গ্রাম (½ কাপ)  ময়দা৩০ গ্রাম...
12/10/2025

চকোলেট সুইস রোল কেক রেসিপি

উপকরণ:
চকোলেট স্পঞ্জের জন্য:
৪টি বড় ডিম,
১০০ গ্রাম (½ কাপ) চিনি
৬৫ গ্রাম (½ কাপ) ময়দা
৩০ গ্রাম (¼ কাপ) মিষ্টি ছাড়া কোকো পাউডার
১ চা চামচ বেকিং পাউডার
¼ চা চামচ লবণ
২ টেবিল চামচ তেল
২ টেবিল চামচ দুধ
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
ক্রিমের জন্য :
১ কাপ ভারী ক্রিম (ঠান্ডা)
২ টেবিল চামচ গুঁড়ো চিনি
১ চা চামচ ভ্যানিলা এসেন্স

চকোলেট গানাসের জন্য:
১৫০ গ্রাম ) ডার্ক চকলেট, কাটা
(⅔ কাপ) ভারী ক্রিম
চকোলেট শেভিং বা টুকরো
কোকো পাউডার ডাস্টিং

নির্দেশাবলী:
ওভেন ১৮০°C তে প্রিহিট করুন / ৩৫০°F. ১০x১৫ ইঞ্চি (২৫x৩৮ সেমি) বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার দিন।
একটি বড় পাত্রে, ডিম এবং চিনি ৫-৭ মিনিট ধরে ইলেকট্রিক মিক্সার দিয়ে উচ্চ গতিতে ফেটিয়ে নিন যতক্ষণ না এটি ফ্যাকাশে এবং তিনগুণ বেশি হয়। ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার এবং লবণ একসাথে চেলে নিন। ডিমের মিশ্রণে আলতো করে ভাঁজ করুন।
তেল, গরম দুধ এবং ভ্যানিলা একসাথে নাড়ুন; মসৃণ না হওয়া পর্যন্ত ব্যাটারে ভাঁজ করুন।
প্রস্তুত প্যানে ব্যাটার ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। বুদবুদগুলি সরাতে হালকাভাবে আলতো চাপুন।
১০-১২ মিনিট বেক করুন, যতক্ষণ না স্পর্শ করলে উপরের অংশটি ফিরে আসে।
গরম অবস্থায় রোল করুন
ওভেন থেকে স্পঞ্জটি বের করে তাৎক্ষণিকভাবে কোকো পাউডার দিয়ে ধুলো একটি পরিষ্কার রান্নাঘরের তোয়ালেতে ঘুরিয়ে দিন।
সাবধানে পার্চমেন্ট পেপারের খোসা ছাড়িয়ে নিন। তোয়ালে দিয়ে কেকটি উপরে রোল করুন (ছোট দিক থেকে শুরু করে)। রোল করার সময় সম্পূর্ণ ঠান্ডা করুন।
ফিলিং তৈরি করুন:
গুঁড়ো চিনি এবং ভ্যানিলা দিয়ে ঠান্ডা ক্রিম দিয়ে ফেটিয়ে নিন যতক্ষণ স্টিফ হয়।
গানস কে সামান্য ঠান্ডা হতে দিন, তারপর রোলের উপর ঢেলে দিন।
টুকরো টুকরো করে পরিবেশন করুন এবং উপভোগ করুন।

চকলেট স্পঞ্জ কেকর মেজারমেন্ট 🌸🥰🍰দুইটা ডিম 🍰১/২ কাপ ময়দা 🍰১/৩ কাপের কম চিনি🍰২ টেবিল চামচ কোকো পাউডার 🍰১ টেবিল চামচ ময়দা...
12/10/2025

চকলেট স্পঞ্জ কেকর মেজারমেন্ট 🌸🥰

🍰দুইটা ডিম
🍰১/২ কাপ ময়দা
🍰১/৩ কাপের কম চিনি
🍰২ টেবিল চামচ কোকো পাউডার
🍰১ টেবিল চামচ ময়দা সরিয়ে ১ টেবিল চামচ কনফ্লাওয়ার
🍰১/২ চা চামচ বেকিং পাউডার
🍰১/৪ চা চামচ সোডা
🍰সামান্য একটু লবণ

゚viralシfypシ゚viralシ

🍘🍥🍪🍩 😋নিচে ছয়টি সুস্বাদু বিস্কুট তৈরির সম্পূর্ণ রেসিপি দেওয়া হলো। প্রতিটি রেসিপির উপকরণ ও প্রণালি বিস্তারিতভাবে উল্লেখ ...
09/10/2025

🍘🍥🍪🍩 😋নিচে ছয়টি সুস্বাদু বিস্কুট তৈরির সম্পূর্ণ রেসিপি দেওয়া হলো। প্রতিটি রেসিপির উপকরণ ও প্রণালি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

---
🍪 ১. বাটার বিস্কুট:

👉 উপকরণ:

* ময়দা – ১ কাপ
* মাখন – ১/২ কাপ (নرم, ঘরের তাপমাত্রায়)
* চিনি গুঁড়ো – ১/২ কাপ
* বেকিং পাউডার – ১/২ চা চামচ
* ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ

👉 প্রণালি:

1. একটি বাটিতে মাখন ও চিনি ভালোভাবে বিট করুন যতক্ষণ না মিশ্রণ হালকা ও ফুলে ওঠে।
2. ময়দা ও বেকিং পাউডার চেলে দিন।
3. ধীরে ধীরে মাখনের মিশ্রণে ময়দা মেশান।
4. ভ্যানিলা এসেন্স দিন ও ডো তৈরি করে ১৫ মিনিট ফ্রিজে রাখুন।
5. ডো রোল করে চেহারা দিন এবং ১৮০°C তাপে ১২-১৫ মিনিট বেক করুন।

---
🍫 ২. চকোলেট বিস্কুট:

👉 উপকরণ:

* ময়দা – ১ কাপ
* কোকো পাউডার – ২ টেবিল চামচ
* চিনি – ১/২ কাপ
* মাখন – ১/২ কাপ
* বেকিং পাউডার – ১/২ চা চামচ
* ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ

👉 প্রণালি:

1. মাখন ও চিনি বিট করুন।
2. তাতে ভ্যানিলা এসেন্স মেশান।
3. আলাদা বাটিতে ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার চেলে নিন।
4. শুকনো উপকরণ মাখনের মিশ্রণে মেশান এবং ডো তৈরি করুন।
5. আকার দিয়ে ১৮০°C তাপে ১০-১২ মিনিট বেক করুন।

---
🥜 ৩. পিনাট বাটার বিস্কুট:

👉 উপকরণ:

* পিনাট বাটার – ১/২ কাপ
* চিনি – ১/২ কাপ
* ডিম – ১টি
* ময়দা – ১/২ কাপ
* বেকিং সোডা – ১/৪ চা চামচ

👉 প্রণালি:

1. পিনাট বাটার ও চিনি মিশিয়ে নিন।
2. ডিম দিন এবং ভালোভাবে মেশান।
3. এরপর ময়দা ও বেকিং সোডা মেশান।
4. ছোট ছোট বল তৈরি করে চেপে দিন ও বেক করুন ১৭০°C তাপে ১০-১২ মিনিট।

---
🧂 ৪. নোনতা বিস্কুট (স্যাভরি)

👉 উপকরণ:

* ময়দা – ১ কাপ
* ঘি বা মাখন – ৩ টেবিল চামচ
* কালোজিরা – ১/২ চা চামচ
* লবণ – স্বাদমতো
* ঠান্ডা পানি – প্রয়োজনমতো

👉 প্রণালি:

1. ময়দা, লবণ ও কালোজিরা মিশিয়ে তাতে ঘি মেশান।
2. ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করুন।
3. পাতলা করে বেলে কেটে বেক করুন ১৮০°C তাপে ১২-১৫ মিনিট।

---
🥥 ৫. নারকেল বিস্কুট:

👉 উপকরণ:

* গ্রেট করা শুকনা নারকেল – ১ কাপ
* ময়দা – ১ কাপ
* চিনি – ১/২ কাপ
* ডিম – ১টি
* মাখন – ১/২ কাপ
* বেকিং পাউডার – ১/২ চা চামচ

👉 প্রণালি:

1. মাখন ও চিনি বিট করুন, এরপর ডিম ও নারকেল দিন।
2. ময়দা ও বেকিং পাউডার মেশান।
3. ডো তৈরি করে আকার দিন এবং ১৮০°C তাপে ১২-১৫ মিনিট বেক করুন।

---
🍯 ৬. হানি ওটস বিস্কুট:

👉 উপকরণ:

* ওটস – ১ কাপ
* ময়দা – ১/২ কাপ
* মধু – ১/৩ কাপ
* মাখন – ১/২ কাপ
* বেকিং পাউডার – ১/২ চা চামচ
* দারচিনি গুঁড়ো – ১ চিমটি

👉 প্রণালি:

1. মাখন ও মধু একসাথে গলিয়ে মিশিয়ে নিন।
2. তাতে ওটস, ময়দা, বেকিং পাউডার ও দারচিনি মেশান।
3. ছোট ছোট বিস্কুট আকারে গড়ে ১৮০°C তাপে ১০-১২ মিনিট বেক করুন।
’s vlog

১ডিমের ভ্যানিলা পাউন্ড কেক-🏵️ময়দা- ১কাপ (২৫০ এম এল)🏵️ডিম-১টি (স্বাভাবিক ভাবে ৫৫/৬০এম এল)🏵️চিনি-১/৩কাপ(৮০এম এল)🏵️নরমাল রা...
09/10/2025

১ডিমের ভ্যানিলা পাউন্ড কেক-
🏵️ময়দা- ১কাপ (২৫০ এম এল)
🏵️ডিম-১টি (স্বাভাবিক ভাবে ৫৫/৬০এম এল)
🏵️চিনি-১/৩কাপ(৮০এম এল)
🏵️নরমাল রান্নার সয়াবিন তেল-১/৩কাপ(৮০এম এল)
🏵️ভ্যানিলা এসেন্স-হাফ চা চামচ (আড়াই এম এল)
🏵️লিকুইড দুধ-১/৪কাপ (৬০এম এল)
🏵️বেকিং পাউডার-১চা চামচ (৫এম এল)
অথবা,বেকিং সোডা হাফ চা চামচ (আড়াই এম এল)

🥣প্রস্তত করন:
১টা ডিম ১/৩কাপ চিনি ভাল করে মিশাতে হবে যতক্ষনে চিনি না গলে,তারপরে ১/৪কাপ দুধ ১/৩সয়াবিন তেল,আর ভ্যানিলা এসেন্স চাফ চা চামচ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে,,,
তারপরে সুকনা উপকরন গুলো -১কাপ ময়দা,বেকিং পাউডার ১চা চামচ চালনি দিয়ে চেলে লিকুইড উপকরন এ দিয়ে ভাল করে মিশাতে হবে যাতে কোন দলা পাকানো না থাকে,
তারপরে ৪”/৫” মোল্ডে তেল ব্রাশ করে পেপার দিয়ে ঢেলে বেক করতে হবে,
#ওভেনে_বেক_করলে -আপ ডাউন হিট অন করে ১৬০° তাপ মাত্রায় ১০মিনিট প্রি হিট করে ৪০মিনিট বেক করতে হবে!
#চুলায়_বেক_করলে -১০মিনিট মিডিয়াম বাই হাই দিয়ে প্রি হিট করে নিয়ে ৪৫মিনিট মিডিয়াম বাই লো দিয়ে বেক করতে হবে,, 😊😊

ইনশাআল্লাহ আপনার কেক রেডি 🥧😋😋

’s vlog

Address

Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi’s cake house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share