27/04/2024
আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর পুনরায় সবাইকে একত্রিত পেয়ে ভালো লাগছে। আগে আমাদের ভিন্ন ভিন্ন একাধিক পেইজে পাঠকদের তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকায় আমাদের পক্ষে সবার তথ্য সংগ্রহ করে তালিকা প্রণয়ন করাটা একপ্রকার অসম্ভব হয়ে পরেছিল। কারণ, প্রতিটি পেইজেই হাজার হাজার মেসেজ জমা ছিলো।
এই হাজার হাজার মেসেজ থেকে নির্বাচিত পাঠকদের নির্ভুল তথ্য তুলে আনাটা অসম্ভব ছিল। যেই কাজটা আমাদের ৩ জনের পক্ষে অসম্ভব ছিল, সেটা আপনাদের কাছে এখন ডালভাতের মতো। সুতরাং, সবাই একটু নিজ জায়গা থেকে এই পেইজে নিজেদের তথ্যগুলো জমা দিলে আমরাও দ্রুত তালিকার ফাইনাল প্রিন্ট করে এনে কাজ শুরু করতে পারব।
এছাড়াও খেয়াল করে দেখলাম আমাদের নোটিশ পোস্টটি ফেসবুকের ডাউন রিচের কারণে সবার কাছে পৌঁছায়নি। এজন্য অনুরোধ করব নোটিশটি আপনার পরিচিত (অবশ্যই নির্বাচিত ছিলেন এমন কেউ) পাঠককেও শেয়ার করে দিন। যাতে তারাও দ্রুত তথ্যগুলো আমাদের জমা দিতে পারেন।
#বিনামূল্যেবইবিতরণপ্রকল্প #বিবিআরএ #পাঠককমিউনিটিবাংলাদেশ