গ্রাম দেখি VillageVista

গ্রাম দেখি VillageVista Discover the pure beauty of rural Bangladesh with 'গ্রাম দেখি VillageVista'!
(6)

We share authentic stories of village life, farming traditions, local culture, fishing, village animals and nature’s wonders.

বিকেলের পিকটোরিয়াল আলোয় ছবিটা কেমন হয়েছে বলুন তো?পটলের গুণাগুন বলে শেষ করা যায় না। এটা ভিটামিন, খনিজ এবং ফাইবার সমৃদ্ধ অ...
07/08/2025

বিকেলের পিকটোরিয়াল আলোয় ছবিটা কেমন হয়েছে বলুন তো?

পটলের গুণাগুন বলে শেষ করা যায় না। এটা ভিটামিন, খনিজ এবং ফাইবার সমৃদ্ধ অনন্য গুণের একটা সবজি; যা সামগ্রিক স্বাস্থ্যর উন্নতি ঘটায়।

তাই কৃষকের সবজি ক্ষেতে পটল তুলে নিজেকে আজ সম্রাজ্ঞী মনে হচ্ছে!

06/08/2025

পটল তুলে ক্ষুদ্র কৃষকের লাভ ৫ লাখ টাকা 🥒

নিঝুমদ্বীপের হরিণ এখন যেন ’সোনার হরিণ’!এ কথাটার একটা নিদারুণ বাস্তবতা রয়েছে। এক সময় নিঝুমদ্বীপের বনে ধারণ ক্ষমতার চেয়েও ...
06/08/2025

নিঝুমদ্বীপের হরিণ এখন যেন ’সোনার হরিণ’!

এ কথাটার একটা নিদারুণ বাস্তবতা রয়েছে। এক সময় নিঝুমদ্বীপের বনে ধারণ ক্ষমতার চেয়েও বেশী হরিণ বিচরণ করত। কিন্তু হঠাৎ করে তারা উধাও হয়ে গেল কেন? (!) এখন পর্যটকেরা নিঝুমদ্বীপ ভ্রমণে গেলে লোকালয়ে ঘুরেবেড়ানো একটা হরিণ দেখেন। কিন্তু বনের মধ্যে? অনেক কসরত করে কেউ কেউ একটা-দুটো হরিণ দেখতে পায় কেবল! 🏖

তা হলে এমনটা হল কেন? না কোন প্রাকৃতিক কারণে এ ঘটনা ঘটেনি; এর পেছনে রয়েছে কিছু লো’ভী মানুষের হাত। এ নিয়ে আগামিতে আসবে বিস্তারিত প্রতিবেদন।

মোরা আর জনমে শালিক পাখি ছিলাম
06/08/2025

মোরা আর জনমে শালিক পাখি ছিলাম

05/08/2025

পার্থেনিয়াম গ্রাম থেকে শহর, ফুলের দোকান থেকে হাসপাতাল সব খানে ছড়িয়ে গেছে! ক্ষ’তি করছে মানুষ ও প্রকৃতির। 🤓সচেতনতামুলক পোস্ট

হ্যাঁ আপনার জন্যই; আপনার জানা খুব জরুরী!ইনসার্টে যে ফুলের ছবিটা দেখছেন; চেনেন এই ফুল? নাম পার্থেনিয়াম। দেখতে নিরীহ ফুল হ...
05/08/2025

হ্যাঁ আপনার জন্যই; আপনার জানা খুব জরুরী!

ইনসার্টে যে ফুলের ছবিটা দেখছেন; চেনেন এই ফুল? নাম পার্থেনিয়াম। দেখতে নিরীহ ফুল হলেও খুব বি ষা ক্ত! গ্রামে-গঞ্জে, বাড়ির আনাচে-কানাচে, রাস্তা-ঘাট সবখানে ছড়িয়ে গেছে এই আগাছ!

শুধু কী তা; বাংলাদেশের প্রায় সব ফুলের দোকানে এই পার্থেনিয়াম ব্যবহৃত হয় এবং সেখান থেকে পার্থেনিয়াম প্রবেশ করেছে আপানার বেড রুম বা হাসপাতালে রোগীর বিছানার পাশেও। ব্যাপারটা ভাবতে পারেন ! (? )

এ নিয়ে আজ থাকবে বিশেষ সচেতনতামূলক এক প্রামাণ্য ভিডিও। দেখবেন আজ রাত ৮টায়। সময় পেলে দেখতে ভুলবেন না।

কেউ কী বলতে পারেন, এই বটের কাঠ কী কাজে ব্যবহৃত হয়? এই যে বিশাল মহীরুহ বটগাছ; কেবল যুগ যুগ না টিকে থাকে শত শত বছরও! এ গাছ...
05/08/2025

কেউ কী বলতে পারেন, এই বটের কাঠ কী কাজে ব্যবহৃত হয়?

এই যে বিশাল মহীরুহ বটগাছ; কেবল যুগ যুগ না টিকে থাকে শত শত বছরও! এ গাছের পাতা গবাদি পশুর খাবার; ফল পাখির খুব প্রিয় আর বটের ছাল থেকে তৈরী হয় রশি। 🌳

কিন্তু এই প্রশ্ন আর প্রশ্নের উত্তরে রয়েছে চমকপ্রদ তথ্য!

04/08/2025

শত বছরের পুরনো গান 🎼

এই হচ্ছে গ্রামীণ জীবনের সৌন্দর্য। বাড়ির উঠানের ছায়ায় কাজ করতে করতে জমে আড্ডা। এসব কাজ আর আড্ডায় যোগ দেয় শরীক বাড়ির অনেকে...
04/08/2025

এই হচ্ছে গ্রামীণ জীবনের সৌন্দর্য। বাড়ির উঠানের ছায়ায় কাজ করতে করতে জমে আড্ডা। এসব কাজ আর আড্ডায় যোগ দেয় শরীক বাড়ির অনেকে। একজনের কাজ একাধিকজন হাত মিলিয়ে আড্ডা জমায় আবার কাজও সহজ করে নেয়।

এ সব আড্ডাই হচ্ছে গ্রামের আত্মিক বন্ধনের মূল কারণ।

অপেক্ষা! মাছ নিলামে তোলার অপেক্ষা! ছবিটা পাদ্মা পাড়ের; দোহার, নারিশা ঘাটের। এখানে ভোর থেকে চলে পদ্মার মাছের নিলাম। তবে ক...
04/08/2025

অপেক্ষা! মাছ নিলামে তোলার অপেক্ষা!

ছবিটা পাদ্মা পাড়ের; দোহার, নারিশা ঘাটের। এখানে ভোর থেকে চলে পদ্মার মাছের নিলাম। তবে কখনও কখনও নিলামকারীদেরও জেলে নৌকার অপেক্ষার প্রহর গুনতে হয়- মাছ নিয়ে কখন আসবে আর একটা নৌকা। 🐟

দেশে জেলে ও জালের সংখ্যা বেড়ে গেছে, মাছ কেনার মানুষও বেড়ে গেছে তবে কমে গেছে নদীর মাছের সংখ্যা। কারণ কী নিউটনের তৃতীয় সূত্র! এছাড়াও আর একটা বড় কারণ হলো, কারেন্ট জালে পোনা থেকে শুর করে মা মাছসহ কোন মাছই আর রক্ষা পায় না। তো মাছের সংখ্যা বৃদ্ধি তো গোড়াতেই থেমে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে অচিরেই আমাদের নদীগুলো মাছ শুণ্য হয়ে যাবে!

নদী বা মুক্ত জলাশয় জেলে, সরকার বা সমাজ সচেতন মানুষ কখনও মাছের পোনা ছাড়ে না; কারণ এ চর্চা এখানে গড়ে উঠেনি। মিঠা পানিতে মাছের সংখ্যা বাড়াতে হলে এ নিয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতেই হবে। তাবেই না টিকবে নদীর মাছ আর আমরা থাকতে পারব মাছে-ভাতে বাঙালি হয়ে।

03/08/2025

সত্যিকারের ভূতের সঙ্গে কথোপকথন 🥶

গা ছম ছম যে করেনি তা নয়! ধুক ধুক বুকে এগিয়েছি। এবার নেমেছি ভূতের সন্ধানে; খুঁজছিলাম জ্যান্ত ভূত। প্রথমেই পাই ভূত বিলাস! ...
03/08/2025

গা ছম ছম যে করেনি তা নয়! ধুক ধুক বুকে এগিয়েছি। এবার নেমেছি ভূতের সন্ধানে; খুঁজছিলাম জ্যান্ত ভূত। প্রথমেই পাই ভূত বিলাস! তখন আগ্রহ আরও বেড়ে যায়; উঁকিঝুকি মেরে দেখছিলাম আসলে ভূত কোথায় থাকে? এগিয়ে যেতে এক শূণ্যতা। অসীম!

খুঁজতে খুজতে পেয়েও গেছি এক জ্যান্ত ভূত! কথা বলেছি তার সাথে তাহার সাথে-
এ ভূতের চোখ আছে, শিং নেই,
ছোটে তো হাটে না, কাউকে যে কাটে না,
করে নাকো ফিসফাস, মারে নাকো ঢুঁশ্‌ঢাঁশ,
নেই কোন উৎপাত, খায় শুধু মাছ ভাত—
সেই ভূত জ্যান্ত
আগুণ জ্বেলে ক্ষান্ত
নিয়ম না মানলে;
মেরে দেয় ডাণ্ডা
ক’রে দেয় ঠাণ্ডা।

শুকুমার রায়ের ছড়া থেকে প্যারডির সঙ্গে মিল রেখে বিস্তারিত দেখতে আসুন আজ রাত ৮টায়;আমাদের পেজে। গ্রামের ভূত দেখতে চাইলে পেজটা ফ’লো’ দিয়ে রাখতে পারে। 😱
#

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম দেখি VillageVista posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share