03/08/2025
গা ছম ছম যে করেনি তা নয়! ধুক ধুক বুকে এগিয়েছি। এবার নেমেছি ভূতের সন্ধানে; খুঁজছিলাম জ্যান্ত ভূত। প্রথমেই পাই ভূত বিলাস! তখন আগ্রহ আরও বেড়ে যায়; উঁকিঝুকি মেরে দেখছিলাম আসলে ভূত কোথায় থাকে? এগিয়ে যেতে এক শূণ্যতা। অসীম!
খুঁজতে খুজতে পেয়েও গেছি এক জ্যান্ত ভূত! কথা বলেছি তার সাথে তাহার সাথে-
এ ভূতের চোখ আছে, শিং নেই,
ছোটে তো হাটে না, কাউকে যে কাটে না,
করে নাকো ফিসফাস, মারে নাকো ঢুঁশ্ঢাঁশ,
নেই কোন উৎপাত, খায় শুধু মাছ ভাত—
সেই ভূত জ্যান্ত
আগুণ জ্বেলে ক্ষান্ত
নিয়ম না মানলে;
মেরে দেয় ডাণ্ডা
ক’রে দেয় ঠাণ্ডা।
শুকুমার রায়ের ছড়া থেকে প্যারডির সঙ্গে মিল রেখে বিস্তারিত দেখতে আসুন আজ রাত ৮টায়;আমাদের পেজে। গ্রামের ভূত দেখতে চাইলে পেজটা ফ’লো’ দিয়ে রাখতে পারে। 😱
#