গ্রাম দেখি VillageVista

গ্রাম দেখি VillageVista Discover the pure beauty of rural Bangladesh with 'গ্রাম দেখি VillageVista'!
(3)

We share authentic stories of village life, farming traditions, local culture, fishing, village animals and nature’s wonders.

29/10/2025

ঢেঁকির প্রতিটা পাড়ে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। 💔 পল্লী কবির মা

মাথায় আকাশ, আর পায়ের নিচে সম্ভাবনার সবুজ জমিন। ইনি দেলোয়ার জাহান, একজন সাধারণ কৃষক নন, তিনি একজন কৃষি বিপ্লবী এবং আমা...
29/10/2025

মাথায় আকাশ, আর পায়ের নিচে সম্ভাবনার সবুজ জমিন। ইনি দেলোয়ার জাহান, একজন সাধারণ কৃষক নন, তিনি একজন কৃষি বিপ্লবী এবং আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের অতন্দ্র প্রহরী।

কয়েকদিন পরেই আসছে অগ্রহায়ণ—নতুন ফসলের ঘ্রাণে মেতে ওঠার উৎসব 'নবান্ন'। এই নবান্নের আনন্দ তখনই সার্থক হয়, যখন আমাদের পাতে ওঠে নিরাপদ এবং পুষ্টিকর ভাত। আর সেই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্যই নীরবে কাজ করে যাচ্ছেন দেলোয়ার জাহানের মতো মানুষেরা।

তিনি 'প্রাকৃতিক কৃষি আন্দোলন'-এর একজন অগ্রগণ্য কর্মী। মানিকগঞ্জে তার 'প্রাকৃতিক কৃষি খামার'-এ তিনি কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই, প্রকৃতির নিজস্ব নিয়মে ফসল ফলান। তার মূল সাধনা হলো, আমাদের হাজার বছরের পুরোনো দেশী ধানের জাতগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে আবার কৃষকের মাঠে ফিরিয়ে আনা। তিনি এই দেশী জাতগুলোর গবেষণা, সংরক্ষণ এবং চাষাবাদ ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।

দেলোয়ার জাহান আমাদের শেখাচ্ছেন, কীভাবে প্রকৃতির বন্ধু হয়ে, মাটিকে ভালোবেসে, আমরা স্বাস্থ্যকর ফসল ফলাতে পারি। তিনি শুধু একজন কৃষক নন, তিনি একজন বিজ্ঞানী, একজন শিক্ষক এবং আমাদের ভবিষ্যতের কৃষি পথের দিশারী।

এমন একজন মানুষের কর্মযজ্ঞের সামনে দাঁড়িয়ে, 'গ্রাম দেখি'-এর পক্ষ থেকে সকল কৃষক এবং আপনাদের সবাইকে জানাই নবান্নের অগ্রিম শুভেচ্ছা। নতুন ধানের ঘ্রাণে ভরে উঠুক সবার ঘর।

শুভ সকাল।

28/10/2025

আমাদের অন্নদাতা শ্রমিকদের অবিশ্বাস্য জীবন সংগ্রাম

কাজ শেষে আনন্দের ঝাঁপ! 🏊‍♀️দিনের বেলায় যারা মাটির কঠিন বুকে ফলায় সোনার ফসল, দিনশেষে তারাই আবার বিলের শীতল জলে খুঁজে নে...
28/10/2025

কাজ শেষে আনন্দের ঝাঁপ! 🏊‍♀️

দিনের বেলায় যারা মাটির কঠিন বুকে ফলায় সোনার ফসল, দিনশেষে তারাই আবার বিলের শীতল জলে খুঁজে নেয় দুরন্ত শৈশব।

আড়িয়াল বিলের কৃষি শ্রমিকদের কাজের শেষের চিত্র এটf। সারাদিনের কায়িক পরিশ্রমের পর, বিলের জলেই তারা ধুয়ে ফেলে সব ক্লান্তি। এই ঝাঁপটা শুধু শরীরকে নয়, যেন মনকেও সতেজ করে দেয়।

এই মানুষগুলোর জীবন সংগ্রাম, তাদের কঠোর পরিশ্রম আর এমন নির্মল আনন্দের মুহূর্তগুলো নিয়েই আমাদের এবারের গল্প।

সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন আজ রাত ৮টায়, 'গ্রাম দেখি'র পর্দায়।

ছবিতে আমার পাশে যে যিনি আছেন, তার নাম ফজলু ভাই—আড়িয়াল বিলের একজন ভূমিপুত্র। তার সঙ্গে কথা বলে শুনলাম বিলের হারিয়ে যাও...
28/10/2025

ছবিতে আমার পাশে যে যিনি আছেন, তার নাম ফজলু ভাই—আড়িয়াল বিলের একজন ভূমিপুত্র। তার সঙ্গে কথা বলে শুনলাম বিলের হারিয়ে যাওয়া প্রাচুর্যের এক হৃদয়বিদারক গল্প।
ফজলু ভাইয়ের চোখেমুখে ভেসে উঠছিল সেই পুরোনো দিনের স্মৃতি। তিনি জানালেন, মাত্র ২০ বছর আগেও এই আড়িয়াল বিল ছিল মাছের এক বিশাল রাজ্য। তিনি নিজেই প্রতি বছর মণকে মণ মাছ ধরতেন, আর তৈরি করতেন ১০০ মটকারও বেশি চ্যাঁপা শুঁটকি। বিলই ছিল তাদের আহার আর আয়ের প্রধান উৎস।

কিন্তু আজ সেই বিল প্রায় মাছশূন্য। কোথায় গেল সেই মাছ?

উত্তরটা আমাদের সবার জানা, কিন্তু আমরা মানতে চাই না। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার ধীরে ধীরে বিষাক্ত করে তুলেছে বিলের পানি। এই বিষে মরে গেছে মাছ, নষ্ট হয়ে গেছে মাছের প্রজননক্ষেত্র।

আমার নিজের অভিজ্ঞতাও সেই কথাই বলে। গত বছরও এসে দেখেছিলাম দু-একটা 'ভেসাল' দিয়ে মাছ ধরা হচ্ছে। কিন্তু এবার এসে দেখি, ভেসালগুলো আছে, কিন্তু তাতে জাল নেই, মাছ ধরার কোনো উদ্যোগও নেই।

প্রশ্নটা এখানেই—একটু বাড়তি ফসলের আশায় আমরা যে ভয়ংকরভাবে পরিবেশ দূষণ করছি, তাতে কি আমাদের আদৌ কোনো লাভ হচ্ছে? আমরা ফসল হয়তো কিছু বেশি পাচ্ছি, কিন্তু হারিয়ে ফেলছি আমাদের প্রাকৃতিক মাছের ভান্ডার, নষ্ট করে দিচ্ছি আমাদের জলজ বাস্তুতন্ত্র।
ফজলু ভাইয়ের মতো মানুষের দীর্ঘশ্বাস আমাদের এটাই বলে দেয় যে, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যে উন্নয়ন, তা কখনোই টেকসই হতে পারে না। সময় থাকতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, নইলে আড়িয়াল বিলের মতো আমাদের সব জলাশয়ই হয়তো একদিন মাছশূন্য হয়ে পড়বে।

28/10/2025

হঠাৎ দেখে আমার আত্মারাম খাঁচাছাড়া! 🐍 কিন্তু আসল সত্যিটা আরও মজার। 😂

ভোরের আলোয় ঘাসের ওপর বিছানো শুভ্রতার চাদর—এই তো শরতের শিউলি।এই ফুলটার জীবন বড়ই অদ্ভুত। রাতের আঁধারে চুপিসারে ফোটে, চার...
28/10/2025

ভোরের আলোয় ঘাসের ওপর বিছানো শুভ্রতার চাদর—এই তো শরতের শিউলি।

এই ফুলটার জীবন বড়ই অদ্ভুত। রাতের আঁধারে চুপিসারে ফোটে, চারপাশ ভরিয়ে দেয় তার মিষ্টি সুবাসে, আর সকালের প্রথম আলো ফুটতেই টুপটাপ করে ঝরে পড়ে মাটির বুকে। যেন তার সব সৌন্দর্য সে বিলিয়ে দেয় শুধু একটা ভোরের জন্য।

এই ঝরে পড়া ফুলগুলো দিয়েই শুরু হোক আমাদের আজকের সকাল। 'গ্রাম দেখি'র পক্ষ থেকে সবাইকে শিউলি ফুলের শুভ্র- স্নিগ্ধ শুভেচ্ছা।
শুভ সকাল। 🤍

27/10/2025

কাঠের ঘর নিয়ে আপনার ভুল ধারণা ভেঙে দেবে এই ভিডিও

হ্যাটটা আমার, কিন্তু ছবিটা তার!'গ্রাম দেখি'-এর পেছনের কারিগর, মেহেদী; সুযোগ পেয়ে আমার প্রিয় হ্যাটটা নিয়েই পোজ দিয়ে ফ...
27/10/2025

হ্যাটটা আমার, কিন্তু ছবিটা তার!

'গ্রাম দেখি'-এর পেছনের কারিগর, মেহেদী; সুযোগ পেয়ে আমার প্রিয় হ্যাটটা নিয়েই পোজ দিয়ে ফেললো। হলুদ টি-শার্ট আর নীল আকাশের ’ফোর গ্রাউন্ডে’ সাদা হ্যাট।

ক্যামেরার পেছনের মানুষটা আজ একটু ক্যামেরার সামনে। কেমন লাগছে তাকে এই রূপে? 😜

হাতে তার বৈঠা, আর বুকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। 🏏পরিচয় করিয়ে দেই আড়িয়াল বিলের 'অপরাজিতা', আছিয়ার সঙ্গে। যার দুরন্তপ...
27/10/2025

হাতে তার বৈঠা, আর বুকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। 🏏

পরিচয় করিয়ে দেই আড়িয়াল বিলের 'অপরাজিতা', আছিয়ার সঙ্গে। যার দুরন্তপনায় মিশে আছে সাহস, আর চোখে জ্বলজ্বল করে আকাশ ছোঁয়ার স্বপ্ন।

এই ডানপিটে মেয়েটিকে আপনি কখনো দেখবেন ঝড়ের বেগে গাছে চড়ে বসতে, কখনো দেখবেন বইয়ের পাতায় মগ্ন, আবার কখনো ক্রিকেট মাঠে চার-ছক্কা হাঁকাতে। আজ যেমন সে হাজির হয়েছে লাল রঙের বৈঠা হাতে, আড়িয়াল বিলের বুকে তার ছোট্ট ডিঙি ভাসাতে।

আছিয়ার স্বপ্নটা আর দশটা সাধারণ মেয়ের মতো নয়। সে বড় হয়ে শচীন বা সাকিবের মতো একজন ক্রিকেটার হতে চায়, খেলতে চায় বাংলাদেশের জাতীয় দলে। তার হাতের এই বৈঠাটা যেন শুধু নৌকা চালানোর জন্যই নয়, এ যেন তার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ারই এক দৃঢ় প্রত্যয়।

আড়িয়াল বিলের প্রতিকূল পরিবেশ, সীমাবদ্ধতা—কোনো কিছুই দমাতে পারেনি তার স্বপ্নকে। আছিয়ার এই অদম্য স্পৃহা আর আত্মবিশ্বাস আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখতে সাহসের প্রয়োজন হয়, সুযোগের নয়।

'গ্রাম দেখি'-এর পক্ষ থেকে আমাদের এই ছোট্ট 'ডানপিটে'-এর জন্য রইলো অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আছিয়া একদিন তুমি নিশ্চয়ই তোমার স্বপ্ন সত্যি করবে।️

27/10/2025

’চটকমাল’- সুন্দরবনের সবচেয়ে ভয়ের জায়গা!🐅

এক পাশে সবুজের অপেক্ষা, আরেক পাশে সোনালী ফসলের ঘরে তোলার পালা।এই দৃশ্যটা যেন জীবনেরই প্রতিচ্ছবি—একদিকে বেড়ে ওঠা স্বপ্ন,...
27/10/2025

এক পাশে সবুজের অপেক্ষা, আরেক পাশে সোনালী ফসলের ঘরে তোলার পালা।

এই দৃশ্যটা যেন জীবনেরই প্রতিচ্ছবি—একদিকে বেড়ে ওঠা স্বপ্ন, অন্যদিকে স্বপ্ন পূরণের তৃপ্তি। গ্রামের এই কিষাণী তাদের কায়িক শ্রমে ফলানো সোনার ফসল বুকে আগলে ফিরে চলেছেন আপন নীড়ে। তার এই হেঁটে চলায় মিশে আছে শুধু ধানের ভার নয়, মিশে আছে পুরো একটা সংসারের আশা আর ভালোবাসা।

'গ্রাম দেখি'র পক্ষ থেকে আপনার সকালটা হোক এমনই সবুজ, সোনালী আর পরিপূর্ণ।

শুভ সকাল। ❤️

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম দেখি VillageVista posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share