
12/07/2025
এটা একটা ঐতিহাসিক রেলস্টেশন! পরিসর, কলেবর বা শ্রী হয়তো বাড়েনি কিন্তু ইতিহাসে অনন্য এক রেলস্টেশন এটা। এই স্টেশনটা প্রতিষ্ঠিত হয় ১৮৯৯ সালে। আর এই রেলপথ তৈরীতে ফরিদপুরের কৃতি সন্তান, রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজসেবী অম্বিকাচরণ মজুমদারের ভূমিকা ছিল অনন্য। উল্লেখ্য ১৮৮১ সালে অম্বিকাচরণ মজুমদার ‘ফরিদপুর পিপলস অ্যাসোসিয়েশন’ গঠন করেন- আর এটাই ছিল ফরিদপুরের প্রথম কোনো রাজনৈতিক সংগঠন। যা হোক ১৯২২ সালে অম্বিকাচরণ মজুমদার গত হলে ১৯২৩ সালে এই স্টেশনের নাম রাখা হয়- অম্বিকাপুর। আর এ রেলস্টেশনের সঙ্গে যার স্মৃতি খুব জড়িত তিনি পল্লী কবি জসিমউদ্দিন। 🚟