Shorif Bhai 01

Shorif Bhai 01 যোগাযোগ :
[email protected]
(14)

পরিচয় নিশ্চত করতে একটা শেয়ার করুন 🙏🙏মনোহরদী উপজেলার একদুয়ারিয়া-০৩ নং ইউনিয়নের কুড়িপাইকা এলাকায় ব্রহ্মপুত্র নদীর প...
21/09/2025

পরিচয় নিশ্চত করতে একটা শেয়ার করুন 🙏🙏
মনোহরদী উপজেলার একদুয়ারিয়া-০৩ নং ইউনিয়নের কুড়িপাইকা এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে একটি লা/শ পাওয়া গেছে....পোস্টটা শেয়ার করে দিবেন যাতে করে তাদের স্বজনরা, দেখে চিনতে পারেন।।। আসুন সবাই বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করি।।।

আলহামদুলিল্লাহ।  মাইলস্টোন স্কুলের আরো একজন ছাত্র কয়েক মাস ধরে চিকি'ৎ'সা'র পর সু'স্থ হয়ে আজকে বাড়ি ফিরলেন নাম ওবায়দুল...
21/09/2025

আলহামদুলিল্লাহ। মাইলস্টোন স্কুলের আরো একজন ছাত্র কয়েক মাস ধরে চিকি'ৎ'সা'র পর সু'স্থ হয়ে আজকে বাড়ি ফিরলেন নাম ওবায়দুল্লাহ বাবা একজন উপসচিব ওবায়দুল্লাহ পরিবারের একমাত্র ছেলে, ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসায় বাবা ঢাকার একটা মসজিদে ৫ লক্ষ টাকা দা'ন করেন

মানবতার ফেরিওয়াল রফিক ভাইয়ের জন্য দোয়া চাই তিনি সবসময় অসহায়,অসুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন আল্লাহ পাক...
21/09/2025

মানবতার ফেরিওয়াল রফিক ভাইয়ের জন্য দোয়া চাই তিনি সবসময় অসহায়,অসুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন আল্লাহ পাক তার এই মহতি কাজকে কবুল করুন। আমিন

ট্রেনের ভীড়ে এক জীবনের করুন গল্প। ঢাকা থেকে ময়মনসিংহের পথে লোকাল ট্রেন। মানুষের ভীড়, ঠাসাঠাসি কোলাহল। হঠাৎ চোখ আটকে গ...
21/09/2025

ট্রেনের ভীড়ে এক জীবনের করুন গল্প।
ঢাকা থেকে ময়মনসিংহের পথে লোকাল ট্রেন। মানুষের ভীড়, ঠাসাঠাসি কোলাহল। হঠাৎ চোখ আটকে গেল এক ছোট্ট শিশুর মুখ। মিষ্টি কণ্ঠে বললো— “কিছু টাকা দেন, কিছু খাব।”
ভাবলাম, হয়তো ১০ টাকা দেবো। কিন্তু না, দিলাম ১০০ টাকা। টাকাটা হাতে পেয়ে শিশুটির চোখে যে খুশির ঝিলিক দেখলাম, মনে হলো—তার দুনিয়া যেন উজ্জ্বল হয়ে উঠলো এক নিমিষেই।
কিছুক্ষণ পর ক্লান্ত শরীরে সে বললো ঘুমাতে চায়। কয়েকজন যাত্রীকে সরালাম, জায়গা করে দিলাম। ট্রেনের মেঝেতেই শুয়ে পড়লো ছোট্ট মানুষটা। চোখে ঘুম নেমে এলো এক চিলতে হাসি রেখে।
আহ, কী জীবন!
কী কষ্ট!
কতটা কঠিন হতে পারে বেঁচে থাকা!
আমরা যেখানে ছোট্ট স্বপ্নের জন্যও অসন্তুষ্ট, সেখানে এই শিশুটি সামান্য কিছু পেয়ে হাসতে জানে, ঘুমিয়ে পড়তে জানে। এই কি জীবনের আসল রূপ? এই কি আমাদের সমাজের চিত্র?

#মানবতা #জীবনেরকষ্ট #শিশুরহাসি #হৃদয়স্পর্শী #বাস্তবতা #সমাজেরচিত্র #ভালোবাসা #কষ্টেরজীবন #হৃদয়ভাঙাদৃশ্য #সহানুভূতি

একজন রিক্সা চালক পিতা 😱টেপড়া কালিবাড়ীর রাস্তা দিয়ে আসছিল একটি রিক্সা। রিক্সায় বসা একজন ক্লান্ত বৃদ্ধ মানুষ, মুখে শান্ত...
21/09/2025

একজন রিক্সা চালক পিতা 😱
টেপড়া কালিবাড়ীর রাস্তা দিয়ে আসছিল একটি রিক্সা।
রিক্সায় বসা একজন ক্লান্ত বৃদ্ধ মানুষ, মুখে শান্তির হাসি। কিন্তু দৃশ্যটা অন্যরকম—রিক্সা চালাচ্ছে তারই শিক্ষিত ছেলে!
ছেলে যে কেউ নয়-দেশের সেনাবাহিনীর একজন সদস্য। দেশের মাটিকে বুক দিয়ে আগলে রাখা যোদ্ধা। ছুটি পেয়েছে, মায়ের হাতের ভাত খেতে এসেছে ঘরে। কিন্তু বাবার রিক্সা দেখে হঠাৎই হাতলটা ধরে বসে গেল। বাবা পিছনে বসে, ছেলে চালাচ্ছে রিক্সা।
মানুষজন থেমে থেমে তাকিয়ে আছে। কেউ ছবি তুলছে, কেউ বলছে-এই ছেলেটাই দেশের গর্ব। বাবা রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু বাবার কপালে আজ সবচেয়ে বড় গর্ব—তার ছেলে সেনা সদস্য।"
রিক্সার প্রতিটি প্যাডেলের সাথে যেন বাবা-ছেলের স্বপ্নগুলো ঘুরে চলছিল। বাবা চোখ মুছে নিলেন চুপচাপ, মনেমনে যেন বলছেন—আজ জীবনের কষ্টের দামটা পেলাম।
এই ছবিটা শুধু একটি মুহূর্ত নয়—এটা হাজারো বাবার ঘাম, ত্যাগ আর সন্তানের সাফল্যের প্রতিচ্ছবি। আল্লাহপাক প্রতিটি ঘরে ঘরে এমন সন্তান দান করুন। আমিন

মানুষ হিসাবে কত নিষ্ঠুর আমরা 😭 ঢাকাতে রিক্সা চালিয়ে পরিবারের মুখে হাসি ফুটাইতো, সেই স্বপ্নের রিক্সাটিও, অজ্ঞান পার্টি অজ...
21/09/2025

মানুষ হিসাবে কত নিষ্ঠুর আমরা 😭
ঢাকাতে রিক্সা চালিয়ে পরিবারের মুখে হাসি ফুটাইতো, সেই স্বপ্নের রিক্সাটিও, অজ্ঞান পার্টি অজ্ঞান করে নিয়ে গেছে ফেলে গেছে রাস্তায় ঢাকায় কত মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, দেখার কেউ নেই রাস্তা দিয়ে যাবার পথে দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে, কয়েকজন রিকশাওয়ালা কে ডাকলাম মাথায় পানি ঢাললাম রাস্তা থেকে সরিয়ে একটি ভালো জায়গায় রাখলাম
কিছুক্ষণ পরে, জ্ঞান ফিরলেও সেন্স ঠিক নেই সময় স্বল্পতার কারণে রাস্তার পাশে শুয়ে রেখেই চলে আসতে হল। যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম তাকে তার পরিবারের নিকট পৌঁছে দিতে। দোয়া করি আল্লাহ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন
(নমুনা)

21/09/2025

দীর্ঘ ২৬ বছর পর শীতকালে আবারো রমজান হতে যাচ্ছে
আলহামদুলিল্লাহ

মাত্র ২২ দিন আগে মাকে হারিয়েছে দুটো অবুঝ শিশু-একজনের বয়স হয়ত মাত্র ৫ বছর, অন্যজনের বয়স ১ বছর। তখনো বুক ভরা কষ্টে বাব...
20/09/2025

মাত্র ২২ দিন আগে মাকে হারিয়েছে দুটো অবুঝ শিশু-একজনের বয়স হয়ত মাত্র ৫ বছর, অন্যজনের বয়স ১ বছর। তখনো বুক ভরা কষ্টে বাবাই আঁকড়ে ধরে রেখেছিলেন তাদের, বাবাই ছিলেন একমাত্র ভরসা। কিন্তু নির্মম ভাগ্য কি এত সহজে শান্ত হয়? আজ ডাকাতদের হাতে জীবন হারালেন সেই বাবাও।
ভাবুন তো—যে শিশুটি এখনো নিজের নামটাও স্পষ্ট করে বলতে শেখেনি, যে মেয়ে এখনও খেলনাই আঁকড়ে ধরে ঘুমায়, তাদের মাথার উপর থেকে দুটো হাত একসাথে হারিয়ে গেল! এখন তাদের দেখার কেউ নেই, আশ্রয়ের কেউ নেই।
মা-বাবাহীন দুই অবুঝ শিশুর এই অসহায় চাহনি আজ আমাদের সমাজ, আমাদের মানবতার প্রতি প্রশ্ন ছুড়ে দেয়-
কে হবে তাদের আশ্রয়?
কে মুছবে তাদের চোখের পানি?
কে ধরবে সেই ছোট্ট হাত দুটো, যারা আজ পৃথিবীতে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে? আল্লাহ পাক তার সহায় হোন আমিন

রহমান মিয়া, বয়স মাত্র ৪৫। হঠাৎ স্ট্রোক করে চলে গেলেন না ফেরার দেশে। ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। সবাই বৃষ্টি এড়িয়ে ঘরে ...
20/09/2025

রহমান মিয়া, বয়স মাত্র ৪৫। হঠাৎ স্ট্রোক করে চলে গেলেন না ফেরার দেশে। ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। সবাই বৃষ্টি এড়িয়ে ঘরে আশ্রয় নিলেও একমাত্র মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে রইল বাবার পাশে।..
বৃষ্টি ঝরছে, চারপাশ নীরব। কিন্তু মেয়ের মনে শুধু বাবার মুখ, বাবার ভালোবাসা আর হাজারো স্মৃতি। আহারে মায়াময় জীবন-এভাবেই শেষ হয়ে যায়, তবুও থেকে যায় সন্তানের হৃদয়ে অবিনশ্বর ভালোবাসা। আল্লাহ পাক তার বাবাকে জান্নাত দান করুন। আমিন

এসব নিস্পাপ মুখগুলো দেখলে জীবন নিয়ে আল্লাহর প্রতি আর কোন অভিযোগ থাকে না,আল্লাহপাক বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আ...
20/09/2025

এসব নিস্পাপ মুখগুলো দেখলে জীবন নিয়ে আল্লাহর প্রতি আর কোন অভিযোগ থাকে না,আল্লাহপাক বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন

আহ! ধুনটের আকাশ আজ ভারী, বাতাস আজ শোকে স্তব্ধ। আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই কচি প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ম...
20/09/2025

আহ! ধুনটের আকাশ আজ ভারী, বাতাস আজ শোকে স্তব্ধ। আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই কচি প্রাক-প্রাথমিক শিক্ষার্থী মরিয়ম-যে আজই হয়তো রঙিন স্বপ্ন নিয়ে বইয়ের পাতায় ডুব দিতো, যে হাসিতে চারপাশ আলো করে দিতো—সে আর নেই! বিষাক্ত ভিমরুলের নির্মম কামড়ে থেমে গেলো তার সব স্বপ্ন, সব হাসি, সব কোলাহল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ভয়ানক! এক মায়ের বুক খালি হলো, বাবার সব আশা নিভে গেলো মুহূর্তে। এমন হৃদয়বিদারক বিয়োগ কীভাবে মেনে নেয়া যায়?
চোখের পানি ঝরতেই থাকে...
আল্লাহ্ মরিয়মকে জান্নাতুল ফেরদৌস দান করুন, শোকার্ত পরিবারকে ধৈর্য দিন। আমীন

বিয়ের মাত্র এক মাস পরই সংসারের স্বপ্ন ফেলে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিল আয়ানের বাবা। ভেবেছিলো কষ্ট করে রোজগার করবে, ...
20/09/2025

বিয়ের মাত্র এক মাস পরই সংসারের স্বপ্ন ফেলে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিল আয়ানের বাবা। ভেবেছিলো কষ্ট করে রোজগার করবে, ঘরে ফিরবে আনন্দের ঝাঁপি নিয়ে। কিন্তু হায়! দীর্ঘদিন পর যখন ফেরার কথা ছিল, তখনো আসতে পারলো না—অপেক্ষা, প্রতীক্ষা আর স্বপ্ন ভেঙে গেলো বারবার।
অবশেষে ফিরলেন তিনি, তবে নিথর দেহ হয়ে। সাদা কাফনের চাদরে মোড়ানো শরীর দেখে আহাজারিতে ভেঙে পড়লো পরিবার। ছোট্ট আয়ান তাকিয়ে রইলো বাবার দিকে-প্রথমবার দেখছে, অথচ এ-ই তার শেষ দেখা! নিষ্পাপ চোখে জমে উঠলো জল, বোঝে না এত কষ্ট কেন, বোঝে না জীবনের নির্মম হিসাব।
আহ প্রবাসীর কষ্ট!
আহরে জীবন, যেখানে ফিরে আসাও অনেক সময় হয়ে যায় এক শোকের নাম। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Shorif Bhai 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share