21/09/2025
ট্রেনের ভীড়ে এক জীবনের করুন গল্প।
ঢাকা থেকে ময়মনসিংহের পথে লোকাল ট্রেন। মানুষের ভীড়, ঠাসাঠাসি কোলাহল। হঠাৎ চোখ আটকে গেল এক ছোট্ট শিশুর মুখ। মিষ্টি কণ্ঠে বললো— “কিছু টাকা দেন, কিছু খাব।”
ভাবলাম, হয়তো ১০ টাকা দেবো। কিন্তু না, দিলাম ১০০ টাকা। টাকাটা হাতে পেয়ে শিশুটির চোখে যে খুশির ঝিলিক দেখলাম, মনে হলো—তার দুনিয়া যেন উজ্জ্বল হয়ে উঠলো এক নিমিষেই।
কিছুক্ষণ পর ক্লান্ত শরীরে সে বললো ঘুমাতে চায়। কয়েকজন যাত্রীকে সরালাম, জায়গা করে দিলাম। ট্রেনের মেঝেতেই শুয়ে পড়লো ছোট্ট মানুষটা। চোখে ঘুম নেমে এলো এক চিলতে হাসি রেখে।
আহ, কী জীবন!
কী কষ্ট!
কতটা কঠিন হতে পারে বেঁচে থাকা!
আমরা যেখানে ছোট্ট স্বপ্নের জন্যও অসন্তুষ্ট, সেখানে এই শিশুটি সামান্য কিছু পেয়ে হাসতে জানে, ঘুমিয়ে পড়তে জানে। এই কি জীবনের আসল রূপ? এই কি আমাদের সমাজের চিত্র?
#মানবতা #জীবনেরকষ্ট #শিশুরহাসি #হৃদয়স্পর্শী #বাস্তবতা #সমাজেরচিত্র #ভালোবাসা #কষ্টেরজীবন #হৃদয়ভাঙাদৃশ্য #সহানুভূতি