09/05/2025
মানুষ তার প্রয়োজনেই গাছ খোঁজে, আর অপ্রয়োজনেই গাছে আঘাত করে। সেই আঘাতে যদি গাছ চিৎকার দিয়ে আর্তনাদ করে উঠতো? যদি মুখ ফিরিয়ে নিতো মানুষের প্রয়োজনে?
গাছ নিয়ে প্রায়শই কোনো ঘটনা আমাদের নাড়া দেয়। আমরা কাঁদি, রাগ করি, ক্ষোভ প্রকাশ করি— তারপর আবার চুপ হয়ে যাই।
অনেকদিন আগে এমন চুপ হয়ে যাওয়ার আগ মুহূর্তের কোন এক ভাবনা থেকে বানানো হয়েছে আমাদের চলচ্চিত্র 'বোবা দুঃখ' (Silent Sorrow)।
একেবারে জিরো বাজেটে, স্বল্প সময়ের পরিকল্পনা ও সীমিত আয়োজনে নির্মিত এই ২ মিনিট ৩০ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি গাছের সেই "নীরব আর্তনাদ" তুলে ধরার একটি বিনীত প্রচেষ্টা।
Silent Sorrow (বোবা দুঃখ)
📽️
Starring: Noyon Ovick
Cinematography: Tanvir Hasan
Edit: Rakib Rabbani
Flute: Tasin Islam
Guitar: Rocky Hasan
Story, Screenplay & Direction: Mahfuzur Rahman Sabuj
🎬 A production of YOUniverse
🔊 People can express their feelings when they are hurt. But trees cannot. Their silent scream fades into thin air. ‘Silent Sorrow’ is a small attempt to portray that unheard cry.
আপনার মন্তব্যের অপেক্ষায়…
#বোবা_দুঃখ #মানুষ_বনাম_প্রকৃতি