এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে

  • Home
  • এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে

এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে সময় নামক সওদা বিক্রি করে কেউ ফিরবো জান্নাতে কেউ বা জাহান্নামে

23/06/2025

কাতার বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিতেও ইরানের হা/ম/লা...

23/06/2025

ইতিহাসে অনেক বীর যুদ্ধে জয়লাভ করেননি, কিন্তু তাদেরকে বীর বলা হত কারণ তারা অত্যাচারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন।
ঠিক যেমন ইমাম হুসেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

ইরান এই যুদ্ধে জয়ী হোক বা হেরে, ইতিহাসে ইরানকে সর্বদা বীর হিসেবে স্মরণ করা হবে—
কারণ যখন ৫৭টি ইসলামী দেশ আমেরিকা ও ইসরায়েলের সামনে মাথা নত করেছিল, তখন একমাত্র ইরান এই অত্যাচারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল।

কুরআনে বলা হয়েছে:

“হতাশ হও না, শোক করো না; যদি তোমরা সত্যিকারের মুমিন হও, তাহলে অবশ্যই তোমরা জয়ী হবে।” (আলে-ইমরান: ১৩৯)

আল্লাহ ইরানের রক্ষক এবং সমর্থক হোন।
ইরানের সকল আপডেট পেতে পেজটি ফলো করুন🙏

23/06/2025

জীবনকে কখনো খুব দীর্ঘ ভাববেন না। কারণ আমরা দিনরাত যে ভবিষ্যৎ নিয়ে ভাবি হয়তো সেই ভবিষ্যৎ আর আমার আপনার জীবনে কখনো আসবেও না।
জীবন হলো সংক্ষিপ্ত সফর। 🖤😊

29/05/2025

ভালো নেই বৃহত্তর নোয়াখালীর হাতিয়া, কোম্পানীগঞ্জ ও লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা।

স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে এগিয়ে আসার আহবান।।

23/05/2025

যতই বয়স হবে ততই বুজবে
পৃথিবীতে কেউ তোমার নয়, বিনা প্রয়োজনে

23/05/2025
21/05/2025

যদি আপনার কাছে কেউ সাহায্যের জন্য আসে তাহলে তাকে সাহায্য করবেন, কারন কি জানেন ? সে আপনার কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে গিয়েছিল এবং আল্লাহই আপনার কাছে পাঠিয়েছে।।

21/05/2025

"বৃষ্টি এলে সুযোগ আসে মিস করো না কভু
বাদল দিনে মনের দুয়া কবুল করেন প্রভু!
হৃদয় খুলে দু'হাত তুলে আর্জি যতো বলো
ঘুচবে তোমার দুঃখ সকল, মুছবে চোখের জলও।"

- আরিফ আজাদ

মাশা আল্লাহ একদম তাজা রাজশাহীর বিখ্যাত আম খাবেন আসেন খাই
21/05/2025

মাশা আল্লাহ
একদম তাজা রাজশাহীর বিখ্যাত আম
খাবেন আসেন খাই

21/05/2025

"ইচ্ছে করে শালিক হতে নীল আকাশের কোলে
ইচ্ছে করে ধুলোয় লুটাই আমার মায়ের বোলে।
ইচ্ছে করে মেঘের দেশে বৃষ্টি হতে ফের -
যখন তখন হারিয়ে যাবার ইচ্ছে আমার ঢের! '💙

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ ২
লেখক : আরিফ আজাদ

21/05/2025

পাপ করে কোথায় যাবে, গালিব?
এই মাটি, আকাশ সবই তো তাঁর!
—মির্জা গালিব

21/05/2025

যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সে কখনোই পরাজিত হয় না

Address

Savar

1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share