P1NX

P1NX Get ready for laughs and epic gaming moments!

We bring you the funniest and most exciting gameplay ideos of free Fire follow and support for daily doses of entertainmentl (s)】

15/03/2025
23/04/2024

একজন পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না। বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখতে হয় সেইদিকে পুরুষের বেশি খেয়াল থাকে। যে নারী পুরুষকে বুঝতে পারে, সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় !!🌼❤️

23/04/2024

বিয়ের আগে Rose day, Valentine day, Chocolate day. আর বিয়ের পরে, টাকা দে, কাপড় দে, সাবান দে, সোনা দে, মোবাইল দে, কসমেটিক্স দে, নইলে আমারে ছাইরা দে !

23/04/2024

নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে। কিন্তু তারা এটা বোঝেন না, যে এই অ্যাটেনশান-গিভার গ্রুপের অলমোস্ট ৯৯ শতাংশই সিম্প। এরা জাস্ট নারীসঙ্গই চায়। আপনার দায়িত্ব নেয়ার জন্য কেউ আপনার পিছে পিছে ঘুরে না।

আপনি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখেন, বলেন আপনাকে পেতে হলে বাবার সাথে কথা বলে, মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে, সিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে।
রইল বাকি যারা জানে-জিগার দিওয়ানা-মাস্তানা গ্রুপ। এদের সিংহভাগই জানে না তারা আসলে কী করছে। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এক্সেপশন আছে, কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না। এরা চায় দায়িত্ব নিতে, তবে এখনই না, এখন এন্জয় করি, পরে বিয়ে করবো।

আবার যারা দায়িত্ব নেবে বলে দাবি করে, তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেকে দেবদাস হয়, আর পার্বতী অন্য কারো হয়ে যায়।

যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা উচিত, অথবা, যৌবনের শুরুতেই বিয়ে করে আগে আবেগ দমন করা উচিত।
আবেগের দাস হয়ে দায়িত্বহীন সিম্পিং করে বেড়ানো নিতান্তই ব্যক্তিত্বহীনতা।

© কে লিখছে জানিনা কিন্তু লেখাটা মনে ধরছে।

23/04/2024

মানুষের প্রশংসায় মুগ্ধ হবেন না।
মানুষ আমাদের পিছনে এমন জঘন্য কথা বলে বেড়ায় যা শুনলে সহ্য করতে পারবেন না।

23/04/2024

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নির্বোধ ও নীচু প্রকৃতির লোকদেরকেও যেকোনো বিষয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। আগে যে সকল লোক (মদ্যপ অবস্থায়) মদের বারে এলোমেলো কথাবার্তা বলতো ( যে কথাগুলো সমাজের ক্ষতির কারণ ছিল না, মানুষের উপর তেমন প্রভাব রাখতো না। কিন্তু ) তারা আজ নোবেল পুরষ্কারধারী ব্যক্তির মতোই বলার অধিকার ও সুযোগ রাখে যেকোনো বিষয়ে।

23/04/2024

প্রতিবেশী খারাপ হওয়া দূর্ভাগ্যের বিষয়।

খারাপ প্রতিবেশিকে কি অভিশাপ দেয়া যায?
এ ব্যাপারে কারও জানা থাকলে বলবেন।
জঘন্য লেভেলের খারাপ
তাও আবার পুরুষ মানুষ।
লোকটা প্রকাশ্যে সুদ খায়, এলাকায় সবাই জানে।

Address

Dhaka

Telephone

+8801845241279

Website

Alerts

Be the first to know and let us send you an email when P1NX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to P1NX:

Share