Kashem Television

Kashem Television কাশেম টিভি মানেই বিনোদন সাথেই থাকুন

04/07/2024

সুবহানআল্লাহ!
বেড রুমের বারান্দায় পাখিদের খাবার গ্রহনের
অপরুপ দৃশ্য !!!

01/06/2024

নীল সোনালী ম্যাকাওরা অন্যতম জনপ্রিয় পোষা পাখির মর্যাদায় অভিষিক্ত। নজরকাড়া রঙের ভিন্নতা, কথা বলায় দক্ষতা অর্জন, বাজারে সহজেই প্রাপ্যতা এবং মানুষের সাথে শখ্যতা গড়ে তোলাই এ পাখিটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে।

24/05/2024

Pheasant-tailed Jacana II ( জল ময়ূর )
লম্বালেজী অনিন্দ্য সুন্দর পাখিটি বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি জল ময়ূর ৷

16/05/2024

পাখিটির নাম মৌটুসি/Purple Sunbird । আরেক নাম ফুলটুনি। ফুলের মতোই সুন্দর। ঢাকা শহরেও বাসা করে এরা—আছে স্থায়ীভাবে সেই কতকাল ধরে! আবাসিক এলাকার ফুল গাছসহ অন্যান্য গাছে ও পার্ক-উদ্যানে বাসা করে। দেখা মেলে সারা বাংলাদেশে। এখনো গ্রামে গেলে আমি ওদের গান শুনে বাসা খুঁজে পাই।

একটি সাদা বুকের কিংফিশার এবং একটি প্রাচ্য বাগান  #টিকটিকির অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী  ৷ ঘটনাটি  পশ্চিমবঙ্গ,  #ভারতের এ...
14/05/2024

একটি সাদা বুকের কিংফিশার এবং একটি প্রাচ্য বাগান #টিকটিকির অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী ৷ ঘটনাটি পশ্চিমবঙ্গ, #ভারতের একটি নদীর উপরে মধ্য-আকাশের যুদ্ধে । 😱 (ছবি: CFP)

13/05/2024

বাংলাদেশের প্রখ্যাত পাখিগবেষক, ইনাম আল হক এ পাখিটি সম্পর্কে বলেন, এই পাখিটির নাম আমরা রেখেছি ‘পাতি সবুজতাউরা’। এর ইংরেজি নাম Common Green Magpie এবং বৈজ্ঞানিক নাম Cissa chinensis। কর্ভিডি পরিবারের অন্তর্গত সিস্সা গণের এই পাখিটি পৃথিবীতে রয়েছে তিন প্রজাতির। তার মাঝে আমাদের বাংলাদেশে একটি প্রজাতির উপস্থিতি বা বিচরণ রেকর্ড করা গেছে। পাখিটি বাংলাদেশে দুর্লভ আবাসিক পাখি। অর্থাৎ খুব কম দেখা যায়। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের চিরসবুজ বনগুলোতে মাঝে মাঝে পাওয়া যায় !

12/05/2024

খুঁড়ুলে পেঁচা/Spotted Owlet.

11/05/2024

গ্রীষ্মকালে একাকী বা জোড়ায় ও শীতকালে ঝাঁক বেঁধে বিচরণ করে। ভাসমান পাতার ওপর হেঁটে হেঁটে জলজ উদ্ভিদে থাকা পোকা-মাকড় ও অমেরুদণ্ডী প্রাণী, জলজ উদ্ভিদের কচি পাতা, অঙ্কুর ও বীজ খায়।

07/05/2024

মানুষের সান্নিধ্যে বসবাসকারী যে ক'টি পাখি প্রজাতির বিনাশ হওয়ার সম্ভাবনা কম তার মধ্যে কাক একটি !!
কাক/Crows

04/05/2024

মিঠু আকাম করে এখন ভদ্র 🤨
Name: Rose ringed parakeet/সবুজ টিয়া

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Kashem Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share